নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

এই ঈদে দিগন্ত টিভি’র ভন্ডামি থেকে বাঁচলাম

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

দিগন্ত টিভি যখন চালু হয় তখন ভেবেছিলাম এটা একটা ইসলামী চ্যানেল। কারণ, এটা জামায়াতের নেতার চ্যানেল। একটা ইসলামী দলের নেতার চ্যানেল মানে তো এখানে নাচ, ‍গান, নাটক, সিনেমা এসব বন্ধ থাকবে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে তারা অন্যান্য চ্যানেলের মতই সবকিছু প্রচার করতে থাকলো। এমনকি বলিউডি ছবির রিভিউ! শুধুমাত্র তাদের সংবাদ পাঠিকারা হিজাব করা ছাড়া আর কোন ইসলামী ভাব ছিল না এই চ্যানেলে। যদিও এটা ইসলামী চ্যানেল নয়, তবুও ইসলামী দলের একজন শীর্ষ নেতার চ্যানেল হওয়াতে মনে হয়েছিল সবকিছু ইসলাম ও শরিয়াহ মোতাবেক হবে। তো তা না হওয়াতে বলা যায়, এটা হলো ভন্ডামি। নিজ দলের প্রতি ও আদর্শের প্রতি। প্রতি ঈদে অন্য চ্যানেলের মত দিগন্ত টিভিতে’ও অনেক অনুষ্ঠান প্রচার হতো। এবার চ্যানেল বন্ধ থাকাতে তাদের ভন্ডামি থেকে বাঁচবো। ইসলামী লেবাস দিয়ে বিনোদনমূলক চ্যানেলও হালাল করতে চায় তারা।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

রোদের ক্রোধ বলেছেন: তোমার এলার্জিটা মূলতঃ এইখানে- "কারণ, এটা জামায়াতের নেতার চ্যানেল।"

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা যদি অন্য কোন ইসলামী দলের নেতার চ্যানেলও হতো একই স্ট্যান্ড থাকতো।

২| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

রোদের ক্রোধ বলেছেন: চিন্তা কি গুরু , তোমার পেয়ারা চ্যানেল ৭১ আছে না । ওইটা দেখো । ভরপুর মাস্তির ঈদ আনন্দ পাইবা ।

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুল বুঝলে তো আর ভালো লাগলো না। আমি বলতে চেয়েছি ইসলামী লেবাসে কেন বিনোদনমূলক চ্যানেল চলবে? তাও ‌আবার মালিকও ইসলামী দলের নেতা !

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯

এস বাসার বলেছেন: ইসলামকে বেঁচে, ইসলামকে ভাংগিয়ে সুদে আসলে ধান্দা করাকে যারা সমর্থন করে , তারাই প্রকৃত আস্তিক!!!

সেখানে আপনার এইসব প্রশ্ন কিন্তু বেমানান, হয়তো আপনি নাস্তিকও হয়ে যেতে পারেন!!!

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। দেখলেন না, কয়দিন আগে কোরআন প্রতিযোগীতায় নায়ক শাকিব খান গিয়ে হাজির!

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

রিয়াজ৩৬ বলেছেন: ইসলামিক টিভি দোষ করছে কি তাহলে?

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাণিজ্যিক বিজ্ঞাপনগুলো দেখানো অবশ্যই গুনাহ'র। এছাড়া ইসলামিক টিভি ১০০% ইসলামিক।

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

রাখালছেলে বলেছেন: ফাইজলামির একটা শেষ আছে আর তাদেরও শেষ হয়ে গেছে ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

পথহারা সৈকত বলেছেন: রোদের ক্রোধ বলেছেন: চিন্তা কি গুরু , তোমার পেয়ারা চ্যানেল ৭১ আছে না । ওইটা দেখো । ভরপুর মাস্তির ঈদ আনন্দ পাইবা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.