নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

ঘুমহীন

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০৭

"" আমি ঘুমিয়ে ছিলাম অনন্ত প্রতীক্ষা পেরিয়ে
মহাকালের অন্তিম গব্বরে,
ঘুমিয়েই ছিলাম নীলকন্টী হয়ে।
এখন নিদ্রাহীন ভাবনার নিরন্তর...
অার নিয়ন্ত্রিত জেগে থাকা স্বপ্নের কারাগারে।
আমি ঘুমিয়ে ছিলাম সময়ের অন্তরালে
তোমার আলতো ছোঁয়ায় হঠাৎ জেগে উঠেছি।
যেন প্রাণহীন নিথর জড় জেগে উঠেছে জীবনের কোলাহলে,
মনে মনে অজস্র জন্ম ধরে আমি স্বপ্নে দেখেছিলাম যেমন
তাই জেগে উঠা নিজের ভেতরে অন্যকোন জীবন নিয়ে,
সত্যি হয়তো কোন কালেই আমার জেগে উঠার প্রয়োজন ছিলো না
কোন মহয়ীসিনীর অনর্থক ভালোবাসা বিনে,
কারন জাগতিক পৃৃথীবির নিয়ন আলো আমাকে উদ্ভাসিত করেনি নিজের মতো করে,
সবার মতো থেকেও আলাদা ছিলাম নিজস্ব স্বত্তাগুলোকে ঘিরে,
অথচ অন্যরকম জীবন সঙ্গীতে যে আমার বসবাস
আমি তোমাতেই খুঁজে পেয়েছি
জীবন অথবা মৃত্যুর মতো সদা সত্য। ""

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: /:) এইটা কি ছিলো?সাধারণ একটা লেখাকে কবিতায় লিখলেই বুঝি না,আর এটা তো..........
একটু সহজ করে লেখা যায় না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

অনিন্দ্য অবনী বলেছেন: হাহাহা,,, তাই তো অনর্থক কবিতা লেখা... গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ,,, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.