নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মাথা নষ্ট করা english টিভি সিরিজের নাম চাই

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬

১. প্রবাস জীবনে সময় কাটানোর একটা ভালো উপায় হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভি সিরিজ(english) দেখা। প্রতিদিন আগ্রহ থাকে আজকের পর্বে কী হবে সেটা জানার। কাহিনী শেষ করতে হিন্দি সিরিয়ালের মত বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। স্ট্রেইট কাহিনী আর অল্প পর্বে এক সিরিজ শেষ হয়ে যায়। অনেক সিরিজ শেষ হয়ে যাওয়ায় এখন এক সপ্তাহ অপেক্ষা করতে হয় না। পছন্দের সিরিজের প্রতি পর্ব প্রতিদিন ডাউনলোড করে দেখা যায়।

২. গত কয়েক মাসে শেষ করলাম Homeland, Mentalist, Monk, Dexter, Sherlock, How to get away with murder. এখন দেখছি Breaking bad, Lost, How to get away with murder, Macgyver. কিন্তু তৃষ্ণা মিটছে না। সামনের তালিকায় আছে The blacklist, White collar, True detective.

৩. আমি সবচেয়ে উপভোগ করেছি Dexter. এরপর How to get away with murder - এখনো চলছে। আপনারা কোন সিরিজ দেখে বেশী ইনজয় করেছেন। আপনাদের কোন আলাদা পছন্দ আছে কিনা সেটাও জানান।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


অনেকগুলোর নাম শুনেছি, চ্যানেল বদলাতে গিয়ে চোখেও পড়েছে, দেখা হয়নি; Macgyver এর ২/১ টা পর্ব দেখা হয়েছিল বাংলাদেশে থাকাকালীন।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরোনো নয়। নতুন ভাবে আবার macgyver শুরু হয়েছে। তবে পুরোনোটার মত মজা নেই।

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

আলী আজম গওহর বলেছেন: Prison Break আমি বেশ উপভোগ করেছি।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। prison break ছিল প্রথম মাথা নষ্ট করা সিরিজ। মানে ইংরেজি সিরিজও যে প্রতিদিন আগ্রহ নিয়ে দেখা যায় এটা টের পেয়েছিলাম। অবশ্য ছোটবেলার সাপ্তাহিক macgyver, fall guy, raven ছিল পর্বভিত্তিক কাহিনী।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: Gomorrah দেখতে পারেন।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লিস্টে রাখলাম। ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬

জাহাজী বলেছেন: গেম অফ থ্রোন্স ★★★★★ (সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ। শুনছি বারাক ওবামাও নাকি দেখেন)
ব্রেকিং বেড ★★★★ (দেখি নাই তবে ভালো)
প্রিজন ব্রেক ★★★★ (এটাও দেখি নাই তবে সবার মুখে ভালোই শুনি)
ফ্রেন্ডস ★★★★(বন্ধুত্ব কি জিনিয় কড়ায়গণ্ডায় বুঝায় দিবে)
ইথিওপিয়া (সম্পূর্ণ হওয়ার আগেই সরকার বন্ধ করে দিছে)
সুলতান সুলেমান (তুর্কি টিভি সিরিজ, দ্বীপ্ত টিভিতে বাংলা ডাবিং দেখায়)
শার্লক হোমস ★★★★ (শার্লক শার্লকই, এর কোনো বিকল্প নাই)

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গেম অফ থ্রোন্স রূপকথার গল্পর মত। দেখার ইচ্ছে নাই। তবে এটা সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল এটা জানি।
ফ্রেন্ডস তো কমেডি সিরিজ!
সুলতান সুলেমান দেখার ইচ্ছে নাই।
শার্লক অসাধারণ।
ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৬

নতুন বলেছেন: গেম অফ থ্রোন্স ★★★★★ ( মজা না পাওয়ার কারন নাই... ভালো লাগবেই) ৮/১০
শার্লক হোমস ★★★★ ( মাস্ট ওয়াচ জিনিস) ৮/১০

