নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেমৃত্যু

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

""" মাঝে মাঝে আমার খুব হারিয়ে যেতে ইচ্ছে করে,, খুব ছোটবেলায় কানামাছি খেলার ছলে গ্রামের সবুজ ধানক্ষেতে, খড়ের চাতালে নির্বিঘ্নে লুকিয়ে যেতে পারতাম, অনায়সেই বোকা বানানো যেত প্রতিপক্ষকে । মিথ্যে বলার অবকাশ নেই যদিও সর্বিশেষ এখনো প্রতিদিনই খেলে চলেছি জীবনের কানামাছি। বেখিয়ালী স্টেশনটার মত দিন রাত গেয়ে চলি নষ্ট সময় আর অলীক জীবনের জয়গান। তেমনি কোন কোন দিন আমি হারিয়ে যাই, এইখানে নয়, মনে হয় আমি ছড়িয়ে ছিটিয়ে পরে আছি, অথবা মিশে যাচ্ছি অন্যকোন ভুবনে , গ্রহ উপগ্রহতে। মহাপ্রয়োজনীয় অক্সিজেন খোঁজার অবকাশ নেই। যেখানে রক্ত শুধু নিকোটিনে মুক্তি খোঁজে , নাহ্! সত্যিই এখানে হৃদস্পন্দনের হিসাব করার দরকার পরে না, কারন স্বপ্নের কিছুটা প্রতিচ্ছবি আমার ভেতর আমি বয়ে নিয়ে যায় নিশুঙ্ক মহাপুরোষিত ভঙ্গিতে কিন্তু পুরোপুরিভাবে সত্তাগুলোকে আঁকড়ে ধরে পরে থাকতে পারি না, শুধু মনে হয় কোন সম্মোহনী পরিনতি আমাকে জড়িয়ে ধরেছে আষ্ঠেপৃষ্টে, যেতে হবে, তাই অনিচ্ছা - সদ্বিচ্ছায় অনেক গন্তব্য দেখা হয়ে যাচ্ছে অাজকাল অসময় স্রোতের হাওয়াই। যদিও সময়টাকে কখনোই পরাস্ত করা যায় না। তাকে বাঁচিয়ে চলতে হয় ইদানিং, বলা যায় নিশানাটা দিনকে দিন হয়তো আবছা হবে তবু গন্তব্য চিরায়ত সত্য। আগুন্তুকের জন্য সুপরিকল্পিত পথই চিরন্তন। তবে মৃত্যুর কাছাকাছি বা সম্মুখ মৃত্যুর কাল বহুবার কাটিয়েছি,,, এসবে আর ইন্টারেস্ট নাই,,, এখন মন খুলে শুধু চাইতে পারি ইচ্ছেমৃত্যু। ""

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

দৃষ্টিসীমানা বলেছেন: জীবনটা একদম ষড়ঋতুর মত , কখন রোদ কখন বৃষ্টি । শুভ কামনা ।

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

অনিন্দ্য অবনী বলেছেন: একদম মনের কথাই বলেছেন,,, মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.