নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

ঝরাপাতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

"" বেরিয়ে পরেছিলাম সবকিছু ছেড়ে,, তোমাকেও ভুলে,
নিজেকে হারিয়ে বিবর্ন মলিন
সারাটা পথজুড়ে অসীম শূন্যতা, ঘুরে তাকানোর নুন্যতম সাহসটুকুও আমার হলো না,,
এই ধরো যদি সত্যিই দেখতে পায় শূন্যতা পথ আগলে দাঁড়িয়ে আছে দরোজায় তোমার মতো, কিভাবে ফিরবো তবে?
কথা দেওয়া সাতটা যুগ আমি কোথায় পাবো?
ধরো প্রতিদিন নিয়ম করে ফোন দেওয়ার ছলে
শূন্যতায় স্বপ্ন দেখাই দুচোখ ভরে,
আমাকে মূহুর্তে অভিমানী করে লুটে নেয় আমার সর্বস্ব
বাঁচিব কি করে তবে এমন করে,,
তুমি হীনা এতো আশা কোথায় পাবো?
মাঝদুপুরের জানলায় দাঁড়িয়ে হয়তো তুমি দেখছো আকাশ
বাতাসের তাড়া খেয়ে আমি অসহায় বিব্রত উড়ছি ঘুড়ি,
যেন খেলা শেষে দুষ্টু কিশোর কেটে দিয়েছে সুতো
এখন ছিঁড়ে ফুঁড়ে ছেঁড়া কাগজের মতো উড়ছি রাস্তায়।
এখনো দাঁড়িয়ে ভাবছো উঠোনে,
হঠাৎ শুকনো পাতাটা ঝরে পড়লো ডাল থেকে!!
হয়তো এর আগে গাছটাকে কখনো চোখে পরেনি তোমার ;
আজ তার ডাল থেকে ঝরে পরছে মৃত প্রজাপতির ডানার মতো ময়লা বিষন্ন মুমূর্ষু ঝরাপাতা।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

একলা চলো রে বলেছেন: আপনার চিন্তাগুলো পড়তে পারছি, বুঝতে পারছি কোন লাইনটা লিখেছেন, কোন কথাটা ভেবেছেন...
পাঠে ভালোলাগা।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

Raz Arnob বলেছেন:

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মলাসইলমুইনা বলেছেন: যে এতো সুন্দর করে কষ্টের কবিতা যে লিখতে পারে সে নিশ্চয়ই অসাধারণ খুশীর একটা কবিতাও লিখতে পারবে ! আপনার আগের কবিতা পরেও মন খারাপ হয়েছিল খুব | ঝরাপাতা নয় বসন্তের ফুল ফোটার একটা কবিতা ...| তাড়াতাড়ি খুশীর একটা কবিতা লিখে মন ভালো করে দিন পাঠকদের | মন খারাপ করিয়ে দেবার জন্য ধন্যবাদ দেবার চল নেই | আপনার কবিতা পড়ার পর মনে হলো এই প্রিভিলেজ মানে মন খারাপের পরও ধন্যবাদ পাবার পুরো অধিকার আপনার পাওনা হয়েছে | ধন্যবাদ নিন অনেক অনেক |

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

অনিন্দ্য অবনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা...

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

অনিন্দ্য অবনী বলেছেন: প্রানবন্ত মন্তব্যের জন্য স্পেশাল ধন্যবাদ এবং অনেক অনেক অনেক শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.