নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

নুর হোসেনের যেন হার্ট এটাক না হয়....

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী এখন বাংলাদেশে। আওয়ামী লীগের শাসনামলে অন্যতম একটা স্পর্শকাতর মামলা। নারায়ণগঞ্জের মামলা। নারায়ণগঞ্জের কারাগারে না রেখে ঢাকা কারাগারে স্থানান্তর করা হলো। হয়তো বা চাঞ্চল্যকর মামলার আসামী হিসেবে ঢাকাতে স্থানান্তর করা হয়েছে। আমার তাতে কোন সমস্যা নাই। তবে ওয়ারেন্ট জারি হয়ে যাওয়াতে রিমান্ড চাওয়া হয়নি আইনের ধারার কারণে। এদিকে চার্জশীটে বলা হয়েছে নুর হোসেনকে ব্যবহার করা হয়েছে(বাদীর অভিযোগ ছিল নুর হোসেন RAB-কে ব্যবহার করে খুন করিয়েছে)। তাহলে তাকে কে ব্যবহার করেছে সেটাও এখন দেখার বিষয়। নিয়ম অনুযায়ী এখন শুধু বিচার চলবে, জেরা হবে, তারিখ পড়বে। ভালো কথা, তবে আমার একটাই কামনা সেটা হলো ঢাকার কারাগারে নুর হোসেনের যেন হার্ট এটাক না হয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

বিপরীত বাক বলেছেন: হার্ট থাকলে অ্যাটাক তো হতেই পারে। ওটাতো অাল্লাহ র মাল। কখন টাইন দিয়া লইয়া যাবো তা অামি অাপনি বলার কে!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে হাই ভোল্টেজ আসামীদের কারাগারে হার্ট এ্যাটাক বেশী হয়। যেমন - বিডিআর বিদ্রোহের আসামীদের ৭০+ জন হার্ট এ্যাটাকে মারা গিয়েছে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেনকে মেরে ফেলার সম্ভাবনা বিরাট।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকায় নেয়াতে আশংকা বেড়ে গেল...

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
না। এখন আর মরবে না। নিশ্চিত থাকেন।
বিপদজনক ১০ ঘন্টা পার হয়ে গেছে। ভেবেচিন্তেই মারেনি। মারলে র‍্যাব বিলুপ্ত করা ছাড়া আর কোন উপায় থাকতো না।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিমান্ডেও দিলো না। কিছুই জানবো না আমরা। কখন আবার মামলার শুনানী। এর মাঝে যদি আবার তার সহযোগীদের ধরার জন্য পুলিশ অভিযানে নামে?

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
রিমান্ডে পরেও নেয়া যাবে এডিশনাল ইনভেষ্টিগেসানের নাম করে, বা ভিন্ন কেইস দায়ের করে।
এখন সুধু দরকার আপাতত নিরাপদে জ্যান্ত রাখা। সেটাই হচ্ছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারকে বিশ্বাস করা যায় না...অতীত রেকর্ড ভালো না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.