নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

এক চিলতে মেঘ

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

"মাঝে মাঝে আমার এমন মনে হয় সারারাত জেগে থাকি, বাড়ির পাশে পুকুরপাড়ে জামগাছটার গোড়ায় বসে থাকি আকাশের দিকে তাকিয়ে । জামগাছের গোড়ায় বসে আকাশটা ঠিক দেখা যায় না, পাতার ফাঁক দিয়ে এক চিলতে যা দেখা যায়, তাতেই আমি মুগ্ধ হয়ে যাই। কোনো কোনো রাতে আকাশ থেকে এক একটা উল্কাপিণ্ড ছুটে আসে, কী যে তার রঙ, চারপাশে রঙিন করে ফেলে আর একরাশ স্বপ্নিল মোহময়তা ভীড় করে মনের অন্তরালে । মনে হতে থাকে সামনের সুবিশাল আকাশটাতে মনঘুড়িটা হয়ে উড়ে বেড়ায়, হারিয়ে যায় অন্তরালের দিগবিলীনে। অামার আমি হারিয়ে গেছি পাচ্ছিনা নিজেকে খুঁজে হায়,অন্ধকারে আলোর মাঝে তাই নিজেকে আজো খুঁজে বেড়াই ।কখনো হঠাৎ ঘোর ভেঙ্গে গেলে এত এত তারা গুনে দিশেহারা ক্লান্ত হয়ে মনে হতো জীবনেরও আরো কতো মানে যে হয় তা কেবল সময়ের সাথে পথ চলে বোঝা গেল। তবে এমন একলা রাতে বিবর্নতার ফাঁকে  আমি সবচেয়ে মুগ্ধ হই রাতজাগা পাখির গান শুনে। একা একা জামগাছের পাকা জাম খায় সারা রাত, আর একটু পর পর গান গেয়ে ওঠে একা একাই। ওদের গানটা ঠিক গানের মতো শোনায় না, মনে হয় কাঁদছে, প্রিয় কাউকে হারানোর বেদনায় কাঁদছে। প্রতিটা নক্ষত্র দেখে মনে হচ্ছে একেকটা পাহারাদার, মনে হয় জ্বলছে  অনন্তকাল ধরে শুধু আমার অপেক্ষায়। অথচ আমি কিছুই জানি না,, কি স্বপ্নে বেঁচে যায় কার তরে, জীবনের কি মানে? শুধু মনে হয় দুরে যায়,, দুরে বহুদুরে ওই সুদূরবিস্তৃত নক্ষত্রপানে।। """


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

নূর-ই-হাফসা বলেছেন: রাত জাগার মাঝে যে কি আনন্দ যারা জাগতে ভালোবাসে তারা কেবল জানে । লেখাটা সুন্দর ছিল ।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪

অনিন্দ্য অবনী বলেছেন: একদম।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মেঘ ভাবনা অপূর্ব লাগলো। ভাল থাকবেন সবসময়।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবি লেখকরাইতো রাত জাগা পাখি।

ভাল লাগা রেখে গেলাম।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: নাক্ষত্রিক সৌন্দর্যে ভরপুর আপনার রাত্রিত্বের উদাসী বর্ণনা | কন্দকাটা ভুতের ভয় উপেক্ষা করে যে জামগাছের নিচে রাত্রে বসে থাকতে পারে সে অবশ্যই সাহসিনী | ভালো লাগলো নক্ষত্রের সাথে জেগে থাকা আপনার রাত জাগার বর্ণনা | কিন্তু হারিয়ে যাওয়া উল্কাগুলোর মতো হঠাৎ হঠাৎ হারিয়ে যান কেন লেখা থেকে, ব্লগ থেকে ? এতদিন পরপর কেন এই সুন্দর লেখাগুলো ? এই শীতের, শরতের, হেমন্ত আর বসন্তের নক্ষত্র রাতে জেগে থেকে যে লেখাগুলো মনের পাতায় গাঁথা হয়ে যায় সেগুলো আমাদের জন্য ব্লগে একটু নিয়মিত দেবেন সে আশা করলে কি বেশি হয়ে যাবে?

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৭

অনিন্দ্য অবনী বলেছেন: সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ। উৎসাহ পেলাম।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ধ্রুবক আলো বলেছেন: রাত জাগা পাখির গান শুনে মুগ্ধ হই। কথাটা খুব সুন্দর লাগলো।

৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৩২

শায়মা বলেছেন: রাত জাগা পাখির কাব্য! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.