নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সরকারের পতন চাই,তবে দেশের সম্মান সবার আগে

০২ রা জুলাই, ২০১৬ রাত ১:১৯

বর্তমান সরকার ঠিক ভাবে নির্বাচন করে ক্ষমতায় আসেনি। তাই বেশীর ভাগ মানুষের মত আমিও সরকারের পতন চাই। দেশের বারোটা বাজলে সরকারের যতটা দুর্নাম তার চেয়ে বেশী দুর্নাম জনগণের। যে আমরা পাকিস্তানী, ভারতীয়দের সবসময় বলে আসতাম আমাদের দেশে বোমাবাজি হয় না, বিদেশীরা জিম্মি হয় না। সেই আমাদের দেশে এখন এই জিম্মি অবস্থা। এই মুহূর্তে শেখ হাসিনার সঠিক পদক্ষেপ দেখতে চাই, যেই করে থাকুক তার দ্রুত বিচার দাবী করছি। স্বরাষ্ট্র মন্ত্রী আর কামরুল, হাসানের কথা শুনতে চাইনা। একশান চাই। কারণ, শেখ হাসিনার পতনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের ভাবমূর্তি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৫৫

ডক্টর লেকটার বলেছেন: এইতো লাইনে আসছেন। যদি বলি ঠিক এই কারণেই ঘটনা শুরুর আট ঘণ্টা পরেও কোনো একশন না নিয়ে টাইম কিলিং হইছে। প্রথমে একটা গ্লোবাল কবরেজ বানানো হইছে, এবার উদ্ধার করা হবে। উদ্ধারের পর আবিষ্কার হবে দায়ী দেশী কোনো সংগঠন (জেএমবি এর মতো)। লাভ হলো কার? হাসিনা অফিসিয়ালি জঙ্গি দমনে জিসাস দ্য সেভিয়ার হইয়া যাবে, গ্লোবালি গ্রহণযোগ্যতা বাড়বে। সম্ভাবনা নিজেই খতিয়ে দেখুন

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশংকাই সত্যি হলো। ২০ জন বিদেশী মারা গেল। এবার দেখার বিষয় জামায়াত শিবির মিথ কতটা কাজ করে...

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৪১

ডক্টর লেকটার বলেছেন: ভয় হচ্ছেরে ভাই, মনে হচ্ছে অনেক ঘটনাই আমরা আমজনতা কখনোই জানতে পারবো না।
জঙ্গিদের লাশের সংখ্যা আর পরিচয় নিয়ে যা হচ্ছে - সাথে তো আরো কত বিতর্ক। আল্লাহ জানে আসল সত্যি কোথায়

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জেএমবি'র ঘটনাটাও কম আশ্চর্যের ছিল না। কিন্তু কিছু জানার আগেই তাদের ফাঁসি হয়ে গেল। এখনও অনেক লুকোচুরি চলছে। জানিনা আদৌ সত্য উন্মোচন হবে কিনা...

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৫

সোনা মানিক বলেছেন: সাহসী লেখনি

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৫

সোনা মানিক বলেছেন: সাহসী লেখনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.