নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

স্থলন

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

"" অর্জনে কোন সুখ নেই, আমি পাচ্ছি না। যখনই কিছু হারিয়েছি, নিজেকে বদলেছি, হারিয়েছি কিছু ভাবনা, আর যখনই মায়া, স্বপ্নময় জীবনকে বিসর্জন দিয়েছি তোমার কাছে, মনে হয় জীবনে তখনি কেবল বলার মতো কিছু জমা হলো আমার ভাঁড়ে। অথচ অদ্ভুদ ব্যাপার অন্যের অর্জন নিয়ে কখনোই মানুষ তেমন আহাজারি করে না,, কেউ কেউ এটা সেটা বলার চেষ্টা করলেও, নিদেনপক্ষে এটাই সত্য যে অন্যের অর্জনকে মানুষ কখনো বড় করে দেখে না, মানুষ মুখে নিস্বার্থপরতার কথা বললেও ভালবাসে ক্ষমতাবান টাকাওয়ালা স্বার্থপরকে। আমার ভাবতে ভালো লাগে আমার এতো সব কষ্ট কখনোই কেউ জানবে না, কারো মনে দাগ কাটবে না বিবর্ন বর্তমান। আমার কঠোর কঠিন স্মৃতিকাতর অতীতককে নিয়ে কেউ সহানুভূতি দেখাবে না অথচ আমার একটু স্থলন সবার কাছে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর করে তুলতে পারে অথবা আমাকে কেউ আখ্যা দিতে পারে সৈরাচারী রুপে """

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫

বিজন রয় বলেছেন: সঠিক কথা বলেছেন।

ভাল কাজ করলে হিংসা করে, আর একটু কারাপ করলেই ...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.