নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

মিথ্যেবাদিতা

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

""হে মানব তুমি মিথ্যে বলো,
তার থেকে ভালো তুমি সত্য বলো না,
সত্যরা অবিনশ্বর কিন্তু ক্ষনস্থায়ী,
জানোইতো এখন কেবল মিথ্যেরই রাজত্ব।
যতটুকু আছে তোমার জ্ঞান বিজ্ঞান মনন
সবকিছুকে গুছিয়ে তুমি মিথ্যে বলো,
নিশিথিনীদের নিষ্প্রভ হাসির মত তুমি জ্বলে উঠো অকালে,
হয়ে যাবে দামি, ভরে যাবে বাড়ি যত উজির নাজির অনুচর ভৃত্ব্য।
স্লোগানে স্লোগানে উত্তাল হবে রাজপথ,
মিছিলে মিছিলে শহীদ হবে ময়দানে, পথে প্রান্তরে...
যদি কপটসুশ্রী মিথ্যেটুকু বলতে পারো আরেকটিবার
সাবলিল মনস্থাত্বিক শিল্পকলার সঙ্গমে অবারিত থাকবে চিরকাল ।
যদি মিথ্যে বলো তবে হয়তো সবুজ শ্যামল ভরে যাবে পাথরে পাথরে, তাতে কি! তুমি পাবে অট্টালিকা,
কিনে পাবে ভালবাসা কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে,
হেরে যাবে যদিও ভালবাসা, মায়ের আদর তবুওতো গাইতে হয় মিথ্যের জয়গান।। ""

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫

ধ্রুবক আলো বলেছেন: হেরে যাবে যদিও ভালবাসা, মায়ের আদর তবুওতো গাইতে হয় মিথ্যের জয়গান।। ""
ভালো লাগলো

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৯

অনিন্দ্য অবনী বলেছেন: আপনার ভালো লাগাতেই আমার অশেষ প্রাপ্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.