নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

চড়ুই দম্পতি

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

@@@ জিনিয়াসরা উত্তর দিন @@@
"" ঘুম ভাঙ্গলো কিচির মিচির শব্দ শুনে,, আগ্রহ নিয়ে ব্যালকনিতে আসলাম আর ভাবনার সঙ্গতি দেখে যারপরানই আনন্দিত হলাম। একজোড়া চড়ুই দম্পতি সেই ঝগড়া করতিছে,, একবার ভাবলাম তাড়িয়ে দিই আবার ভাবি থাক না ওরা ওদের মতো ঝগড়া করে যদি নিজেদের মানিয়ে নিতে পারে,,, আমি দাঁড়িয়ে শুধু দেখে গেলাম। মোবাইলটা খুঁজছি কায়দা করে একটা ছবি নিতে পারলেই লেখাটা সার্থকতা পায়, ভাবছি ভাবনার দোলাচলে দেখি তৃতীয় চড়ুইপাখির আগমন, সে এসেই মাতব্বরি শুরু করে দিল কাউকেই বলতে দিচ্ছে না,, এরে গুঁতাই তো এরে শাঁসায়।  অগ্যতা উপায়ন্তর না দেখে চড়ুই দম্পতি উড়ে গিয়ে পাশের আমগাছে অবস্থান  এবং তুমুল উৎসাহে ঝগড়া শুরু করলো দুজন মিলে । তাকিয়ে দেখি দুটো কাক আমগাছের একডালে নির্বিকার , নট নড়ন চড়ন, ভ্যাবদা মেরে তাকিয়ে আছে চড়ুই দম্পতির দিকে, মনে হলো কার্যকলাপ দেখে ভিমরি খেয়ে গেছে, কি করবে ভাবতে পারছে না। হঠাৎ তৃতীয় চড়ুই সেখানেও বাগড়া দিলো, সে রীতিমতো নিজেই রুদ্ধ মূর্তি ধারন করলো কিচির কিচির করে মাথাটা পুরো ধরিয়ে দিলো মনে হচ্ছে পুরো আমগাছটা জুড়ে সে একাই,, এরই মধ্যে কাকপক্ষী গুলো একবার ক কা করে নিজেদের অস্থিত্ব জানান দিলো কিন্তু তাতে কেউ পাত্তা দিলো না,,, ঝগড়া চলমান রইল এবং ক্ষনকাল পর চড়ুই দম্পতির আবার স্থান বদল আর দৃষ্টিসীমার বাইরে। ঘাড় ঘুরিয়ে আকাশটা দেখলাম আজকের সকালটা অনেক মিষ্টি,, স্নিগ্ধ। সুনীল আকাশ।""
( এখন বলতে হবে একজোড়া চড়ুই দম্পতির সাথে তৃতীয় চড়ুইটা কি হতে পারে,, কোন সম্পর্কে তারা আছে কি? আমি অবশ্য মনে মনে একটা উত্তর ঠিক করে রেখেছি,,, আপনারও উত্তর দিন,,,, মিলিয়ে দেখা যাবে.... :-D
""" সংকলনটি সত্য ঘঠনা অবলম্বনে নির্মিত যাহার স্বাক্ষী লেখক একমাত্র নিজেই,,, এব্যাপারে কাহারো কোনপ্রকা র ওজর আপত্তি চলিবে না। """
বি দ্র: ছবিটি আর্কাইভ থেকে সংগৃহীত ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

শায়মা বলেছেন: তৃতীয় চড়ুইটা পাড়া পড়শি!


কথায় আছে না?


যার বিয়া তার খবর নাই , পাড়া পড়শীর ঘুম নাই। এই পাড়া পড়শী ছাড়া আর কে আসবে নাক গলাতে? সকালবেলার চড়ুই দম্পতির ঝগড়ায় বাগড়া দিতে? :P

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

অনিন্দ্য অবনী বলেছেন: হা হা হা,,,, আপু একরাশ গোলাপের মুগ্ধতা,, সুন্দর সাবলীল মন্তব্যের জন্য....
:-D:-D

২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

জুন বলেছেন: মনে হয় ভিলেন #:-S

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

অনিন্দ্য অবনী বলেছেন: হেহেহে ভিলেন,,,, হইবারও পারে,,,, কলিকাল তো...:-P

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: তৃতীয়টা এলাকার পাতি মাস্তান।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

অনিন্দ্য অবনী বলেছেন: হা হা হা,,, হবার পারে,,, :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.