নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

যদি বৃক্ষ হতেম

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪

"" কুড়ি কি পঁচিশ বছর অাগে দেখা নদীর পাড়ের ঐ চালতা গাছটা যতটা না বুড়িয়ে গেছে ঠিক ততটাই শাখা প্রশাখা মেলে শ্রেষ্ঠত্বের প্রমান দিচ্ছে প্রতিনিয়ত, অথচ মনে হয় এইতো ক'টা বছর অাগেই দেখেছি মাত্র, অাজ এতো বছর পর হঠাৎ পারাপারের পথান্তে দেখা পেয়ে থমকে দাঁড়িয়ে পড়াটা হয়ত অতটা যৌক্তিক ছিলো না, পথের মোড়েই, নদীর বাঁধটা ঘেঁষে দাঁড়িয়ে অাছে, শত সহস্র অত্যাচারিত হয়েও কতটা অসংকোচে বেড়ে উঠেছে, তা দেখলে হয়তো মনের কোনে একটুকরো কালো মেঘের হাতছানি অামার আজিব লাগে না, অন্তত অামার কাছে, শরীর জুড়ে যত জজ্ঞাল পরগাছা নিয়ে নিজেকে ছড়িয়ে দিচ্ছে সুনীল অাকাশে, আর কতভাবেই অন্যকে উপকৃত করে যাচ্ছে অনন্ত।
ইশ্!! যদি বৃক্ষ হতাম, ধরো এই বৃক্ষের একটি শাখা যদি তার পরিবার হয় কিংবা তার বিশলতার সাক্ষী, তবে এতটা পথ পেরিয়ে আমি নিজেকে নিতান্ত হতচ্ছাড়া বেদুইন বৈ দ্বিতীয় কিছুর কথা মনে অাসে না। কারন অামার এই সুদীর্ঘ পথ চলায় মহৎ বৃক্ষটির মত অামার কোন শাখা প্রশাখা নেই, যারা অামার অাঘাত প্রতিহত করবে, এমন কোন সজ্জ্বন অামি গ্রহণ করিনি যারা ঝড়া পাতার দুঃখগুলোর
মতো অামাকে জানতে চাইবে, যারা অামার শোকে কাতর হবে। বৃক্ষ তুমি মায়ের মতই মহান ,,, সুখে থেকো ভালো থেকো অাজীবন।। """

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.