নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আমরা আর \'তারা\'...

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৬


১. 'মিনা' ডাক্তার, স্বামী ব্যাংকার। স্বামী রক্ষণশীল। স্ত্রী ডাক্তার জেনেও বিয়ে করে। বিয়ের পর চাপ দেয় ডাক্তারি ছেড়ে মা'র(মিনার শাশুড়ি) সেবা করতে। মিনা ছাড়তে নারাজ। ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...

২. 'তারেক' মধ্যবিত্ত চাকুরিজীবি, স্ত্রী গৃহিনী। সব ঠিকই চলছিল। তবে মনের মিল নেই। সবসময় ঝগড়া। টাকা, খরচ বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...

৩. 'সেলিম' ব্যবসায়ী, স্ত্রীও ভালো। তবে সেলিম সময় দেয়না স্ত্রীকে। স্ত্রী পরকীয়ায় পড়ে যায়। সেলিমও পরকীয়ায় জড়িয়ে যায়। দুজন দুজনকে সন্দেহ। ঝগড়া, কলহ। ১, ২, ৩। শেষ...

বহুল প্রচলিত ডিভোর্সের কারণ হলো প্রধানত এই তিনটি। ক্যারিয়ার, অর্থ, পরকীয়া।

এবার 'তারা' দের দিকে তাকাই -

১. ক্যারিয়ার - তারকারা বলতে গেলে খুবই উদার এ ব্যপারে। নিজের স্বামী/ স্ত্রী আরেকজনের সাথে অভিনয় করাটা স্বাভাবিক ভাবে মেনে নেয়। ঘরের বাইরে অবস্থান করা কিংবা শুটিং-এর জন্য কয়েকদিন আউটডোরে থাকাটাও তাদের জন্য ডাল ভাত। তারা রক্ষণশীলও নয় যে এসব নিয়ে ঝগড়া বিবাদ হবে তাদের মধ্যে...

২. অর্থ - মধ্যবিত্ত/নিম্নবিত্ত পরিবারে ঝগড়ার অন্যতম কারণ হলো চাহিদা পূরণ না হওয়া। অর্থাৎ টাকার অভাব। আমরা প্রায়ই ভাবি টাকা আরেকটু বেশী থাকলে অনেক সুখ করা যেত। তারকাদের এ ক্ষেত্রেও সমস্যা নেই। টাকা তো আছেই। তার উপর দেশ বিদেশে ভ্রমণ করে মনের শান্তিও পাওয়া যায়।

৩. পরকীয়া - এখানেও তারকারা অনেক উদার। কারণ দুই পক্ষেরই অনেক জনের সাথেই বন্ধুত্ব থাকে। শারিরীক সম্পর্ক না হওয়া পর্যন্ত 'বন্ধুত্বে'র মধ্যেই সম্পর্ক চালিয়ে নেয়া যায়। তাছাড়া দুই পক্ষই নাটক/সিনেমাতে প্রেম/ভালোবাসার অভিনয় করতে করতে তাদের মধ্যে একাধিক প্রেম জাগ্রত হতেই পারে।

কাজেই যে সকল আগামীর 'তারা' রা এই জগতে আসার চেষ্টা করছে বা এই জগতে আসার পর সংসারের চিন্তা করছে তারা যেন আমাদের মত 'আমার বেলায় কিছু হবে না' টাইপ চিন্তা ভাবনা না করে এবং সংসার ভাঙার সম্ভাবনা আমাদের চাইতে তাদের 'বেশী' থাকবে - এইটা মাথায় রেখে আরো উদারতার পরিচয় দেন...

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার পরামর্শ মনে রাখার চেষ্টা করব।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমা‌দের পরামর্শ দেন তেনারা উদার হওয়ার জন্য আর নি‌জেরাই উদার না...

২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

ইলি বলেছেন: সহমত।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা‌দের হিসাবটাই মেলা‌তে পা‌রি না...

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: শুধু মনে রাখতে হবে তারা এবং সাধারনের মাঝে বিস্তর দুরত্ব।।
তারারা নিজেদের নিয়েই ব্যস্ত!! আমরা, আমাদের নিয়েই!!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু এসব ঘটনার পর 'তারা'দের ভা‌লো স্বামী/স্ত্রী হবার অ‌ভিনয়/উপ‌দেশ দেয়া মানায় না...

৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৩

ওমেরা বলেছেন: তারাদের সংসার ভাংলে কোন সমস্যা নেই , তারা একটা ধরেই আরেকটা ছাড়ে । কিন্ত আমাদের সমস্যা আছে কাজেই আমাদের সাবধান থাকা উচিত তারাদের বাতাস যেন আমাদের না লাগে ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম ঠিক। সবার জন্যই শিক্ষার বিষয়...

৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি মোটামুটি সিনেমা দেখি না; অভিনয় আমার কাছে গুণ বলে মনে হয়নি, অভিনেতা ইত্যাদি আমার কাছে গুণী বলে মনে হয়নি; আমি গায়কদের গুণী মানুষ মনে করি।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপার না।

৬| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫২

প্রোলার্ড বলেছেন: সবাই এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে । কেউ কারওটা ছাড় দিতে নারাজ।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা তো উচ্চ শি‌ক্ষিত, তেনা‌দের উচ্চ বিচার! তেনাদের অ‌নেক উদার ব‌লেই জা‌নি আমরা...

৭| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিছু মানুষের কাছে বিয়ে চায়না মোবাইলের মত হয়ে গেছে, ভাল লাগ্লে চালাইলাম না হলে বেঁচে দিলাম।।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভা‌লোবাসার সবক তো আমরা তেনা‌দের কাছ থে‌কেই শি‌খি.

৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০০

মার্শাল আরমান বলেছেন: তারপরও তানারা আমাদের আইডল। একসময় দেশের দামী বুদ্ধিজীবি ।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভা‌লোবাসা দিব‌সে তেনা‌দের কথা আমরা মুগ্ধ হ‌য়ে শু‌নি...

৯| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী----- আমি মোটামুটি সিনেমা দেখি না; অভিনয় আমার কাছে গুণ বলে মনে হয়নি, অভিনেতা ইত্যাদি আমার কাছে গুণী বলে মনে হয়নি; আমি গায়কদের গুণী মানুষ মনে করি।- কিছুটা সহমত।

নদীর একূল ভাঙে ওকূল গড়ে এই তো নদীর খেলা। লেখকেরা মানুষকে বহমান নদীর সাথে তুলনা করেছে। তাই ভাঙা-গড়ার খেলা চলতেই থাকবে।

কিন্তু সমস্যা হচ্ছে নদীর এই ভাঙা-গড়ার খেলায় আমাদের অনেককে যখন নিঃস্ব করে দেয় তখন। (নক্ষত্রপতনে অনেককে সুইসাইডও খাইতে দেখেছি কিনা!)

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজীবন আমাদের ভালোবাসা শেখালেন তেনারা অথচ নিজেদের উপর প্রয়োগ করেন না...

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো বলেছেন ভাই।
শেষের ৩ নং অংশটা বেশি ভালো লাগলো।
আর শেষে কথা গুলোও ভালো লাগলো।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯

কাছের-মানুষ বলেছেন: সুন্দর বিশ্লেষণ হয়েছে। ভাববার বিষয়।
সব কিছুতেই উভয়ই ছাড় দেবার মানসিকতা থাকলে সমস্যাগুলো কমে আসত।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বড় কথা হলো 'তারা' রাই তো সবচেয়ে বেশী উদার। নিজের পার্টনারকে আরেকজনের সাথে অভিনয়ের অনুমতি দেয়াটা উদারতাই প্রকাশ করে...

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: সুন্দর পরামর্শ। ধন্যবাদ আপনাকে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনা‌দের মাথায় রাখা উ‌চিত...

১৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:০৩

হাফিজ হুসাইন বলেছেন: সহমত। আসলে এই 'তারা' রাই সমাজে পরকীয়া ছড়িয়ে দিছেন। তারা নিজেরা যেভাবে করেন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রেম ভা‌লোবাসা পরকীয়া বি‌চ্ছেদ সব তেনারাই দেখান উনারাই শেখান

১৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:১৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: বাংলাদেশের কোনো সিনেমা শুরু থেকে শেষ করে উঠছি কিনা মনে নাই !
তবে মাঝে মাঝে নাটক দেখি........! কিন্তু আসল পছন্দের বিষয় হলো ফোক গান যেমন, (লালন সেই, রাধা রমন, বিজয় সরকার, ভবা পাগলা..............................)
.
মিডিয়ার তারকা জগৎ নিয়ে মাতামাতি কিংবা কৌতূহল কোনোকালেই ছিলোনা কেননা, ওই প্রসঙ্গে জানি যে- "যেমনতার মেজবান তেমনতায়-ই খায়" !

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন তারকা‌দের জীবন খারা‌পের দি‌কে যা‌চ্ছে...

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে আমারে লায়ক বানান তার পর আপনার কথা ভাবমু :P

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সু‌খে থাক‌তে ভূ‌তে কিলায়?

১৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


অভিনেতারা ভালোবাসার অভিনয় করে, ভালোবাসা ওদের কাছ থেকে পালিয়ে যায়।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথবা তেনারা বাস্তবে জীবনেও ভালেবাসার অভিনয় করেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.