নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

কিছু মুহূর্ত ( ছবি ব্লগ )

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

নাগরিক জীবনের কোলাহলে শত ব্যস্ততার ভিড়ে ও মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি কোথাও অজানায়। মানসিক প্রশান্তির জন্য ভাবনার জগতে ভেসে বেড়ানো । তার ধারাবাহিকতায় কিছু মূহূর্ত ধরে রাখার প্রচেষ্টা হিসেবে এই মোবাইলগ্রাফি।
শতবর্ষী গাছ

নদীর জলে নৌকা ভাসে

সুনীল আকাশ আর শান্ত নদীতে মাখামাখি

বাড়ির পাশে শস‍্য ক্ষেত

দেয়ালের কথা

দেয়ালের কথা ২

গোধূলি লগ্নে
ক্রম বর্ধমান জাহাজ ভাঙ্গা শিল্প

নৌকার ভেতর রেস্টুরেন্ট

ঝিনুকের কারুকাজ

সীতা ফল

রাংগামাটির বৌদ্ধ মন্দির

বানরের সাথে একদিন

বৃষ্টির ছোঁয়ায় হাসছে যেন নয়ন তারা।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

রোকনুজ্জামান খান বলেছেন: সরষে ফুল,, নদীতে নৌকা,, গোধলী লগ্ন,, নয়ন তারা
ভাল লাগার মতো কিছু ছবি ।
মোবাইল গ্রাফিতে চাই ভিন্নতা
এতেই পাবে পূর্ণতা ।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

অনিন্দ্য অবনী বলেছেন: যথার্থই বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ..

২| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

স্রাঞ্জি সে বলেছেন: ভালই তুলেছেন। ছবির সাথে স্থান টাও উল্লেখ করলে মনে হয় ভাল হত। যেমনটি একটা তে পাইছি।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১

অনিন্দ্য অবনী বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। পরেরবার অবশ্যই চেষ্টা করবো ,,শুভকামনা রইল..

৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছবি ব্লগ।

শুভকামনা জানবেন।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

অনিন্দ্য অবনী বলেছেন: শুভ কামনা আপনাকেও ,,,,,ভালো থাকবেন সবসময়..

৪| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্ সুন্দর।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..শুভকামনা..

৫| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো ছবি সংগ্রহ। সুন্দর শিল্পগুন আছে আপনার।
ভালো।।।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..শুভকামনা রইল..ভালো থাকবেন..

৬| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার ফটোগ্রাফি হাতের প্রশংসা করতেই হয়। অনেক সুন্দর হইছে ছবি গুলো।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ..শুভকামনা রইল..

৭| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভাল লাগলো।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক ধন্যবাদ স্যার..শুভকামনা রইল..

৮| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

জয়নুলের কাক বলেছেন: সুন্দর ছবি। মন ভালো করে দেওয়ার মতো জায়গা গুলো।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭

অনিন্দ্য অবনী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়..

৯| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..শুভকামন..

১০| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ভ্রমরের ডানা বলেছেন:




ইস! কত সুন্দর সুন্দর ছবি!

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ..শুভকামনা রইল..ভালো থাকবেন সবসময়..

১১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

সাগর শরীফ বলেছেন: "আসা যাওয়ার পথের মাঝে
যায় যেন দিন শুভ কাজে"
লেখাটা ভাল লাগছে অনেক। ছবিগুলোও অনেক সুন্দর ছিল। বিশেষ করে সুনীল আকাশ আর শান্ত নদীতে মাখামাখি ওই ছবিটা।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ..সুন্দর মন্ত্যবে মন চাঙ্গাা হলো.. শুভকামনা রইল.

১২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

জসীম অসীম বলেছেন: আপনার মোবাইলগ্রাফি ভালো লেগেছে। প্রশান্ত হয়েছি। অনেকদিন নাগরিক ক্লান্তি থেকে মুক্তি পাই না। দেখে অনেক পুষ্টি নিলাম পুষ্ট নিসর্গ থেকে।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

অনিন্দ্য অবনী বলেছেন: আপনার দারুন মন্ত্যব্যে নিজেকেও উজ্জীবিত করলাম..। অনেক অনেক ধন্যবাদ..। নিরন্তর শুভকামনা.।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০

নিয়াজ সুমন বলেছেন: সীতা ফল নাম কখন ‍ুশুনিনি এই প্রথম দেখলাম ছবিতে, এই ফল কি খাওয়া যায? এই ফল সর্ম্পকে কি বিস্তারিত বলা যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.