Spartacus ভালো লাগবে...যদি ব্লাড/যৌনতা/ভায়োলেন্স পছন্দ করেন... ;) ৭/১০

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আমি আসলে থ্রিলার/ডিটেকটিভ/সাসপেন্স টাইপ বেশী পছন্দ করি।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫২

রিফাত হোসেন বলেছেন: ভাই টপ এর মধ্যে গেম অফ থ্রোন্স এর কোন পর্ব দেখি নাই । প্রথম পর্ব আংশিক দেখেছি ।
আমি সিরিজখোর বলতে পারেন সময় করে দেখি, তবে সময় করেই । কাজ করিতো সময় মিলে না ।
আপনার কোন ধরনের মুভি ভাল লাগে বলেন নাই । বললেও পরিষ্কার বুঝি নাই ।

আমি দেখি মজার,মারামারি,ভৌতিক,বৈজ্ঞানিক,কল্পকাহিনী । তবে প্রেম, সামাজিক দেখি না.. তবে দেখলে একমাত্র বাংলাদেশেরই ।
যাই দেখব মেকিং কোয়ালিটি মুভি থিয়েটারকে বিট করার মত হতে পারে তবে ক্ষেত্র বিশেষ সব গুলি নয় ।
একেকটা পর্ব আমি সিনেমা দেখার মতই ঘরে হল বানিয়ে দেখি । ভাল লাগে ।

the Walking Dead টপ ১ এইটার পরে যদি থাকে বাকি সব বলতে পারি । এইটা হরর... সিরিজ এর এক একটা পর্বই আমার কাছে মুভি মনে হয় ।
Fear the Walking Dead দেখতে পারেন এইটা ওয়াকিং ডেড এর একটা আলাদা সাব পার্ট ।

অভিনয়,সজ্জা,সেট, ডায়ালগ,এক্সপ্রেশন থ্রোন্স মোন্স না কি যেন আছে ঐটা থেকে কয়েকগুন ভাল লাগে Walking Dead এ। এইটা আমার ব্যক্তিগত মতামত ।

the falling skies দেখতে পারেন , সাই ফাই এ্যাকশন এইটার সিরিজ টোটাল শেষ । যদিও এন্ডটা আমার কাছে ভাল লাগে নাই । কিন্তু পারিবারিক ও সামাজিক যে অবস্থা তৈরী হয়েছিল যুদ্ধকালীন তা দেখার মত । মানুষ যে আশা ছাড়ে না তাও একটা প্রমাণ

terra nova এটাও সাই ফাই এ্যাকশন . এইটার আগামী সিরিজ আশা করেছিলাম.. আর বের হয় না । হলে জুরাসিক পার্ক মুভির বারটা বেজে যেত ।

The Strain হরর মুভি,এ্যাকশন আছে কিছু, সাইফাই মিক্সড বলতে পারেন । প্লট টা জম্বি জম্বি ভাব কিন্তু পুরোপুরি নয় তাই একটু টেস্ট পাই ভাল ।

the last man on earth কমেডি সাথে হালকা সাইফাই ও সামাজিক..প্রেম মিক্সড.. ভালই লাগে , মজা পাই কান্ড কারখানা দেখে ।

Late Night Restaurant কোরিয়ান নাটক, কোন কোরিয়া জানি না । ভাল লাগে , পুরোপুরি সামাজিক টাইপ। একজন শেফ , যা চাইবেন তাই রান্না করে দিবে মাঝে দিয়ে ঘটনা বা জীবন শেয়ার করা হয়ে যাবে.. এই নিয়ে নাটক । .. সত্যিকার অর্থে রান্না শিখতে গিয়ে নাটক দেখা শুরু করলেও নাটক দেখাটা বন্ধ করতে পারি নাই । তবে রান্না আর শিখা হয় নাই, কিছু চেষ্টা করেছিলাম । আমি সাব টাইটেল এ উপভোগ করি ।

