নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

Operation successful, patient died

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

. দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর জরিপে প্রায় ৯০ ভাগ লোকের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন ছিল।

. সর্বশেষ ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়।

. সুশীল সমাজ, বামপন্থী, নাস্তিক, এমিকাস কিউরি, আজীবন বিএনপি বিরোধী বেশীর ভাগ বুদ্ধিজীবিরাও সংবিধান সংশোধনের বিরোধীতা করেছিল। নির্বাচন পিছিয়ে দেয়ার কথা বলেছিল।

. জাতিসংঘ সহ প্রভাবশালি দেশগুলো বারবার সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ব্যপারে একমত ছিল।

. ছাগলের ৩ নং বাচ্চা ভূটান, ভারতের ৪ জন ছাড়া কোন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসেনি।

. বি এন পি আন্দোলন জমাতে পারে না বললেও তফশিল ঘোষণার পর থেকে প্রায় ২০০ জন মানুষ মারা গেল আন্দোলনে শরিক হতে গিয়ে।

. ভোটার উপস্থিতি খুবই কম ছিল। ৪৪ কেন্দ্রে ১ টা ভোটও দিতে আসেনি কেউ। বিরল ঘটনা।



এত কিছুর পরও শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আবার ক্ষমতায়। মানে Operation successful, patient died. এত বাধা সত্ত্বেও নির্লজ্জ হতে খারাপ লাগেনি তাদের। এখন বি এন পি’রও উচিত নির্লজ্জ হওয়া। সুশীল সমাজ, বিদেশী শক্তি অনেকে অনেক কিছু বলবে । কিন্তু একবার ক্ষমতায় গেলে সব ঠান্ডা হয়ে যাবে। শান্তিপূর্ণ আন্দোলনে কখনো স্বৈরাচারের পতন হয় না। এত এত কথা বলা সুশীল সমাজের কেউ একটা ব্যানার নিয়ে রাস্তায় নামেনি তাদের গায়ে বি এন পি পন্থী ট্যাগ লাগবে এই ভয়ে। খালি টক শো আর সেমিনারে কথা বলে স্বৈরাচারের পতন হয় না। ১৭৩ দিন হরতাল, অসহযোগ, লগি বৈঠা আক্রমণ করে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে বি এন পি-ও আসতে পারবে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

েফরারী এই মনটা আমার বলেছেন: মারহাবা-মারহাবা!
আহ্‌লান-সাহ্‌লান
তব তাশরীফান!!
ইয়া রাসুলুল্লাহ্‌
ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম!!
আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্‌মাতুল্লিল আ'লামিন ।।
আজ মহাসন্মানিত ১২ই রবিউল আউয়াল শরীফ ।
এই দিনে কুল মাখলুকাতের যিনি সর্বশ্রেষ্ঠা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র কোল মুবারকে তাশরীফ এনেছেন যিনি সাইয়্যিদুল মুরসালীন ,ইমামুল মুরসালীন ,রাহ্‌মাতুল্লিল আ'লামিন ,রউফুর রহীম,নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
Click This Link

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

সেমিবস বলেছেন: শেখ হাচিনা ক্ষমতা কারে কয় দেখাইয়া দিল..
স্বাধীন দেশে একি দেখলাম?
লজ্জ্বা লাগে,,,,,,,,,,,,,,,,,লজ্জ্বায় মুখ লুকাইয়া রাখতে হয়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাদের লজ্জা লাগার কথা তাদের তো লাগেন‍া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.