নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

""" আজ গ্রামের বাড়িতে আসলাম, প্রায়ই আসি, আসতে হয় নাড়ির টানে, অন্তত আমার অতীতগুলো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অথবা এমন অলস বৃষ্টির দুপুরে নিজেকে খুঁজে পাবার নেশায়, নয়তো এটাই শেষ ঠিকানা । সে যাহোক কদিন যাবত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে ঝুম বৃৃষ্টি, আর এমন বৃষ্টি দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমাকে নেশায় পেয়ে বসে, বলা যায় আমি বৃৃষ্টিখোর, দেখলেই ইচ্ছে করে একছুটে বাইরে বেরিয়ে যাই, বৃষ্টিকণা গায়ে মেখে নেশায় বুৃঁদ হয়ে কাদামাটি জড়াজড়ি করে পরে থাকি, যদিও আজ আষাড়ের মতন ঘনঘটা নেই, কদাচিৎ বহুদুরে একটা বাজ পড়লো কি, আর অবিরাম শুধু ঝরে পরা। প্রকৃতির এমন অসময়ে কারো বাইরে থাকার কথা না। সারাটা দুপুর, রাত পেরিয়ে সকাল এমন ঝরে পরা দেখতে দেখতে আমার নেশায় পেয়ে গেলো, যদিও গত সপ্তাহটা ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগলাম, প্রিয় পই পই করে বলে দিয়েছে যেন এই ভুল না করি। বৃষ্টি আমি উপেক্ষা করতে পারি না, পরিচিত জনের মধ্যে স্বঘোষিত চিন্তাবিদকে একবার বলতে শুনেছিলাম 'বিরহ কাটানো বা একাকিত্ব ভোগ করতে হলে বৃষ্টির খুব মজার বিষয়,,' আর কি তড়িঘড়ি করে ছাতা মাথায় বিলের মাঝখানে এসে দাঁড়ালাম, না!! কাউকে খুঁজছি না, অবশ্য অনেক্ষন যাবত উঁকিঝুঁকি মেরে রক্ত খেঁকো জোঁকের সন্ধান চালালাম, এই প্রজাতির প্রানীটার সাথে বলা যায় আমার ন্যাংটো কালের সম্পর্ক, কত হাজার জোঁক যে কোরবানি দিলাম।কিন্তু হায় আজ একটাও জুটলো না দেখে যদি অন্তত চোখটা জুড়োত। আশেপাশে দৃৃষ্টির সীমানায় কেউ নেই, অদুরে কয়েকটা গরুছাগল বৃষ্টিতে ঠাঁই দাড়িয়ে আছে, মনে হয় বৃষ্টিবিলাসে মগ্ন। ধানের চারা গুলো শুধু শ্রাবনের ঝরো বাতাসের সাথে দুলে দুলে নিজের সত্তাকে জানান দিচ্ছে সবুজের হাতছানিতে। বুক সমান পানি নিয়ে কেমন নিজে নিজেই হাসছে, সগৌরবে দুলছে,, তার সাথে পায়ের পাতা সমান কাদামাখা পানিতে বিস্তির্ণ বিলের মাঝামাঝি সরু আলের উপর দাড়িয়ে আছি আমি ,নিজেকে এই জনমানবশূন্য সবুজের মরুভূমিটির বুকে একজন যাযাবরের মতো মনে হচ্ছে..কল্পনাতীত অনভুব, অনুভূতিতে ভয়ংকর সৌন্দর্যরূপ ভাবনার অতলে, যদিও প্রকৃতি এখন গোঁ ধরেছে, এমন ভরদুপুরেও সন্ধ্যার বিষন্নতা ভর করেছে সাথে আছে হাঁড় কাঁপানো শীতল বাতাস। অবশেষে ফিরে আসতে হলো আপন নীড়ে একজোড়া চোখের কারনে,, অতপর অলস দুপুর,, ভাবনা অন্তহীন। কি জানি হঠাৎ করেই কেমন ভীষন শহুরে হয়ে গেলাম, এখন আর নিয়ম করে মনে পরে না কাটানো শৈশব, দুরন্ত কৈশোর, এমন বৃষ্টির দুপুরে হঠাৎ যৌবনে পা দেওয়ার অনভূতি এখন আমাকে টানে না। ব্যস্তদিন, ব্যস্ততাই শেষ কথা। তবুও হঠাৎ কখনো কখনো মনকে দমিয়ে রাখা যায় না। ফিরে আসতে হয় নাড়ির টানে, মন কেমন করা বৃষ্টির দুপুরে, আনমনে নিজেকে ফিরে পাওয়ার দিনে, যদিও বাস্তব জীবনে ফেলে আসা এমন স্মৃতি কাতরতা নিতান্তই বেমানান। """

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

প্রামানিক বলেছেন: পোষ্ট পড়ে শৈশবের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দাদা,,,শুভ কামনা জানবেন,,,

২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

সালমান মাহফুজ বলেছেন: একদা ছিল নেশাটা । এখন অসহ্য লাগে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.