নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের সেরা বিজ্ঞাপন - Your building, my country cement!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আমরা যারা উঠতে, বসতে, দিনে রাতে দেশকে(মানে দেশের প্রশাসনকে) গালি দেই(তার কারণও আছে) আর নিজেকে ধিক্কার দেই কেন এ দেশে জন্মালাম সেই তারাই যখন কাজ করতে বিদেশের মাটিতে ‍পা দেই তখন আমাদের দেশপ্রেম উতলে উঠে। পরের দেশে যত ভালো চাকুরিই করি না কেন জন্মভূমির মায়া তখন আরো বেড়ে যায়। কেউ তখন দেশকে নিয়ে কটাক্ষ(সত্য কথা) করলে মনে হয় তাকে খুন করি। আমার দেশকে অপমান করলে আমিও খুঁজে বেড়াই তার দেশের কোন দুর্নামজনিত ঘটনা!

ক্রাউন সিমেন্টের বিজ্ঞাপনটিতে একজন শ্রমিকের নিজের দেশের গৌরবের জন্য যে আকুতি তা আসলেই প্রবাসীদের বাস্তব চিত্র। আমাদের শ্রমিকরা বিদেশীদের এটাই বোঝাতে চায় যে, আমরা তোমাদের এখানে শ্রমিক হলেও আমাদের দেশ ফেলনা নয়, আমার দেশও এগিয়ে চলেছে। আমাদের শ্রমিকরা যেখানে বেশী কাজ করে(মধ্যপ্রাচ্য) সেখানে আমাদের পোশাক বেশী যায় না। আবার ইউরোপ , আমেরিকায় আমাদের তৈরি পোশাক গেলেও ওখানে আমাদের শ্রমিক কম! তাই বিশ্বকাপের জার্সি, নামী দামী ব্র্যান্ডের পোশাক আমাদের দেশ থেকে ‘Made in Bangladesh’ হিসেবে গেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক লোক জানেইনা এ খবর! কারণ, যে দেশের এত লেবার সে দেশ আবার কিছু রপ্তানিও করবে!

বিজ্ঞাপনের সবচেয়ে সুন্দর অংশ হলো ঐ শ্রমিকের ইংরেজিতে কথা বলা। আমাদের শ্রমিকেরা এভাবেই কথা বলে বিদেশীদের সাথে – I go there, this man not come টাইপ! বিজ্ঞাপন নির্মাতা(সম্ভবত মোস্তফা সরওয়ার ফারুকী) খুব সুন্দর ভাবে ঐ শ্রমিককে দিয়ে বলিয়েছেন – your building, my country cement.

আমার মনে হয় বাংলাদেশের এ যাবৎ কালের বিজ্ঞাপনের ranking করলে এই বিজ্ঞাপন টপ টেনে থাকবে। বেশ কয়েকবার বিজ্ঞাপনটা দেখার সময় শেষের দৃশ্যে আমার চোখে পানি চলে আসে(ভনিতা নয়)।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

মঞ্জু রানী সরকার বলেছেন: একমত

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

কল্লোল পথিক বলেছেন: চোখের জলটুকুও কি কম!
সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

রাজীব বলেছেন: আসলে যারা বিদেশে থেকে এই শ্রমিকদেরকে কাছে থেকে দেখেছেন তারা বুঝবেন। আমার কিছু দিন সুযোগ হয়েছিল।

দেশ ছাড়লে বুঝা যায় যে, দেশ কি জিনিস।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৥রাজীব - আমিও জানি ব্যপারটা...

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: বুকে কষ্ট মুখে হাসি এরাই হলো প্রবাসী ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ৥ রূপক বিধৌত সাধু

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:

তাই?

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

আখেনাটেন বলেছেন:
'নামী দামী ব্র্যান্ডের পোশাক আমাদের দেশ থেকে ‘Made in Bangladesh’ হিসেবে গেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক লোক জানেইনা এ খবর!'--এই বলদেরা আরো অনেক কিছুই জানে না। আর কিছুদিন যাক টের পাবে!

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ভাল বিজ্ঞাপন এটা ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

বিজন রয় বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.