নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

রিসিলা কী মিথিলা\'র খবর পড়েনি?

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২১



১. বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে - গাজী ট্যাংকের বিজ্ঞাপনে প্রয়াত গোলাম মোস্তফার সেই কথা। দেশ এখন আত্মহত্যার দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। লিংকিন পার্কের গায়ক বেনিংটনের আত্মহত্যার কয়েকদিন পর আত্মহত্যা করলো মাইলসের মানাম আহমেদের ছেলে। আহ! ব্যস্ত অভিভাবকরা কোথায় আপনারা?

২. মিথিলা নিজেও কী তার আগে যারা আত্মহত্যা করেছিল তাদের খবর পড়েনি? পড়েছে হয়তো। কারণ, তারা একই লাইনের মানুষ। আর আজকাল তো ফেসবুক স্ট্যাটাস, ভিডিও দেয়ার পর আত্মহত্যা করছে সবাই। একটু ইনোভেটিভ। তো এসব ভিডিও, স্ট্যাটাস দেখে তারা কী বলত? হয়তো বলতো, বোকা মেয়ে। আত্মহত্যা কোন সমাধান হলো নাকি? কিন্তু কয়দনি পর সে নিজেও বোকামী করে বসে। হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উপলব্দি হয় এ আমি কী করলাম? রিসিলার খবর পড়ে সামনে কে আত্মহত্যা করবে? জানিনা...

৩. এদের কীসের অভাব ছিল? তালাকের ব্যপারে আগের এক পোস্টে বলেছিলাম তারকা বা মিডিয়ার মানুষরা হলো সাধারণের চাইতে অনেক বেশী উদার। তারা চাইলেই তালাক দিয়ে নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিবাহিত মডেল/অভিনেত্রী রা তালাক নয় সরাসরি আত্মহত্যার দিকে যাচ্ছে। রেখে যাচ্ছে এক নিষ্পাপ শিশুর অনুজ্জ্বল ভবিষ্যৎ। যেখানে চাইলেই পারস্পরিক সমঝোতার প্রেক্ষিতে নতুন জীবন বা বিয়ে বা শারিরীক সম্পর্ক করা যায় সেখানে আত্মহত্যা কেন করছে তারা? তার মানে আমরা এখনো সেই লেভেলের উদার হতে পারি নি যেই লেভেলের আমরা ভাব ধরি বা দেখাই!

৪. কিছু কিছু দুর্ঘটনার পর আমরা সাধারণ জনগণ অবচেতন মনে খুশি হই! যেমন - সুমন/পিন্টুর পর আমরা ভেবেছিলাম বিয়ের আগে সেক্স কমবে। মেয়েরা সতর্ক হবে। হয়নি। বনানীর ঘটনার পরও ভেবেছিলাম মেয়েরা সতর্ক হবে। হয়নি। এখনো বেকুবের মত ছেলে বন্ধু ডাকলেই চলে যায়! ভেবেছিলাম অভিভাবকরা সচেতন হবে। হচ্ছে না। মিথিলা কিংবা রিসিলার আত্মহত্যার পর ভাবছি অভিভাবকরা সন্তানদের মিডিয়াতে যাওয়ার ব্যপারে আরো সতর্ক হবেন। হবে না...

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

শামচুল হক বলেছেন: দিন দিন সমস্যা বাড়তেছে।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমা‌নোর চিন্তা করা উ‌চিত...

২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: jagotic shukh boro bismoy ei jibon songsar koto ze zontronamoy.

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুখ তু‌মি কী বড় জান‌তে ই‌চ্ছে ক‌রে...

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের কিছুর অভাব না থাকলে মরণে ডাক পারে। অভাব যেহেতু নেই দুনিয়াতে থাকার কোন দরকার নেই। নিজের মরণ নিজে টেনে আনলে আমাদের কি করার আছে। মরুগা...

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমা‌দের করার আ‌ছে বল‌তে আমা‌দের বোন বা কন্যা‌দের এসব উদাহরণ দি‌য়ে সতর্ক করা আর ক‌ি!

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মিডিয়ার লোকেরাই মনে হচ্ছে চরম অসুখী। সবাই সচেতন হোন।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বার বার প্রমা‌ণিত। কিন্তু আমরা স‌চেতন হ‌চ্ছি না এরপরও...

