নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি আমার আমার মেয়ের মত...

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০


১. আমরা কোন বাচ্চাকে দেখলে বলি, আমার বাচ্চার মত। এটা বোঝানো হয় বয়স হিসেবে। কিন্তু এ বাচ্চাতো দেখতেও আমার বাচ্চার মত! আমার বাচ্চাও তার মায়ের সাথে একা থাকে। তাহলে তার উপর যদি (আল্লাহ সবাইকে মাফ করুক)...

২. প্রথম আলো তে ছবিটা দেখেই মনটা খারাপ হয়ে গেল। বয়স আর চেহারায় প্রায় আমার মেয়ের মত দেখতে তানহা! এমনকী নামেও কিছুটা মিল আছে! কীভাবে পারলো ঐ পশুটা এমন কাজ করতে? কী কষ্ট করে নিস্পাপ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আল্লাহ জানেন। তার কোমল মনে কী বয়ে যাচ্ছিল আমরা কেউ জানবো না। কিন্তু যদি বাচ্চাটার জায়গায় নিজের বাচ্চাকে রাখি তাহলে দুনিয়া অর্থহীন লাগে।

৩. কোন ঘুষখোর কর্মকর্তার কি শিপনের জন্য মায়া হবে? কোন ঘুষখোর পুলিশ কি শিপনকে ছেড়ে দিবে? কোন মিথ্যুক আইনজীবির কি মন চাইবে শিপনের পক্ষে লড়তে? কোন রাজনৈতিক নেতা কী শিপনকে ছাড়াানোর জন্য ফোন করবে? রেগুলার পতিতার কাছে যায় এমন কেউ কী শিপনকে বাহবা দিবে? সবারই তো নিজের বা বন্ধুর বা আত্মীয়ের কন্যা সন্তান আছে। তাহলে শিপনকে কেন আমরা বাঁচিয়ে রাখবো?

৪. সময় হয়েছে বিচার ব্যবস্থা আরো দ্রুত ও কঠোর করার। সব কিছু প্রমাণ হওয়ার পর নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রীম কোর্ট, ডেথ রেফারেন্স, প্রেসিডেন্টের ক্ষমা পর্যন্ত যাওয়ার কী দরকার? সময় হয়েছে এসব আসামীকে প্রকাশ্যে ফাঁসি দেয়ার। অন্তত ভালো মিডিয়া কাভারেজ দিয়ে সমাজে ভীতির ব্যবস্থা করা যে, এরকম কাজ করে কেউ রেহাই পাবে না। আরেকটা শিপন তৈরি হওয়া রুখতে হবে। আরেকটা তানহা যেন বেঁচে থাকে...

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮

ধুতরার ফুল বলেছেন: সঠিক সমাধান কিন্তু বাস্তবায়নের সম্ভাবনা সামান্য।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু আবাল রাস্তায় আর টক শোতে বলবে আমরা সভ্য জাতি। প্রকাশ্যে ফাঁসি দেয়া ঠিক নয়...

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো দ্রুত আইনে বিচার করে, দৃস্টান্ত স্হাপন করার দরকার।
তবে, সমাজকে মানসিক রোগীদের ব্যাপারে সংগঠিত করার দরকার; এলাকায় মানসিক রোগী থাকলে, সমাজকে সেটা দেখার দরকার।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই হতো যদি দ্রুত বিচার করা যেত। কিন্তু এদের জেলে রাখা হবে, বিচার দীর্ঘ হবে । তারপর এক সময় সবাই ভুলে গেলে টাকার বিনিময়ে বের হয়ে যাবে...

৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: শিশুটির দিকে তাকিয়ে এটা পড়তেও তো আমার কাছে লজ্জা লাগতেছে,আর এর সত্যতা কতটুকু তাও বিশ্বাস হচ্ছেনা।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: য‌দি মিথ্যা হয় তবুও তো জানটা ফেরত আস‌বে না...

৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ওস্তাদ চাঁদগাজী তারা মানুষিক রোগী- বলে ছাড় পাবে?

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু আইনজী‌বি এসব যু‌ক্তি দি‌য়ে বাঁচা‌নোর চেষ্টা কর‌তে পা‌রে...

৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশটা জানোয়ারদের দখলে চলে যাচ্ছে। সেই জানোয়ারদের আহার হচ্ছে আমাদের নতুন প্রজন্ম।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা য‌দি জা‌নোয়ার‌দের রুখ‌তে না প‌া‌রি তাহ‌লে নতুন প্রজন্ম হিম‌শিম খা‌বে...

৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

ওমেরা বলেছেন: আইনের আশায় বসে থাকলে হবে না , জনগনের মাঠে নেমে দুই-চারটা খতম করলেই সব বন্ধ হবে ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু শয়তান বু‌দ্ধিজী‌বি ছাড়া আর কা‌রো আপ‌ত্তি থাকার কথা না...

