নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

শব্দকল্প

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪১

"""অজস্র শব্দগুচ্ছ দিনের পর দিন বুকের ভেতর আগুন জ্বেলে যাচ্ছে,
পুরোনো শব্দগুলো বিঁষফোড়ার মত লুকিয়ে থাকে সযতনে
কিংবা বাষ্পায়িত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পরছে চারপাশে।
যারা এতোদিন প্রবাহিত হয়েছে আমার শিরা উপশিরায়,
আমার দেখা গ্রহ উপগ্রহগুলোকে নক্ষত্রের মত,
অথবা ভরা পূর্ণিমারাতের স্নিগ্ধতার মত উদ্ভাসিত করেছে আমার হৃদয়।
এখন মগজে নতুন শব্দ মিছিল, শব্দ শব্দ খেলা।
মনে হবে বহুদিন পর মাঝনদীতে জেগে উঠেছে শতাব্দির স্বর্নালি কোন চর।
যেখানে প্রতিটা ঢেউ শব্দবন্যা হয়ে বইবে বিস্তির্ণ দিগন্তজুড়ে।
তাদের আমি অগ্রাহ্য করতে পারি না,
ভরা যৌবনে উন্মূত্ত যুবতির মতো যারা ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে সারাটা সত্তা, হৃদয়, হৃদয়ের চারপাশ এমনকি আমি, আমাকেও """

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

অতঃপর হৃদয় বলেছেন: বুঝিনা আমি। বোঝার বয়স হয়নি হয়তো।

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২০

অনিন্দ্য অবনী বলেছেন: হাহাহা,,,বুঝবেন,,, একদিন নিশ্চয় সময়টা আসবেই,, নিরন্তর শুভ কামনা মোহময় আগামীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.