নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

নির্মম সত্য কিংবা মৃত্যু...

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭



১. একবার পত্রিকায় নাকি অনলাইনে পড়েছিলাম বিশ্বে সেলফি তুলতে গিয়ে যত মৃত্যু হয় তার মধ্যে সর্বাধিক মৃত্যু হয় ভারতে। অবাক করার বিষয় হলো, তবুও ভারতে প্রতিকূল পরিবেশে সেলফি তোলা থেমে নেই। এই নিউজের পরও অনেকে মারা গিয়েছে সেলফি তুলতে গিয়ে।

২. যদি সেলফি তোলার সময় মৃত্যুতে ভারত প্রথম হয়ে থাকে, তাহলে হেডফোন থাকার কারণে ট্রেনে কাটা বা ধাক্কার কারণে মৃত্যুতে মনে হয় বাংলাদেশ প্রথম হবে। প্রায় সময় পত্রিকার পাতায় এরকম মৃত্যুর খবর পাওয়া যায়। সেই একই অবাক করার বিষয় হলো, এখনো সচেতনতা বাড়েনি। এমনকি ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্রও মারা যেতে পারে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার কারণে।

৩. আমি একবার সৌদি আরবে একটা ছোট শহরে রেল স্টেশন থেকে শর্টকাটে শহরে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলাম তখন পুলিশ আমাকে বাধা দিয়েছিল। যদিও তখন একদম ফাঁকা ছিল সব। আর আমাদের দেশে ব্যস্ত রেললাইনের উপর ব্যবসা বাণিজ্যও চলে। পুলিশী টহল তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু সময় হয়েছে রেললাইনের আশে পাশে পুলিশী টহল এবং ব্যারিকেড দেয়ার। যাতে কেউ রেললাইনের উপর দিয়ে বা পাশ দিয়ে মূল রাস্তায় বা শহরে ঢুকতে না পারে। তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্খিত মৃত্যু এড়ানো সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি কখনো নিজের বা অন্যের ছবি তুলি না, সেইদিক থেকে একটা ঝামেলা কম

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো জেনারেশন গ্যাপ...

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১০

সিনবাদ জাহাজি বলেছেন: মানুষ কবে আর সচেতন হবে?

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হবার কোন সম্ভাবনাও দেখা যাচ্ছে না...

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: নিজেকেই আগে সচেতন হতে হবে।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা তো অবশ্যই। পাশাপাশি প্রশাসনেরও কিছুটা দায়িত্ব আছে। রেললাইন এলাকা এভাবে উন্মুক্ত থাকা উচিত না...

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সচেতনতা আর হবে না এই দেশের মানুষ,

আর ইদানিং মৃত্যু গুলোও ডিজিটাল হয়ে গেছে, কুমিরের সাথে সেলফি, চলন্ত ট্রেনে সেলফি। একটা জাতি ধ্বংস হওয়ার আগে খুব বাড়ে।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই চিন্তার বিষয়। খুন করার আগে পরে ফেসবুক স্ট্যাটাস! ডিজিটাল প্রজন্ম কোথায় নিয়ে যাবে এই দেশটাকে...

৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: জনসচেতন মূলক পোস্ট। কিন্তু ১৬ কোটির দেশে ২ ৪ চার জন ট্রেনে কাটা পড়লে কিছু আশে যায় না, আমাদের দেশে ১৫ ২০ জন মারা গেলে ই কেউ মাথা ঘামায় না।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাও নির্মম সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.