৭| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:

@রাজীব নুর,

দারিদ্রতা, থাকার যায়গার অভাব, রেস্টের অভাব, বাতাসে কম অক্সিজেন, বিষাক্ত ও হরমোনযুক্ত খাবার, পদে পদে অপমান, বিচারহীনতা, সমাজে বিশাল অসমতা, আওয়াজ ইত্যাদি মানসিক রোগের বিশাল ফ্যাক্টর; বাংলাদেশের শতকরা ২০/২৫ ভাগ মানুষ অস্ভাবিক; বিচারের সময় মানসিক অনস্হা একটা ফ্যাক্টর।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আই‌নের শাসন থাক‌লে এসব কমে যা‌বে...

৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

তাফসির বলেছেন: শুক্রবারের পর বর্বরতার আরেক চিত্র! আবারো প্রমাণিত হলো আমরা মধ্যযুগে বসবাস করছি।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কত? বিচারহীনতা চল‌তে থাক‌লে এসব বন্ধ হ‌বে না...

৯| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪

আখেনাটেন বলেছেন: এইসব দেখলে শুনলে মন-মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব খারাপ লাগে এদেশের ভবিষ্যৎ ভেবে...

১০| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

কানিজ রিনা বলেছেন: এসব বিকৃত মস্তিক নেশাখোর ইয়াবা মদ
সব নেশাতে জড়িত। জনগন কেন এদের
পুলিশের হাতে দেয়। ধরে সাথে সাথে সাঁপের
মত পিটায়ে মাড়তে হবে। পুলিশ তদন্ত জবথব
করে বিচারিক কাজ দুর্বল করে দেয়। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো এক সময় সেটাই হবে...

১১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:০৬

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: আইনের শাসন নিশ্চিত না হলে--বাড়তেই থাকবে। সামনে পরিস্থিতি ভয়াবহ!

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি খুবই চিন্তিত পরবর্তী প্রজন্মের সমাজ নিয়ে...

১২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:০৯

কাছের-মানুষ বলেছেন: এদের কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার। সমাজ থেকে এই আবর্জনা দূর করা ফরজ হয়ে দাড়িয়েছে এখন। @চাদ্গাজি
সাহেব আপনার মন্তব্যে হতাশ হলাম ! এদের পাগল বলে অপরাধ লঘু হিসেবে দেখছেন!! আপনি ইচ্ছা করলেও এদের দুইটা টাকা ঠকাতে পারবেন না! এরা সমজদার শয়তান পাগল নয়!

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজী ভাই পুরো সামাজিক অবস্থা নিয়ে বলেছেন। তবে এখন কঠোর শাস্তির দিকে নজর দিতে হবে, সমাজ পরিবর্তন দীর্ঘমেয়াদে ঠিক হবে...

১৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


@কাছের-মানুষ ,

আমি এগুলোর সমর্থক নই; দেশের ২০% মানুষের যে মানসিক সমস্যা আছে, আমি সেটার কথা বলছি; মানসিক সমস্যার লোকেরা সমাজের জন্য বোঝা; বিচারেও মানসিক সমস্যা একটা ফ্যাক্টর; আমি সেটার কথা বলছি।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পরিবেশ এক দিনে তৈরি হয়নি। শিশু ধর্ষণ ও হত্যা এই প্রথম নয়। তবে আগের অপরাধগুলোর দ্রুত বিচার করলে এসব অপরাধ কমে যেত...

১৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

ধ্রুবক আলো বলেছেন: আমাদের সমাজকে আরও সচেতন হতে হবে এরকম মানসিক রোগীদের ব্যাপারে। আর শাস্তি খুব কঠোর ও প্রকাশ্য হওয়া উচিত যেন পরবর্তীতে কেউ ভয়ে যেন এরকম জঘন্য কাজ করার আগে ভয়ে শিউরে ওঠে।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই করা উচিত। কিন্তু মানবাধিকার কর্মীরা তো এসব বাধা দেয়...

১৫| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

রাতু০১ বলেছেন: সত্যি ব্যাপার হলো, এখান থেকে বের হওয়ার উপায় নাই।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উপায় আছে। নিজের ঘরেই নৈতিক শিক্ষা আর রাষ্ট্রীয় ভাবে কঠোর শাস্তির নিশ্চিত করা...

১৬| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: পুরুষ হিসেবে কথা বলতে আমার লজ্জ্বা করে।

আমি নষ্ট পুরুষের প্রতিনিধিত্ব করতে চাইনি কখনো।

যন্ত্রণায়!!

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও ঘৃণা লাগে। আমার ভাই এমনও হতে পারে...

১৭| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন খবর শুনলে কষ্টটা বেড়ে যায় কেবল
ঘৃণার থুথু ছিটাই এসব নরপশুদের উপর

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশ আর প্রশাসনের এসব আসামীকে ঝুলিয়ে রেখে তাদের কোন উপকার হবে না। তাদেরই কেউ না কেউ এদের শিকার হতে পারে...

১৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

প্রোলার্ড বলেছেন: চেতনার দন্ডের দিতে হবে দন্ড

তা না হলে সব কিছু হবে লন্ড ভন্ড

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ক্ষমতায় থাকলে বুদ্ধিজীবি আর চেতনাবাজদের জেলে ঢুকাতাম আগে...

১৯| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তানহা । তুই অভিশাপ দে মা !

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অভিশাপ তো পাচ্ছি। নাহলে সমাজে এত পাপ হয় কীভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.