নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ছোট দলগুলোর বিলীন হওয়ার সময় হয়েছে...

২২ শে মে, ২০১৭ ভোর ৫:২৩


১. কয়েকদিন আগে মারা গেলেন এন পি পি'র চেয়ারম্যান শওকত হোসেন নীলু। গতকাল মারা গেলেন জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান। এই দুইজন ছোট দলের বড় নেতা। নীলু বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলেন কিছুদিন। পরে বের হয়ে গিয়েছিলেন। প্রধান মৃত্যু পর্যন্ত ছিলেন বিএনপি'র জোটে। এই নেতাদের দল হলো সাইনবোর্ড আর অফিস সর্বস্ব। এরা মিডিয়াতে থাকেন, সেমিনার - টক শোতে থাকেন, জোটে থাকলে খালেদা জিয়া বা শেখ হাসিনার পাশে বসেন। এছাড়া তাদের আর কোন কার্যকারিতা নেই। নেই কোন আসন, নেই জনসমর্থন। লোক দেখানো মিছিল একটা করলে ছবির মধ্যেই লোক গোনা যায়।

২. আমাদের বড় দুই দল বি এন পি ও আওয়ামী লীগ এদের জোটে নেয় সংখ্যা যোগ করার জন্য। এই নাম সর্বস্ব দলগুলো নাম সর্বস্ব দৈনিক পত্রিকার আড়ালে কাগজের ব্যবসার মত কোন সুবিধা পায় কিনা আমি জানিনা। তবুও তারা বছরের পর বছর ছোট দল নিয়ে থাকেন। বি এন পি, আওয়ামী লীগ জানে এসব দলের কোন ভোট ব্যাংক নেই। তবুও কেন তাদের জোটে নেয় এই দুই দল জানি না।

৩. বি এন পি, আওয়ামী লীগ এসব ছোট দলগুলোর সমর্থন ছাড়াই ভোটে জিততে পারে। প্রেসিডেন্সিয়াল হোক আর পার্লামেন্টিরিয়ান পদ্ধতিই হোক যে কোন পদ্ধতিতে এই ছোট দলগুলোর কোন ভূমিকা নেই। তাই সময় হয়েছে এসব ছোট দলকে বিলীন করে নিজেদের দলে ভেড়ানো।

৪. আমাদের গণতন্ত্রের গুণগত মান উন্নয়ন করতে হলে সরকারের মেয়াদ কমাতে হবে। দলের সংখ্যা কমাতে হবে। বেশী ভালো হয় শুধু দুই দল থাকবে আমেরিকার মত। বাকী যারা চাইবে স্বতন্ত্র ভাবে নির্বাচন করবে। বি এন পি, আওয়ামী লীগের কাঠামোতেও একটু পরিবর্তন আনতে হবে যাতে কেউ অন্ধভাবে নেতার গুণগান ছাড়াও নিজের মতামত ব্যক্ত করতে পারে। যদি সম্ভব হয় দুই প্ল্যাটফরমের যে কোন একটা বেছে নিতে হবে।

৫. ছোট একটা দেশ বাংলাদেশ। এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি টিকবে না। জামায়াত সহ অন্যান্য ইসলামী দল নীতির কারণে দুই দলের সাথে এক হবে না। মোট কথা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বিএনপি, আওয়ামী লীগ এবং যে কোন একটা বড় ইসলামী দল (বাস্তবতা) থাকবে। এতে করে দেশে সুস্থ গণতন্ত্র বিরাজ করবে। ভারসাম্য থাকবে। কামাল হোসেন, বি চৌধুরী, অলি আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু সহ অন্য নামসর্বস্ব ছোট দলের বড় নেতারা শেষ জীবনে বি এন পি বা আওয়ামী লীগার হয়ে মরতে পারবেন। শেখ হাসিনা , খালেদা জিয়া এক সাথে বসেই এই ঐতিহাসিক পদক্ষেপ নিতে পারেন...

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ ভোর ৫:৪২

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনার সেই আশায় গুড়েবালি ভাই।

একটা প্রশ্ন ছিলোঃ বাংলাদেশে ছোটবড় মিলিয়ে মোট রাজনৈতিক দল কয়টা?

এরশাদ ৫৮+বিএনপি ২০ + আওয়ামীলীগ ১৪+...=???
সংখ্যা যাই হোক, এই সংখ্যা মনে হচ্ছে আরো বাড়বে।


আর আপনি যেটা চাইছেন সেটা তো দুইদলীয় রাজতন্ত্র।।

আর বাংলাদেশে গণতন্ত্র বললেও মুলত এখানে দুইটা পরিবার দুইটা দল নেতৃত্ব দিচ্ছে। এই পরিবার দুইটার গণ্ডি থেকে দল দুইটা কখনো বের হতে পারবে বলে মনে হয় না। অর্থাৎ এখনো গণতন্ত্রের নামে রাজতন্ত্রইই বিরাজমান।

২২ শে মে, ২০১৭ ভোর ৬:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা যে গণত‌ন্ত্রের না‌মে রাজতন্ত্র চালা‌চ্ছে সেটা সবাই জা‌নে। আমার একটা পোস্টও আ‌ছে এ ব্যপা‌রে। এখন দুই দল থে‌কে যে‌হেতু বের হ‌তে পার‌ছি না সে‌হেতু পা‌তি দলগু‌লো‌কে আমার আগাছা ম‌নে হয়। আগাছা ছে‌টে ফেলা ভা‌লো...

