নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

সুখের অসুখ

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

"" আজ আমার এমন মন খারাপের দিনে,
কষ্ট হলেও তোমায় নিচ্ছি আমি চিনে,
দুপুরবেলা একা একা, রাত্রি জোছনা হারা
মনে মনে মাতাল হয়ে পাগল করি পাড়া।
মাতাল হচ্ছি পান করছি বিষন্নতার শেষে,
উড়ালপঙ্খী হয়ে আমি উড়ছি নানান দেশে।
এখান থেকে ওখানে যায় এ ঘর থেকে ও ঘর
কেমন করে বাঁচি বল যদি আপন করে পর।
ভালবাসার মেঘ হতে চায় শ্রাবনের এই দিনে
অশ্রু জলে সিক্ত হয়ে সে যে নিচ্ছে অামায় কিনে।
তরী বেয়ে চলছি দেখো উদাম ঢেউয়ের পানে
শ্যাওলা হয়ে নদীর বুকে নিস্বঙ্গতার টানে।
একলা বসে আকাশ দেখি নীরব নিথর ভাব
সবই আছে কেবল মাত্র সুখেরই অভাব।
সুখের নেশায় ত্যাজিলাম মোরে, ছাড়িলাম সাধের ঘর,
তাই তো এখন সবার মাঝেও হয়ে আছি পর।""

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে +

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: তাই তো এখন সবার মাঝেও হয়ে আছি পর।""
............. নিজেকে ছোট ভাবা ঠিক নয়।

লাইনটি পড়ে আমার এই কথাই মনে হলো।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.