নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

মাতাল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

""" আকন্ট পান করে করে বন্য মাতালের বেশে,
সামনে যা পাই, বাড়ি ঘড়, নদী,ধুধু বালুচর সব নেশাতুর রঙ্গিন দুনিয়ায়,
পান করে চলেছি অবিরত বিরামহীন।
ফেলে আশা শৈশব, কোন এক ভরা অমাবস্যাতিথিতে হঠাৎ যৌবন আবিষ্কারের নেশা কি এখনো ভুলেছি?
বাড়ির ঊঠোন, পুকুর ঘাঠ, বড়ই গাছটা, আমড়া গাছটার নিচে এখনো দাড়ালে মনে হয় ওরা এখনো মনে মনে প্রচুর সুরা দান করে, মনে হয় এরা জন্ম জন্মান্তরের সারথি,
যা পান করে আমি আরো বলিষ্ট্য হয়ে উঠি।
মায়ের হতাশায়, বোনের নিস্কলুস ভালবাসায়, এমনকি আসা যাওয়ার পথে বহু পুরোনো বাবার কবরটা দেখে আমার নেশা হয়, আমি মদ্যপ হয়ে উঠি।
আমাকে পান করতে হয় এত সব সাজানো গুছানো লাল নীল দেশি বিলেতী সমস্ত...
কোন অস্টাদশী প্রেমিকা তার সুঠাম স্তন যুগল ঠেসে প্রেমিকের পিঠে, সাইকেলে চেপে ঘুড়ে বেড়ায় দেখে দেখে
আমি কাম নেশাগ্রস্ত হয়, আমার চোখ নেশায় পরিপূর্ণতা পায়।
মনে হয় তরতাজা ওয়াইন কেউ গলার ভেতরে ঢুকিয়ে দিলো
কন্টনালি জ্বলতে থাকে, নাকি হৃদয়টাও,
আমি ভাবতে থাকি, ভাবতে থাকি ভেবে একসময় মাতাল হয় মনে পড়ে, জীবন কবি কলম কালি আর বাস্তবতা।
পড়ে রয় নেশাগ্রস্ত কবিতার খাতা, যাকে গতকাল সারারাত, প্রায় সারা রাত ধরে ধর্ষন করা হয়,
এখন আমি অন্যকিছু খুঁজছি আজকাল আর এতো সস্তার নেশায় চলে না.... """

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

আরিয়ান রাইটিং বলেছেন: কোন এক ভরা অমাবস্যাতিথিতে হঠাৎ যৌবন আবিষ্কারের নেশা কি এখনো ভুলেছি?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

অনিন্দ্য অবনী বলেছেন: :-)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

সজীব সাখাওয়াত বলেছেন: বেশ। আকণ্ঠ শব্দটা বুঝতে কষ্ট হইসে। :-P ট আর ঠ এর পার্থক্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

অনিন্দ্য অবনী বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করছি,,, পরবর্তিতে আরো যত্নশীল হওয়ার অনুপ্রেরনা পেলাম,,,, শুভকামনা নিরন্তর।।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

অনর্থদর্শী বলেছেন: বানান ভুল চোখে লাগছে। একটু নজর দেবেন এই বিষয়ে।
বাকিটা সত্যিই খুব ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

অনিন্দ্য অবনী বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,,, শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.