নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

(আওয়ামী ভাষায়) মৌলবাদ, জঙ্গিবাদ, হেফাজতের দোসর বি এন পি'র পক্ষে কারা এখন কথা বলছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আওয়ামী লীগ সমর্থকরা (এবং তাদের বুদ্ধিজীবিরা) প্রায় সময় বিভিন্ন জায়গায় বিএনপিকে বলে থাকেন বি এন পি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। বি এন পি স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে। বি এন পি ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদ, মৌলবাদে ভরে যাবে। বি এন পি ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান হবে। আরো কত অভিযোগ। সেই বি এন পি'র পক্ষে (প্রকারান্তরে বি এন পিকে ক্ষমতায় আনার জন্য) ইদানিং কমিউনিস্ট, বামপন্থী, ধর্মনিরপেক্ষতাবাদীরা লড়াই করছে। যার মধ্যে আছেন - নুরুল কবির, পিয়াস করিম, আসিফ নজরুল, মাহমুদুর রহমান মান্না, কামাল হোসেন, এ বি এম মুসা, বদিউল আলম সুজন, নঈমুল ইসলাম খান প্রমূখ। এদের মধ্যে একজনও মৌলবাদি কিংবা জামায়াত কিংবা হেফাজত সমর্থক নন!

বি এন পি-তে বরাবরই নীরব ভোটার বেশী। বি এন পি-কে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের মত এত কাঠ খড় পোড়াতে হয় না। মাঠের রাজনীতিতেও তাদের নেতারা তেমন সক্রিয় থাকেন না বলে অনেকের অভিযোগ। তবু তারা বেশ কয়েকবারই ক্ষমতায় এসেছে। মূলত আওয়ামী লীগের ব্যর্থতাই তাদের বারবার সুযোগ করে দেয়। ঠিক এখন যেমন এক কালের বি এন পি-মতবাদ বিরোধীরাই বি এন পি'র পক্ষে (আওয়ামী লীগের বিপক্ষে বললেই সেটা বিএনপি'র পক্ষে যাবে) সমানে সব টিভিতে কথা বলে চলেছেন। এজন্যই শেখ হাসিনা এত কথা বলার পরও আর খালেদা জিয়া নীরব থাকার পরও বি এন পি'র জনপ্রিয়তা বেশী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

একাকী বাংলাদেশি বলেছেন: যা লিখেছেন পুরোটাই একটা ফ্যাক্ট

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

HHH বলেছেন: বিএনপি কখনোই মৌলবাদীদের দল না। বেগম জিয়া একবার এই বিষয়ে স্পষ্ট করেই বলেছিলেন, আমাদের অবস্থান ডানপন্থিদের বামে আর বামপন্থিদের ডানে।
বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুস্থধারার সর্ববৃহত রাজনৈতিক দল বলে সাধারনের কাছে পরিচিত। যদিও ১০০ ভাগ সফলতার ছাড়পত্র বিএনপি এখনো অর্জন করতে পারে নাই।
সেই তুলনায় আওয়ামীলীগের অবস্থান জামাতেরও নিচে।
কারণ ব্যখ্যা হল, জামাত এবং আওয়ামীলীগ উভয়ই কাছাকাছি দাঙ্গাবাজ রাজনৈতিক দল। কিন্তু জামাত এগিয়ে কারণ জামাতের কোন প্রাক্তন মন্ত্রী-এম্পির বিরুদ্ধে চুরি দূর্নীতির মামলা বা অভিযোগ কিছুই নাই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.