নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আমরা কীভাবে গরীব দেশ থাকি? - ২ (ভ্যাট)

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:২২


১. আমি অর্থনীতির ছাত্র নই। আমি সাদা চোখে বুঝতে পারি না আমরা কেন গরীব? চাঁদগাজী তো প্রায়ই বলেন আমরা গরীব দেশ না। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে তাও অনেক দেশের নেই। সেদিকে গেলাম না। প্রাকৃতিক সম্পদ নাহয় নিজেরা ব্যবহার করলাম। অপ্রাকৃতিক এত খাত আছে আমাদের যে বাংলাদেশ গরীব হওয়ার কোন সম্ভাবনাই নেই। আমি এত তথ্য উপাত্ত দিতে পারবো না। শুধু সাধারণ একজন নাগরিক হিসেবে মতামত ব্যক্ত করব...

২. কোন কোন পুলিশ/সরকারী-বেসরকারী কর্মকর্তা ঘুষ খাওয়াকে হালাল করার জন্য বলে থাকেন এত অল্প বেতনের টাকা দিয়ে সংসার চালানো যায় না। তাই বাধ্য হয়ে ঘুষ খেতে হয়। এটা হলো কুযুক্তি। সবাই একই রকম স্ট্যাটাসে থাকতে পারে না। ধনী গরীব থাকবেই। তাই বলে নিজের দায়িত্বে বসে অন্যায় করা কোনভাবে গ্রহণযোগ্য নয়।

৩. আমাদের মধ্যে ভ্যাট দেয়া নিয়ে একটা অনীহা আছে। আমরা প্রায়ই চেষ্টা করি কম ভ্যাট দিতে । আবার আমাদের সাহায্য করার জন্য অনেক ঘুষখোর কর্মকর্তাও আছেন। আমাদের যুক্তি হলো, আমরা ভ্যাট দেই কিন্তু সরকার আমাদের সেভাবে সেবা দেয় না। আমরা ট্রেনের ভাড়া বাড়লে আন্দোলন করি, আমরা সরকারী বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়ালে আন্দোলন করি, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ালে আন্দোলন করি। কারণ, একটাই আমরা সরকার থেকে 'ভালো' সেবা পাইনা। এই যুক্তির সাথে 'ঘুষ খাওয়ার যুক্তি'র সাথে তেমন পার্থক্য নেই। চোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের নিয়েই দেশ এগুতে থাকবে। তবে তাদের শাস্তি নিশ্চিত করাটাও সরকারের কাজ।

৪. কিছুদিন আগে ব্যাংকে ১ লাখ টাকা স্থিতির উপর মাত্র ৮০০ টাকা আবগারী শুল্ক বসানোর প্রস্তাব দেয়ার পর যেভাবে আলোড়ন শুরু হলো মনে হলো আমরা সোমালিয়া, ইথিওপিয়ার মত কোন গরীব দেশ! যারা গরীব কিন্তু ব্যাংকে ১ লাখ টাকা আছে, তাদের কাছে যদি ৮০০ টাকা বেশী মনে হয় তাহলে তারা দান নিতেও অভ্যস্ত হওয়ার কথা। তারা ৮০০ টাকার চেয়ে বেশী বখশিশ সারা বছর পেয়ে থাকেন আত্মীয় স্বজন/ঈদ সহ বিভিন্ন উপায়ে। নতুন ভ্যাট আইনও বাদ দেয়া হয়েছে। তবে ২ বছর পরে বা এখন থেকেই ঠিক ভাবে ভ্যাট আইন প্রয়োগ করার ব্যপারে সরকারকে ভাবতে হবে।

৫. ভ্যাট দেয়ার শীর্ষে গাউস মিয়া কেন থাকেন? কয়টা ইন্ডাস্ট্রির মালিক তিনি? ব্যক্তিগত পর্যায়ে শীর্ষ করদাতার মধ্যে কয়জন ক্রিকেটার থাকেন? কয়জন শীর্ষ আইনজীবি থাকেন? ১ মাস আগে সিরিয়াল নিতে হয় এরকম কয়জন ডাক্তার থাকেন? কয়জন ব্যাংক ম্যানেজার থাকেন? এগুলো দেখার কেউ নেই। কারণ, সব কিছু ম্যানেজ করা হয় ভূয়া বিল/খরচ দেখানোর মাধ্যমে।

