নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

এই ৯ জন গতকালও জীবিত ছিল আর...

২৮ শে মে, ২০১৬ রাত ৯:২৪


১. এই ৯ জন গতকালও চিন্তা করেছিল আগে যারা আগের ৪ বারের সহিংসতায় মারা গিয়েছে তাদের অকাল মৃত্যু নিয়ে...
২. এই ৯ জন গতকালও ভাবছিল সতর্ক থাকতে হবে। এবার আগের ৪ বারের মত লোক মরবে না এবার...
৩. এই ৯ জন গতকালও মনে করেছিল অন্য এলাকায় আগের ৪ বার মারা গেলেও আমার এলাকায় সেরকম হবে না...
৪. এই ৯ জন গতকালও আশা করেছিল পুলিশ, প্রশাসন আগের ৪ বারের মত সহিংসতা হতে দেবে না...
৫. এই ৯ জন গতকালও প্রত্যাশা করেছিল, ইসি আগের ৪ বারের মত নিশ্চুপ থাকবে না...
৬. এই ৯ জন গতকালও স্বপ্ন দেখছিল, নির্বাচনে নিজে কিংবা নিজের সমর্থিত প্রার্থী জয়লাভ করবে...
৭. এই ৯ জন গতকালও তাদের পরিবারের সদস্যদের সাথে ছিল...
৮. এই ৯ জনের পরিবার গতকালও ভাবেনি তাদেরও মৃত্যু হবে আগের ৪ বারের নিহতদের মত...
৯. এই ৯ জনের পরিবার গতকালও আশংকা করেনি আজকে তাদের বিদায় দিতে হবে...
১০. এই ৯ জনের পরিবার গতকালও সরকারের উপর ভরসা করেছিল...

কী আর বলবো? স্বাধীনতার ৪৫ বছর পরেও সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডজন ডজন মানুষ মারা যায়। আর আমাদের রাজনীতিবিদরা বলেন দেশ অনেক শান্তিতে আছে। আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বিচার চাই না....

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



কেন মানুষ ভোট দিটে যাচ্ছে? ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এখন কারো কোন কাজে লাগে না।

২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারন, যে কোন খারাপ গণতন্ত্রও নাকি সামরিক সরকারের চাইতে ভালো!

২| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের কোন রাজনৈতিক দলে 'এক জনও রাজনীতিবিদও' নেই।

২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আছে তবে তারা পুরুষ না...

৩| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগে প্রাণের মূল্য ছিল!
একটা প্রাণের দাম ছিল অসীম
এখন কেবলই সংখ্যার ক্রম বাড়া.. পত্রিকার লুকোচুরি শিরোনাম

ক্ষমতা আকড়ে থাকা চাই-একটার বদলে দশটা লাশ চাই সেতো পুরানো ডায়ালগ

নতুন কিছু আবিস্কারের অপেক্ষায় X((

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের তো সবই দিয়ে দিলাম। তবুও কেন? আর কী চাই তাদের?

৪| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:১১

আবুলের বাপ এখন রাজকন্যার বাপ বলেছেন: এই শিশুরও রেলমন্ত্রীর সন্তানের মত স্বাভাবিক জন্ম হবে বলে বাবা-মা আশা করছিলো।

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মর্মান্তিক। আল্লাহ মাফ করুক, কোন রাজনীতিবিদের সন্তানের যদি এমন পরিণতি হতো...

৫| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:২৬

সোজোন বাদিয়া বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনাধারী গণতন্ত্রের মানসকন্যা এবং মানসপুত্রদের হাতে এখন দেশ। তাঁরা তত্ত্বাবধায়ক ব্যবস্থার মতো অগণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখন তো এমন নির্বাচনই হতে থাকবে।

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো! আমরা গণতান্ত্রিক বলে কথা। তত্ত্বাবধায়ক শুধু নিজে ক্ষমতায় যাওয়া পর্যন্ত সহীহ।

৬| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:২৭

gazi salah uddin বলেছেন: বর্তমানে নির্বাচন মানে মানুষের প্রান নিয়ে খেলা করা অথচ একটি প্রানের মূল্য নির্বাচন থেকে অনক বেশী। কেউ কি একটি প্রান ফিরিয়ে দিতে পারবে?

২৯ শে মে, ২০১৬ রাত ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশ প্রধান বলেছেন, আমাদের দেশ অনেক শান্তিপূর্ণ।

৭| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:০৭

gazi salah uddin বলেছেন: পুলিশরাই হয়তো শান্তিতে আছে। কিন্তু আমরা জনগন অশান্তিতে রয়েছি।

০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.