নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

০৮ ই জুন, ২০১৬ রাত ৩:৩১

১. অবাক লাগে, যে আমেরিকাকে আধুনিক যুগের প্রায় সবকিছুর সুতিকাগার বলে ধরে নেয়া হয়, সেই আমেরিকাতে এখনো কোন নারী প্রেসিডেন্ট প্রার্থীই হতে পারেনি। অনুন্নত দেশেতো হয়েছেই এমনকি মুসলিম দেশগুলোতেও কত আগেই নারীরা ক্ষমতায় এসেছে। এবার প্রথমবারের মত আমেরিকা নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী পেয়েছে।

২. আমেরিকান রাজনীতিতে চরিত্র আর যুদ্ধনীতি কোন প্রভাব ফেলেনা। আমেরিকানরা ক্লিনটনের মত নারী কেলেংকারীর হোতাকেও ২য় বার নির্বাচন করে আবার বুশের মত অজনপ্রিয় যুদ্ধবাজ নেতাকেও ২য় বার নির্বাচিত করে। আর সবচেয়ে বড় কথা আমেরিকানদের সুপার পাওয়ারে থাকতে হলে ট্রাম্পের মত জাঁদরেল নেতা দরকার, বিশ্বের যত ক্ষতিই হোক না কেন...

৩. অন্যদিকে শান্তিপ্রিয় মানুষ যদি হিলারিকে ভোট দিতেও চায় তাদের মনে চলে আসবে নারী ইস্যু। হিলারি নিজেই বলেছেন আমেরিকান জনগণ নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কিনা সেটাও একটা বিষয়। কতজন পুরুষ একজন নারীকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবেন সেটাই দেখার বিষয়।

৪. আমেরিকার ভোটের জরিপ অনেকটা বাংলাদেশের দলবাজ পত্রিকাগুলোর জরিপের মত। বাস্তবতার প্রতিফলন ঘটে না। তাই এবারের আমেরিকার নির্বাচন আসলেই একটা ইন্টারেস্টিং নির্বাচন হবে। এখন শুধু অপেক্ষা....

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:২৪

সচেতনহ্যাপী বলেছেন: এসব কানেই বিশেষ করে (২নং মন্তব্যটিই আমার লাইকের মূল) মনে হচ্ছে ট্রাম্পই হতে যাচ্ছে বিজয়ী।। সভ্যতার শিখরে থেকেও ওদের মাঝে বৈষম্যবাদ কিন্তু এখনো তৃতীয়বিশ্বের মতই।।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একবার এক রিপোর্ট পড়েছিলাম তাদের দুই দলের মধ্যে মানসিক দূরত্ব তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলোর মতই জঘন্য। যদিও অনেকে টের পায় না সেটা....আর নিজেদের নিরাপত্তা আর দাপট তো সবার উপরে থাকবেই (তাদের কাছে)..

২| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ২ নং মন্তব্যটিই যুতসই বলে প্রতীয়মান হচ্ছে ।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবতা..

৩| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


"১. অবাক লাগে, যে আমেরিকাকে আধুনিক যুগের প্রায় সবকিছুর সুতিকাগার বলে ধরে নেয়া হয়, সেই আমেরিকাতে এখনো কোন নারী প্রেসিডেন্ট প্রার্থীই হতে পারেনি। অনুন্নত দেশেতো হয়েছেই এমনকি মুসলিম দেশগুলোতেও কত আগেই নারীরা ক্ষমতায় এসেছে। এবার প্রথমবারের মত আমেরিকা নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী পেয়েছে। "

-আমেরিকায় নারী, শিশু, কানা, লুলাদের প্রেসিডেন্ট হওয়ার কোন কোটা নেই।
-মুসলিম দেশে যেসব নারী ক্ষমতায় ছিলেন ও আছেন, সবাই অযোগ্য; হিলারীও অযোগ্য

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: -এবার হিলারি না হতে পারলে আপনার কথা সত্য হবে
-মুসলিম দেশের নারীরা পিতা বা স্বামীর কারণে ক্ষমতায় এসেছে। তাই অযোগ্য হওয়াটাই স্বাভাবিক..

৪| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


"৪. আমেরিকার ভোটের জরিপ অনেকটা বাংলাদেশের দলবাজ পত্রিকাগুলোর জরিপের মত। বাস্তবতার প্রতিফলন ঘটে না। তাই এবারের আমেরিকার নির্বাচন আসলেই একটা ইন্টারেস্টিং নির্বাচন হবে। এখন শুধু অপেক্ষা.... "

-আমেরিকান জরীপ সবচেয়ে সঠিক জরীপ, আপনি সবগুো সাথে পরিচিত নন, মনে হচ্ছে।

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জন কেরির পরাজয়কে কী বলবেন?

৫| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ৩. অন্যদিকে শান্তিপ্রিয় মানুষ যদি হিলারিকে ভোট দিতেও চায় তাদের মনে চলে আসবে নারী ইস্যু। হিলারি নিজেই বলেছেন আমেরিকান জনগণ নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কিনা সেটাও একটা বিষয়। কতজন পুরুষ একজন নারীকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবেন সেটাই দেখার বিষয়।" প্রার্থি হয়েছেন বটে বিজয়ী হবেন কি না সন্দেহ!

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডিবেটে বোঝা যাবে তার দৌড়...

৬| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


@রূপক বিধৌত সাধু ,

এত কম দক্ষতা নিয়ে শুধু কোটার অধীনে জয়ী হওয়া সম্ভব।

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম নারী হিসেবে অনেক বিষয়ে বেনিফিট অব ডাউট পেতেও পারেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.