নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

জাকাত বিষয়ক একটি প্রশ্নের উত্তর চাই

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

আমি আমার এক বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছি। সে টাকা ফেরত দিতে পারবে কিনা সন্দেহ আছে। অনেকদিন হয়েও গিয়েছে। সে জাকাত নেয়ার যোগ্য। এখন আমি যদি তার উপর থেকে পাওনার দাবি উঠিয়ে নেই ‍আর সেটা জাকাত হিসেবে নিয়ত করি তাহলে কি আমার জাকাত হবে? নাকি প্রথমে হাওলাতের নিয়ত থাকায় (অর্থাৎ জাকাতের নিয়ত না করায়) সেটা জাকাত হিসেবে গন্য হবে না?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

ইনফা_অল বলেছেন:

করয দেয়া টাকার উপর যাকাত

করয দেয়া টাকা উসূল হওয়ার পর উক্ত টাকার যাকাত দিতে হবে এবং বিগত বছর সমূহে উক্ত টাকার যাকাত না দিয়ে থাকলে সেই যাকাতও দিতে হবে। তবে কেউ যদি করযের টাকা উসূল হওয়ার পূর্বে প্রতি বছর উক্ত টাকার যাকাত দিয়ে দেয় তাহলেও যাকাত আদায় হয়ে যাবে।(আদদুররুল মুখতার:২য়,২৬৬পৃ:,দারুল উলুম.৬ষ্ঠ, ৪৫,৭৭ পৃ:)
যাকাত হিসাবে ঋণ মাফ করে দেয়া

নেসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তি যদি কোন গরীবের নিকট করয হিসাবে টাকা পায় তাহলে যাকাতের নিয়তে ঐ করয আদায় করে দিলে যাকাত আদায় হবে না। বরং এ ক্ষেত্রে পদ্ধতি হলো যাকাতের নিয়তে তাকে নগদ টাকা দিয়ে দেয়া হবে, অতপর তার থেকে করয হিসাবে ঐ টাকা আবার নিয়ে নেয়া হবে।
(আদদুররুল মুখতার:২য়, ২৭০পৃ:,আলমগীরী:১ম,১৭পৃ:. রহিমিয়া:২য়,১২পৃ:)
http://jamiatulasad.com/?p=2159
=======================
লোন মাফ করে দিলেই তো ভাল, তাই না?

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.