নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কী ধরনের আঁতেল প্রথম আলো\'র কমেন্ট নিয়ন্ত্রণ করে?

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩

১. যে কোন সাইটে কমেন্টে গালি, আর বিদ্বেষ থাকলে সেটা নিয়ন্ত্রণ করার জন্য কমেন্ট মডারেশন থাকা জরুরী। কিন্তু প্রথম আলো'র ব্যপারটা আমার মাথায় ঢুকেনা। তাদের নীতিমালা আমি আজো বুঝতে পারলাম না। একটু ব্যতিক্রমী কমেন্ট হলেই সেটাকে তারা প্রকাশ করে না। আবার অনেক সময় ফালতু কমেন্টও দেখি প্রকাশ হয়ে গিয়েছে (আমার কখনো এমন হয়নি)। এ থেকে বোঝা যায়, অনেক আঁতেল এই কমেন্টগুলো নিয়ন্ত্রণ করে। তা নাহলে, ভালো কমেন্ট যেমন প্রকাশ করে না , আবার ফালতু কমেন্টও প্রকাশ পায়। গতকালের পত্রিকার দুইটি ফিচারে আমি কমেন্ট করেছি। দুইটি মন্তব্যই প্রকাশ করেনি তারা। অথচ সমমানের অন্য মন্তব্য ঠিকই প্রকাশিত হয়েছে।

২. প্রথম ফিচার - 'কে তোমাকে বিয়ে করবে?'। এখানে ক্যারিয়ার করতে গিয়ে মেয়েদের যে বয়স বেড়ে যায় আর সেটা নিয়ে সমাজে যে একটু নেগেটিভলি দেখা হয় তা নিয়ে লেখা হয়েছে। আমি মন্তব্য করলাম - "সব কিছুর রেঞ্জ আছে। ক্যারিয়ার-বিয়ে এক সাথে ঠিক রাখা যায়। রক্ষণশীল সমাজে ৩০-এর পর কোন মেয়েকে কোন পুরুষ বিয়ে করতে চাইবে না।" এই মন্তব্য তারা প্রকাশ করেনি। অথচ আরেকজনের মন্তব্য ছিল এরকম - "শুধু একগেয়েমি করলে হবে না । কে তোমাকে বিয়ে করবে? ... কথাটা কিন্তু ফেলে দেবার মত না । কারণ, আমি নিজেকে যতদূর চিনি তাতে ২০-২৮ বছর এর উপর কোন মেয়েকে বিয়ে করবনা । সে বিলগ্রেটস এর মেয়ে হলেও না । কারন আমার টাকার দরকার নাই, দরকার সত্যিই একটা বউ । আর শুধু আমি না আমাদের দেশের ৯০% মানুষ ২০ বছর এর কম মেয়েদেরকে বিয়ে করতে চায় ।" -এই মন্তব্য প্রথম আলো প্রকাশ করেছে বুঝতেই পারছেন।

৩. দ্বিতীয় ফিচার - 'রিয়াজের সঙ্গে কেন সবার লড়াই' । এখানে পাকিস্তানী বোলার রিয়াজের সাথে এক ক্রিকেটারের ঝগড়া নিয়ে রিপোর্ট করা হয়েছে। আমি মন্তব্য করেছিলাম - "তর্ক আর ঝগড়া করা বাহাদুরি না। ও প্রতি বলেই পারলে ঝগড়া করে। ও নাকি বিপিএল-এ সাকিবের দলে খেলবে" - এটা প্রথম আলো ছাপেনি। অথচ ছেপেছে আরেকজনের কমেন্ট - "স্লেজিং এক বিষয়, বেয়াদবী আরেকটি বিষয়।, অনেকের সাথেই ও বেয়াদবী করেছে, সাকিবের সাথে বেয়াদবীর কথা আমরা ভুলি নাই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর ভদ্রলোকের খেলায় বস্তির আচরণ গ্রহনযোগ্য নয়।"

এবার আপনারাই বিচার করেন কমেন্ট হিসেবে আমার গুলো কি বেশী ভদ্র ছিল না?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

নাবিক সিনবাদ বলেছেন: হুম আলু পত্রিকার ব্যাপার স্যাপারই আলাদা :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটু বেশী বেশী....

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

কলাবাগান১ বলেছেন: প্রথম আলো যে কি চায়..........

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয় তারা নিজেরাও জানে না......

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


প্রথম আলোর লেখার কোন মুল্য আছে যে, ওখানে কমেন্ট করেন?

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কৌতূহল বশত করি। তাও ব্যর্থ হই!

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রথম আলো দিন দিনই আরো বেশী করে হতাশ করছে....একটা জাতীয় দৈনিক থেকে ট্যাবলয়েড হয়ে যাচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অহংকার পতনের মূল। নিজেদের সবসময় 'দাদা' ভাবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.