নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

কিছুই মনে করি না

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:০১

""" আজকাল কিছুই মনে করি না,
অনেক কিছুই মনে করে অনন্ত সুখ পেতে পারি
ইচ্ছে করলে অনেক দুঃখ কিনতে পারি
মনে করতে পারি অথৈ সাগরের মাঝে আমি একা নাগরিক
অথবা সমুদ্রের নুড়ি পাথর বিস্বাদ নোনা পানি
অথচ ইদানিং আমি কিছুই মনে করতে করতে পারিনা।
কত বন্ধু হৃদয় ভেঙ্গেছে অতপর প্রয়োজনে গা ভিড়িয়েছে
তাতো আজ আমি মনে করতেই পারি,
মনে করে করে ওদের গুষ্টির পিণ্ডি উদ্ধার করা যেতো।
নির্বিশেষে অভিশাপ, প্রণিপাত যে কোন কিছু অন্তত করা যেত।
অথচ এসব আমি এসবে ছিলাম না,
নিতান্ত অলসতায় ভাবিনি কত শত্রুর ভালবাসায় সিক্ত অলীক কিছু মূহুর্ত,
সাতসমুদ্র পাড়ি দিয়ে কখনো নির্জনে ভাবনায় পরে গেলে প্রথম লীলাবতীর নামে কিছু অভিনন্দন বানী মনে করতে পারি।
নিতান্ত করুনায় দুহাত ভরে যা পেয়েছি তার জন্য অনুশোচনায় ডুব সাঁতার খেলা যেত,
কিন্তুু বাস্তবে এসব মন করাতে কি আদৌ কারো কিছু আসে যায়,
এমনকি নিজস্ব স্বার্থপর কোন স্মৃতি?
অথচ আমার অনুভূতিগুলো সব বেচে দিয়েছি এই শঙ্খনীল কারাগারে।
যদিও পাশবিক স্নায়ুকলার যন্ত্রনা আমাকে অধীর করে প্রতিনিয়ত কিন্তুু অতটা বিমোহিত করতে পারিনি কোন কালেই,
তবে চিরসত্যি এটাই, এখন এসব মনে করাই নিতান্ত অর্থহীন।
তাই আজকাল মনে করি না কোনকিছুই,
আমি আমি এমনকি আমাকেও নয়।। """

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩২

টাইম টিউনার বলেছেন: আত্ম উপলব্ধি, আত্ম সমালোচনা, স্ব সান্ত্বনা । ভাল লেগেছে।

২| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৩

অনিন্দ্য অবনী বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ,,,, শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.