নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

তিন মহীয়সী নারী/স্ত্রী...

১১ ই জুন, ২০১৭ রাত ৮:৩১

১. সুজন সৌদি প্রবাসী। বাবা মা নেই। ১৭ বছর হতে চলল। এখনো পারছেন না দেশে সেটেল্ড হতে। বার বার দেশে আসতে চান। কিন্তু স্ত্রীর মানা। আরো পরে আসতে বলে। আমাদের এখনও কিছু হয়নি। ছেলে মেয়েদের ভবিষ্যৎ। স্বামীর টাকাতে নিজের(স্ত্রী) ছোট ভাই বোন আর বিধবা মায়ের সংসারও যে চালাতে হয়! তাই তিনি তেনার স্বামীকে দেশে একেবারে আসতে মানা করেন। সুজন দুঃখে ঝগড়া করে বউর সাথে। ফলাফল দাম্পত্য কলহ!

২. ফিরোজ কাতার প্রবাসী। বাবা মা নেই। বউকে খুব ভালোবাসেন। ভালো চাকুরি করেন। বউকে তার কাছে কিছুদিনের জন্য নিয়ে আসতে চান। কিন্তু বউ আসতে নারাজ। তার নাকি মা বাবাকে রেখে দেশ ছেড়ে আসতে মন চায় না! পাসপোর্ট বানানোর কথা বলাতে গড়িমসি শুরু করেছে। শেষে এই নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া। ফলাফল দাম্পত্য কলহ!

৩. সেই করিম(মনে আছে?)। বাবা নেই। মা থাকে ছোট ভাইয়ের কাছে। এখন কাতারে। ভালো চাকুরি করে। নিজের পরিবার ভালোই চালাচ্ছে। এখনই দেশে ফেরার চিন্তা নেই। বাচ্চা মাত্র ২ বছর। আরো কয়েক বছর থাকলে ভালো একটা সেভিংস করতে পারবে। তাছাড়া বছর বছর ছুটিতে তো আসবেই। কিন্তু তার বউ (সেই কেয়া) নাখোশ! তার একটাই দাবী দেশে চলে আসতে হবে। দেশেই কিছু একটা করতে হবে। করিম যতই বোঝানোর চেষ্টা করে তার বড় সার্টিফিকেট নেই, দেশে চাকুরি করে ঢাকায় পরিবার চালানো কঠিন ততই স্ত্রীর সাথে আরো ঝগড়া বেড়ে যায়। ফলাফল দাম্পত্য কলহ!

৪. বিচিত্র এই পৃথিবী। তার চেয়ে বিচিত্র এই বাংলাদেশের বিভিন্ন মহীয়সী নারীগণ। তেনাদের মন বোঝা বড় কস্টকর। তেনারা যে কেন সুখ চেনেন না কে জানে...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

সত্যের ছায়া বলেছেন: স্বামী বিদেশ থাকলে বউদের পরকীয়া করতে মন উৎসুখ করে।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইদানিং কালের প্রবাসীর স্ত্রীরা একটু বেশী বেশী...

২| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যা রেমিট্যান্স আসে, তার বিরাট অংশ ঢাকা থেকে বিদেশীরা বেতন হিসেবে নিয়ে যায়; রাজনীতিবিদ, ব্যুরোক্রেটরা আবার বিদেশে পাঠায়; ব্যবসায়ীরা ওভার ইনভয়েস করে।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশ যেখানে কর্ম দিতে পারছে না, বিদেশই তখন একমাত্র উপায়...

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন এমনি। শান্তি নাই

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুগটাই অস্থির...

৪| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: হুম, হতাশা.............

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অশান্তি...

৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: বিচিত্র এই পৃথিবী। তার চেয়ে বিচিত্র এই বাংলাদেশের বিভিন্ন মহীয়সী নারীগণ। তেনাদের মন বোঝা বড় কস্টকর। তেনারা যে কেন সুখ চেনেন না কে জানে...
উপরের কথাগুলো মন্দ নয় - - -

১৪ ই জুন, ২০১৭ রাত ১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সর্বশেষ ছড়াতে তারই ইঙ্গিত দিয়েছেন...

৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার বেকার নারীরা দেশ চালাচ্ছে, এতে শুধু বেকারত্ব বাড়ছে।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলার নারীরা দেশ চালাতে দক্ষ নন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.