নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

"" খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে, অন্য কোথাও। অন্তত মানব জনম থেকে, যেখান থেকে আর আমাকে ফেরত আসতে হবে না। যেখানে কোন মায়া নেই, পোড়ানোর ভয় নেই।, অভিনয় নেই, মন নামক অত্যাচার নেই, না পাওয়ার হতাশা নেই। অথচ এমন দিন আমি আগেও কেটেছি, কিন্তু আগের মতো খুব ইচ্ছে করছে না ,অসময়ে নিজেকে পোড়ায়, ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত হতে, মন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে গভীর অন্ধকার কোন চোরাবালিতে, ভীষন অভিমানের দিনেও যেখানে কোন সুখের বেসাতি নেই, দুস্বপ্নের হাতছানি নেই, আধো ঘুমে চমকে ওঠার আক্ষেপ নেই। আমার পাথর চোখে একটুও জল নেই, কোন কান্না নেই, আমি কাঁদতে পারি না। আমি মাতাল হয় না, মাতাল হওয়ার মতো কোন বিষ এখনো পায়নি, কারন আমি নীলকন্ট, কারন আমার বিষের শরীর। দুরহ পৃথিবি, হারাবো কোথাও? এমন খুঁজে পাওয়া দুস্কর। পৃথিবীতে আমার হারানোর কিছু নেই, আমি যেন সর্বহারার দলে কেননা আমার প্রান কাউকে স্পর্শ করে না, আমার ক্লান্ত হৃদয় কাউকে ছুঁতে পারে না, অশান্ত মন কাউকে নিবৃত্তি দিতে পারে না। আমার থাকা না থাকাই কারো কিছু আসে যায় না, কাউকে আমি এতোটুকু দাবিদার মনে করি না। না পালনে, কর্মে, শাষনে, শোষনে কোথাও আমি নেই, আমার আমি আমাতে নেই। ""

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

রানার ব্লগ বলেছেন: এমন জায়গা আছে ? থাকলে জানাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.