২| ২২ শে মে, ২০১৭ সকাল ৭:৪৭

তপোবণ বলেছেন: ফাইনালে তো এরা দুই দলে বিলীনই হয়ে যায়। এখন সরকারী দলে বিলীন ইনু-মিনু (মেনন) এরা একসময়ের ডাকসাইটে এখন নাম সর্বস্ব দলের বড় নেতা আলু পরোটার জন্য এরা এখন লীগে বিলীন। আপনার ভাষ্যমতে নাম সর্বস্ব দলের বড় নেতাগুলো যেভাবে মরে যাচ্ছে তাতে করে ইমু-মিনুর জীনরে শেষ আশাটা পুরণ হয়েছে। বিনাভোটের মন্ত্রী হলেন তারা। স্বাধীনতার পর এতগুলো বছর শুধুই বিরসচিত্তে পার করা। বঙ্গবন্ধু যে কদিন রাজত্ব করেছিলে এই ইনু-মিনু-মতিয়ারা রড়ই বিরক্ত করতো। সবাই জুতা পড়ে গরু মহিষ ভেড়া ছাগলের চামড়ার আর ওনারা পড়তে চায় শেখ মুজিবের চামড়ায়, যন্ত্রনা কেমন দেখছেন! বঙ্গবন্ধুর হত্যা যারা তরান্বিত করেছিল সেই পরগাছার দলকে আমাদের মহামতি শেখের বেটি কত দারুণভাবেই না কত্ব মমতা দিয়ে মন্ত্রীত্ব দিয়ে সম্মানীত করেছেন! যাক বাড়ায়ে ফেলতাছি ক্যান! এ্ইবার ক্ষ্যামা দেই। তবে ভাই আপনার ভবিষ্যদ্বানী ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেহেতু, আদতে এই দুই দলকেই গুরু মানতে হয়, সেহেতু এদের দলগুলোকে বি এন পি , আওয়ামী লীগ থেকেই বলা উচিত বিলীন হয়ে যাও। কারণ, যত কম দল, তত কম মত, তত শান্তি। আর ইনু, মেনন দের তো মার্কাই নেই। তবুও কেন যে এখনও পাত্তা পায় কে জানে...

৩| ২২ শে মে, ২০১৭ সকাল ৮:০২

সত্যের ছায়া বলেছেন: এরা মাঝে মাঝে নির্বাচন কমিশন থেকে চিঠি পায়, পত্রিকা বা টিভিতে চেহারা খানা দেখায়,
কারো জন্ম বা মৃত্যু দিবসে হাসি মুখে ছবি তোলে। ইলেকশন আসলে বড় দুই দল তাদের নিয়ে টানাটানি করে এটা তাদের জন্য কম কিসের। অন্য ছোট দল ভেঙ্গে এক করা যাবে কিনা জানি না, কিন্তু সব ইসলামী দল ভেঙ্গে একটি মাত্র দল করা অসম্ভব! প্রয়োজনে আলাদা একামত আর তাকবীর দিয়ে জামাত করবে। সেই জামাতে ভিন্ন ভিন্ন ইমাম থাকবে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন বড় দুই প্ল্যাটফরম তৈরি হয়ে যাবে তখন ইসলামী দলগুলো কামড়াকামড়ি করেও লাভ হবে না। হয় এ নাহয় বি বেছে নিতে হবে। নাহয় রাজনীতি থেকে আউট...

৪| ২২ শে মে, ২০১৭ সকাল ৮:২৩

কলাবাগান১ বলেছেন: আরেকটা জিনিস: আইন করে নারীদের কে প্রধানমন্ত্রী হওয়া বন্ধ করতে হবে

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুজিব, জিয়ার অস্বাভাবিক মৃত্যু না হলে নারীরা কোনদিন প্রধানমন্ত্রী হতে পারতো না বাংলাদেশে...

৫| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো ছোট রাজনীতি দল টিকবে না।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই তাদেরও উচিত এসব গলাবাজি না করে যে কোন একটা বড় দল বেছে নেয়া। আর বড় দল দুইটির উচিত এদের সাইজ করা...

৬| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৬

পদ্মপুকুর বলেছেন: বিকল্প প্রস্তাব ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্ব এগিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রিত গণতন্ত্রের সময় এসেছে...

৭| ২২ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪

ধ্রুবক আলো বলেছেন: আমাদের গণতন্ত্রের গুণগত মান উন্নয়ন করতে হলে সরকারের মেয়াদ কমাতে হবে। দলের সংখ্যা কমাতে হবে। একমত।
কোয়ালিশন সরকার গঠন করতে হবে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোট দলগুলোর নাম, সদস্য, জোট, বহিস্কার, কথাবার্তা শুনলে হাসি পায়...

৮| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি এখনও রাজনীতি করছে না; ওরা দলবাজি করে কলোনিয়েল সিস্টেম চালু রেখেছে।

২২ শে মে, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন। তারা জানে যে, সত্যিকারের গণতন্ত্র চর্চা করলে ৩৫ বছর এক জেলার সভাপতি হিসেবে থাকার সুযোগ নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.