Spartacus (TV series) গোর এ্যাকশন এ ভরা , এ্যাকশন এর কারনে দেখা । সিরিজ শেষ পুরোপুরি । কোয়ালিটি সেরাম. মুভির মতই লাগে । অভিনয়,সেট, কলাকুশলী, বাচন ভঙ্গি টপ লাগে ।

the 100 সাইফাই এ্যাকশন, সাইফাই কারনেই দেখা প্লাস বাজেট ড্রামা নয়, ভালই খরচ করেছে তৈরীতে। আউটপুট ভালই ।

Malcolm mittendrin বা Malcolm in the Middle কমেডি,পারিবারিক,সামাজিক বলতে পারেন, টিন এজারদের কাজ কারবার বুঝেনই তো :)

আর মংক তো দেখেছেনই তাই আর যোগ করলাম না । তবে মংক সিরিজ এর মেইন এ্যাকটর এর আরেকটা সিরিজ আছে সেটা হল .... BrainDead এটা সাইফাই কমেডি..

Westworld সাইফাই প্লাস হাফ এ্যাকশন+মিস্ট্রি বলতে পারেন । নতুন... চলতেছে দেখা আপাতত । অতটা টানে না আমাকে ।

Hannibal ক্রিমিনাল,হরর,থ্রিলার,সাইন্স হালকার মাঝে ঝাপসা এ্যাকশন এর নাটক । ভালই লাগত । আপাতত শেষ

এক্স ফাইলস যেহেতু দেখেছেন, ম্যাকগাইভারও দেখেছেন :) তবে এক্স ফাইলস দেখার চেষ্টা করি, পুরনো দিনের কথা মনে করে, তাই এগুলো নিয়ে কিছু যোগ করলাম না ।

Outlander সাইফাই, এইটা একটা যে প্রেম আছে :) ;) থ্রিলারও আছে অল্প স্বল্প । কয়েক পর্ব দেখেই স্টপ হয়ে গিয়েছিলাম । তবে আবার শুরু করব... মনে হয় ।

Stranger Thing সাইফাই, যেহেতু সাইফাই একটু এ্যাকশন থাকবেই :) সিরিজ চলছে । হয়ত সামনে আসবে ।

Colony সাইফাই তাই একটু রোমাঞ্চ , এ্যাকশন থাকবেই .. এ্যাডভ্যাঞ্চার মিক্সড আছে , সিরিজ চলছে...

Defiance এইটা Colony ধাচেরই মানে সাইফাই, এ্যাকশন , সামাজিক ভাবটাব আছে, এলিয়েন মাশাল্লাহ :) কিন্তু নাটকটা শুরুতে যেভাবে ভাল লাগত শেষে আর লাগে নাই । হতাশ আমি । এদের কম্পু গেইম আছে ওয়াকিং ডেড এর মত ।

The Shannara Chronicles পিওর এ্যাডভ্যাঞ্চার ও কাল্পনিক, সাই ফাই মিক্সড.. বাড়িয়ে বলার নাই কিছু । সাইফাই বলেই দেখা । তেমন ভাল লাগে নাই, পানসা, তবে দেখি । বাজেট না জোটালে ভাল অভিনয়ও ভাল লাগে না ।

The Expanse পিওর সাইফাই, অনেকটা দি হান্ড্রেড হলেও এর অবস্থান মহাকাশ ভিত্তিক তাই একটু কুল কুল লাগে । সাইফাই যেহেতু এ্যাকশন থাকবেই, পলিটিক্যাল ব্যাপার গুলোও বাদ যাবে না ।

আর মারভেল বা ডিসি কমিকস এরমধ্যে শুধু Arrow ই লম্বা সময় দেখেছি . বাকি গুলো বেশীক্ষন দেখা ধৈর্য্য হারিয়ে ফেলি ।

. Zoo সাইফাই কিন্তু থ্রিলার । পল্টটা ভাল লেগেছে তাই দেখি । চলছে ..

