নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা

২৯ শে মে, ২০১৬ রাত ৯:১২

১. সেই কত আগে যুবক, আইটিসিএল সহ অনেক সমবায় সমিতি টাকা জমা নিয়ে হঠাৎ পালিয়ে গিয়েছে। ভেবেছিলাম পাবলিক শিক্ষা নিবে। নাহ! চলছেতো চলছেই...
২. সেই ২০০০ সালে প্রথম সুমন, পিন্টু হিডেন ক্যামেরাতে ভিডিও করা শুরু করে। ভেবেছিলাম মেয়েরা শিক্ষা নিবে। নাহ! নিলোনা। চলছেতো চলছেই...
৩. সেই কবে গৃহকর্মী নির্যাতনের কারণে কত উঁচু তলার মানুষকে জেলে যেতে হলো। ভেবেছিলাম সবাই শিক্ষা নিয়ে সতর্ক হবে। নাহ! চলছেতো চলছেই...
৪. সেই কত আগে মোবাইলে পরিচয়ের পর দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিল কোন মেয়ে। ভেবেছিলাম মেয়েরা শিক্ষা নিয়ে সতর্ক হবে। নাহ! চলছেতো চলছেই...
৫. সেই কবে মোবাইলে হেডফোন লাগিয়ে গান শোনার সময় রেললাইনে দুর্ঘটনায় মারা গিয়েছিল কোন এক কিশোর। ভেবেছিলাম সবাই শিক্ষা নিয়ে সতর্ক হবে। নাহ! চলছেতো চলছেই...
৬. সেই কত আগে বিয়ের নামে হোক বা নিজের কামনার কারণে হোক বা ভালোবাসার কারণে হোক মেয়েরা শরীর দিয়ে প্রতারিত হয়েছে। আত্মহত্যা করেছে। ভেবেছিলাম এসব থেকে শিক্ষা নিবে মেয়েরা। কিন্তু নাহ! চলছে তো চলছেই...

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: চলছে তো চলছেই...

৩০ শে মে, ২০১৬ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ যে কেন শিক্ষা নেয় না...

২| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



সমাজের আর্থ-শিক্ষা সমাজের জন্য কতগুলো অলিখিত নিয়ম ধরে রাখে; আমাদের সমাজ বিভক্ত হয়ে, সেসব নিয়ম কানুনকে বিকল করে দিয়েছে; কেহ নিয়ম কানুনের তোয়াক্কা করছে না।

৩০ শে মে, ২০১৬ রাত ২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালোই বলেছেন..

৩| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:২৫

বিপরীত বাক বলেছেন: কিন্তু নাহ! চলছে তো চলছেই..

আরো চলবে।
চলতেই ঠাকবে
তা চলুক।
লোভি জাতি তো।

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভী না সুশিক্ষার অভাব?

৪| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩১

মহা সমন্বয় বলেছেন: গোল্ডফিশের মেমোরী তো তাই আমরা অতি সহজেই সবকিছু ভুলে যাই।

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সর্বক্ষেত্রে আমরা আসলে তাই....

৫| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঙালি শিখতে চায় না, শেখায়! তাই তো এত..

০৩ রা জুন, ২০১৬ রাত ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। বীরের জাতি তো!

৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৪

কল্লোল পথিক বলেছেন:




আমরা জাতি হিসাবে সেই পাগলীর মত,
যে শুধু শেষের টা মনে রাখে!

৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শে‌ষেরটাও তো ম‌নে রা‌খে না...

৮| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

৯| ০৭ ই জুন, ২০১৬ রাত ২:৩৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ..কিন্তু নাহ! চলছে তো চলছেই...
আসলেই এই চলার কোন শেষ নেই! চলছে গাড়ী!!
গন্তব্য কোথায়? :(

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কবর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.