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


বিয়ের আগে যৌন মিলন আমেরিকা ও ইউরোপে সম্ভব; বাংলাদেশের সমাজ, মেয়ের পরিবার, মেয়ের নিজের মানসিক ও শারীরিক অবস্হা বিয়ের আগে যৌন মিলনের জন্য সহায়ক নয়। গড়ে, বাংলাদেশের ছেলেদর ব্যক্তিত্ব এত কম যে, তারা নিজের ভালোবাসার কথা অন্যদের কাছে বলে বেড়ায়; অনেক ছেলে যৌন মিলনের পর, মেয়ের প্রতি আকর্ষণ হারায়; মেয়েরা যদি এসব সঠিকভাবে বুঝে, তারা নিজকে ক্সকন্ট্রোল করতে পারবে।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ম‌নে হ‌চ্ছে সহায়ক নয় ত‌বে আশংকাজনক ভা‌বে এর মাত্রা বৃ‌দ্ধি পা‌চ্ছে। যার ফলাফল বি‌চ্ছেদ, আত্মহত্যা। কাক ময়ুর হ‌লে যা হয়...

৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


বিয়ের আগে যৌন মিলন হয়ে থাকলে, সেই ছেলের সাথে যদি বিয়ে হয়, সেইসব বাংগালী মেয়ের বিয়ে মোটামুটি টিকবে না।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আ‌গে প্রে‌মের ‌বি‌য়ের ক্ষে‌ত্রে এই কথা বলা হত। এখন যে‌হেতু আমরা আধু‌নিক তাই আপনার কথাটা প্রযোজ্য হ‌বে...

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৭:১৬

ফেল কড়ি মাখ তেল বলেছেন: গাজী সাহেব কি বিয়ের আগে যৌন্য মিলন করছিলেন???

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার ব্য‌ক্তিগত ব্যপার।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

ধ্রুবক আলো বলেছেন: গোটা নিউজ জুড়ে শুধু এই সকল খবর! আত্মহত্যা একটা ট্রেন্ড হয়ে গেছে!
সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী। আরও অনেক সমস্যা রয়েছে। মূল্যবোধ বাড়াতে হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় প‌রি‌বেশ ঠিক রাখার উ‌দ্যোগ নি‌লে কিছু বু‌দ্ধিজী‌বির‌ পেট খারাপ হয়...

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

প্রোলার্ড বলেছেন: তারকাদেরকে তাদের ফ্যানরা অনুসরণ করে ।
ফেসবুক আমলে এখন সবাই নিজেকে জাহির করতে চায় । এমন কিছু করতে চায় যা একসেপশলান যাতে অন্যেরা টাস্কি খেয়ে যাবে । আত্মহত্যা উপরে একসেপশলান আর কিছু কি আছে এখন পর্যন্ত? এদের ফ্যানরাও এখন এটা অনুসরণ করতে যাব ।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বা আর্জেন্টনা বাদ পড়লে তাদের বাংলাদেশী ফ্যানদের মধ্যে এরকম বাতিক দেখা যায় যেটা খোদ ব্রাজিল বা আর্জেন্টিনার মানুষেরাও করে কি না সন্দেহ আছে।


বাংলাদেশের সমাজ, মেয়ের পরিবার, মেয়ের নিজের মানসিক ও শারীরিক অবস্হা বিয়ের আগে যৌন মিলনের জন্য সহায়ক নয়।


@ চাঁদগাজী : একজন মুসলমান হিসেবে বিয়ের আগের যৌন মিলনকে কি আপনি সঠিক বলে মনে করেন ?

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমা‌দের বাবা মা নাহয় আমা‌দের সবসময় সব‌কিছু‌তে বাধা দেয় কিন্তু ও‌দের জন্য তো স্বাধীন জীবন যাপন কোন ব্যপার ছিল না, তবু কেন যে আত্মহত্যা ক‌রে?

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

প্রোলার্ড বলেছেন: Too much liberality brings destruction

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: true...

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: ম‌নে হ‌চ্ছে সহায়ক নয় ত‌বে আশংকাজনক ভা‌বে এর মাত্রা বৃ‌দ্ধি পা‌চ্ছে। যার ফলাফল বি‌চ্ছেদ, আত্মহত্যা। কাক ময়ুর হ‌লে যা হয়... "

-কেহ নিজের থেকে শিখে, কেহ অবস্হার চাপে শিখে; নিজের থেকে না শিখতে পারলে ক্ষতি গুণতে হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের থেকে না হোক, আরেকজনের থেকে তো শেখা যেতেই পারে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.