Extant সাইফাই , থ্রিলার ... একমাত্র Halle Berry থাকায় মনে করেছিলাম কিনা কি আছে । কিন্তু মোটামোটি . আহামরি নয় ।

হাত ব্যথা করছে... বাকিগুলা না হয় অন্য কোন দিন । :)

১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি সাই ফাই ভালোই দেখেন বোঝা গেল। এক্স ফাইল যখন দেখাতো তখন বুঝতাম কম। এখন ইংরেজি বুঝি। তবে এক্স ফাইলের নতুন সিরিজ এখনো পাইনি অনলাইনে!
আমিও প্রেম, সামাজিক ছবি কম দেখি। ইদানিং একশান ছবিও কম দেখছি। রাজনৈতিক ছবি দেখি। টিভি সিরিজের মধ্যে থ্রিলার/সাসপেন্স/ক্রাইম বেশী দেখছি।
আমাকে এখন সবচেয়ে বেশী টানছে how to get away with murder. কে যে কার পেছনে ল্যাং মারতেছে বোঝাই যায় না। ঠিক wild things সিরিজের মুভিগুলোর মত। mentalist, dexter তো মন চাইতো আরো অনেকদিন দেখি। কমেডির মধ্যে Two & half a man এর মত আর কোন সিরিজ না পাওয়াতে কমেডি আপাতত বাদ।
আপনার সাই ফাই অচিরেই শুরু করবো আশা করছি...

৭| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি বাংগালীদের প্রবাস-জীবনের উপর কিছু একটা দেখতে চাই; এ ধরণের কিছু আছে?

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব দেশের প্রবাস জীবন এক রকম না...

৮| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:১১

জুন বলেছেন: অনেকেই লেটেস্ট সিরিজের নাম দিয়েছে , আমি আর সেদিকে গেবাম না। এক সময়ে টিভি সিরিজের পোকা ছিলাম । শেষ দেখা সিরিজ বোল্ড এন্ড দ্যা বিউটিফুল । যা অর্ধেক দেখার পর আর শেষ করার রুচি হয়নী। আমার দেখা সিরিজের মাঝে আজও সেরা এক্স ফাইল আর আত্মীয়দের মুখে প্রশংসা শুনে ডাউনলোড করে দেখা রেমিংটন স্টিল, ডালাস ,ভিয়েতনাম যুদ্ধের সময়কার মার্কিন মিলিটারি ডাক্তারদের নিয়ে কমেডি সিরিজ M.A.S.H ছাড়াও আরো অনেক যার নাম এ মূহূর্তে মনে পড়ছে না।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। তবে নতুন অনেক সিরিজ আছে আসলেই ভালো লাগার মত...

৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



মাথা কি এখনো নস্ট হয়নি? ব্লগারেরা যেসব সাজেশন দিচ্ছেন, এরপর মাথা তো ঠিক থাকার কথা নয়।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখার সময় তো মাথা নষ্টই হয়। এরপর আবার ঠিক হয়ে যায়...;)

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৯

কালীদাস বলেছেন: আমি পুরান জিনিষ ঘাটাই বেশি, এখন দেখছি হাও আই মেট ইয়োর মাদার; কমেডি টাইপের গুলো টানে বেশি। রিসেন্টলি কয়েকজন ব্রেইনডেড রিকমেন্ড করছে, ট্রাই করে দেখতে পারেন। সাইফাই আর কমেডির সংমিশ্রণ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: Two & half a man কমেডির মধ্যে ভালো লেগেছে আমার। ব্রেইনডেড লিস্টে রাখলাম।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৭

সায়েদা সোহেলী বলেছেন: criminal mind, castle, the whisper দেখতে পারেন

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। লিস্টে রাখলাম...

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

সুখি মৌমাছি বলেছেন: Tom Hiddleston এর The Night Manager আমার লিস্টে সবার উপরে। ৬টা মাত্র Episodes। কিন্তু ঘোর ছিল আমার অনেকদিন।
আর একটা মজার সিরিজ Fresh Off the Boat। ফ্যামিলি সিরিজ আর খুব ই মজার।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। দেখবো ইনশাআল্লাহ...

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০

রিয়াদ হাকিম বলেছেন: The Following - এইটা দিয়ে শুরু করেন, ভালো না লাগলে কান ধরবো।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: breaking bad, Lost, Person of Interest শেষ হয়ে আসছে। লিস্টে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.