৬. আমাদের নিম্নবিত্ত/মধ্যব্ত্তিদের কাছ থেকে ভ্যাট আদায়ের চাইতে উচ্চবিত্তদের কাছ থেকে নেয়ার মেকানিজম বের করতে হবে। যারা দিবে না বা গড়িমসি করবে তাদের গ্রেফতার করতে হবে। কয়েকটা সালমান রহমান, তমা কনস্ট্রাকশান, বসুন্ধরা, যমুনা-কে জেলের ভাত খাওয়াতে পারলে বাকীরা অটোমেটিক লাইনে আসবে। ঠিকভাবে ভ্যাট আদায় করলে দেশের উপকার হবে। তবেই দেখেন আমরা গরীব থাকি কিনা...
আমরা কীভাবে গরীব দেশ থাকি? - ১ (বিমান)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

এখওয়ানআখী বলেছেন: যথার্থ পোস্ট। জয় হোক

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

Artcell Sabuj বলেছেন: লজিক্যাল বাট আমরা ব্লগে ফচ ফচাং করে কিছু তৃপ্তিকর মন্তব্যই পাবো তারপর আবার নিজের মতো নিজের বলয়ে চলা। আসলে সিস্টেম বদলাতে হলে বাস্তবিক আলোচনা-সমালোচনা প্রয়োজন; এখনকার সমালোচকগণও ঘুষ নিয়ে তোতাপাখি সেজে বোকা বাক্সের মধ্যে বসে আমাদেরকে বিনোদিত করছে :(

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা ঠিক বলেছেন। টক শোতে/ পত্রিকার কলামে যত আলোচনা প্রস্তাব আসে সব বাস্তবায়ন হলে তো আমরা কবেই উন্নত দেশে পরিণত হতাম। তবে আমরা মনে হয় সুখ খুঁজে পাই এসব আলোচনায়। তাই ক্ষণিকের এই ভালো লাগা...

৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন। এবং আমাদের চাঁদগাজী সাহেব সঠিক কথাই বলেন।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ কষ্টের টাকায় ভ্যাট দেয়, সেই টাকা কয়েক হাত বদল হয়ে বিদেশে পাচার হয়, সুইসে পাহাড় জমে, আমলারা আঙ্গুল ফুলে কলাগাছ হন, উন্নয়নের নামে লুটপাট চলে, ভ্যাটের টাকায় রেল কিনলে সেখানে লস, বিমানে লস, সাধারণ মানুষের কর্ম সংস্হান এবং জীবন যাত্রার মান না বাড়লেও সরকারী কর্ম কর্তাদের অস্বাভাবিকভাবে বেতন বাড়ে! রাষ্ট্রীয় টাকায় বিদেশ সফরের নামে প্রমোদ তরী বেয়ে আসেন, আরো কত কি!

এত কিছু দেখবার পর যার কম টাকা আছে সে ভ্যাট দিতে উৎসাহ পায় না। যারা দেন তাদের অধিক টাকা আছে এবং তারা নিজেদের প্রাপ্য থেকে কম দিয়ে দায় মোচন করেন।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের উচিত নিজেরা যেহেতু, চোর বাটপারদের নিয়েই থাকবেন সেহেতু, বড় বড় চোর বাটপারদের কাছ থেকে বেশী বেশী ভ্যাট আদায় করে সাধারণ জনগণকে সেবা দেয়া। রাঘব বোয়ালদের ছাড় দেয়া কোনভাবেই উচিত নয়...

৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


সম্পদ উৎপন্ন হয় শ্রমের প্রয়োগে; বেকার, উচ্চ-ক্রয়-ক্ষমতা-সম্পন্ন-বেকার সম্পদের মাথাপিছু হার কমিয়ে দেয়; চাকুরী আছে, কিন্তু কাজ করে না, এরা সম্পদকে বিনস্ট করে; এই থিওরীগুলো কার্যকরভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে খুবই উন্নত দেশে পরিণত করা সম্ভব।

সরকারী ২৬ লাখ কর্মচারীর প্রোডাক্টভিটি একবারেই নীচু লেভেলের।

ভ্যাটের টাকার বিশাল অংশ সরকারের ট্রেজারীতে জমা হয় না।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাও জমা হয় তা দি‌য়ে সরকারী ব্যাংক বাঁচি‌য়ে রা‌খেন তেনারা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.