নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ভারত-পাকিস্তান vs যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া...

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯



১. কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'পারমানবিক বোমা শোকেজে রাখার জন্য বানাইনি'। তারও আগে পারভেজ মোশাররফ বলেছিলেন, 'শবে বরাতে ফাটানোর জন্য পারমানবিক বোমা বানাইনি'। কিছুদিন পর পরই এমন মন্তব্য আসে পাকিস্তানের তরফ থেকে। অবশ্য ভারতও বসে থাকে না জবাব দিতে। গত কয়েকদিন ধরে চলছে উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধংদেহী কথাবার্তা। কিম জং কত মিনিটের মধ্যে কোন দেশের উপর দিয়ে উড়ে গিয়ে গুয়ামের আমেরিকান ঘাঁটিতে বোমার আঘাত হবে তার ফিরিস্তি দিচ্ছেন আবার ট্রাম্পও বলছে হিন্দী ছবির ভিলেনের মত 'উত্তর কোরিয়ার পতনের তারিখ ঠিক হয়ে গিয়েছে'। কেউ কাউকে ছাড় দেয়ার মত মনে হচ্ছে না...

২. আমার এক ভারতীয় (তামিল) বস একবার পাকিস্তান ভারতের মধ্যে সব সময় কথার যুদ্ধ নিয়ে মন্তব্য করেছিলেন এরকম - ভারতের সব লোক যদি এক সাথে মূত্র ত্যাগ করে তাহলে পাকিস্তানে বন্যা হবে(প্রতীকি)। ১৬/১৭ কোটি মানুষ কীভাবে ১২৫ কোটি মানুষের সাথে যুদ্ধ করবে? এরা(পাকিস্তানী) জানে শুধু গলাবাজি করতে...

৩. উত্তর কোরিয়ার হাঁকডাক শুনে আমার স্যারের কথা মনে পড়ে গেল। আমেরিকা যদি চায় উত্তর কোরিয়াকে ধ্বংস করতে কয়েকদিনের বেশী লাগবে না। সৈন্য, মিত্র, শক্তি সব দিক দিয়ে আমেরিকা অনেক এগিয়ে। তবু কিম জং উন কে কেন জানি অনেকে পছন্দ করে (একমাত্র জীবিত নেতা যে আমেরিকার বিরুদ্ধে বলে এই জন্য হয়তো!) এরকম গাদ্দাফিও ছিলো। তিনি রিগেনকে বলেছিলেন, 'আপনি অভিনেতা আর আমি নেতা'। ইরাক আমেরিকা যুদ্ধের সময় সাদ্দামের তথ্য মন্ত্রী সাঈদ আল সাহাফ প্রতিদিন চমৎকার মন্তব্য করতেন আমেরিকানদের পতন নিয়ে। ঐ সময় তার বাণীগুলো নিয়ে একটা ওয়েব সাইটও তৈরি হয়েছিল। একই রকম মোল্লা ওমরও বলতো। কিন্তু সবাই আজ ইতিহাস। গলাবাজি করে যুদ্ধ জয় করা গেলে সাদ্দাম, গাদ্দাফি, মোল্লা ওমরের পতন হতো না...

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানি পারমাণবিক বোমা একদিন ব্যাবহার হবে।
জংগিরা বোমা চুরি করে প্রথমে পাকিস্তনেই আত্নঘাতি হামলা চালাবে।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটা একটা ব্যর্থ রাষ্ট্র। এখনও তো তাদের দেশে প্রতিনিয়ত আত্মঘাতি হামলা চলছে...

২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

ধুতরার ফুল বলেছেন: কোরিয়া আমেরিকানদের মজা দিচ্ছে ফ্রিতে । তারা সেটা উপভোগ করছে।
আমেরিকা আর কোরিয়ার মধ্যে হামলা শুরু হলে রাশিয়া এবং চীন কোরিয়ার পিছন থেকে সরে যাবে।
অনেকটা গাছে তুলে মই কেড়ে নেয়ার মত।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক যেমন প্রথ‌মে ইরাক যু‌দ্ধের বি‌রোধীতা কর‌লেও প‌রে জার্মানী, ফ্রান্স আমে‌রিকার সা‌থে যোগ দেয়...

৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত যুদ্ধ হচ্ছে না নিশ্চিত।

এখন যে সমস্ত উত্তপ্ত কথা হচ্ছে, তা মূলত আমেরিকার অস্ত্র ব্যবসার অনুকূলের জন্য করা হচ্ছে। হয়ত কিছু দিন পর আমেরিকা নতুন কোন রাষ্ট্রের সাথে বিশাল অংকের অস্ত্র বিক্রির চুক্তি করবে!

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা দক্ষিণ কোরিয়াও হতে পারে...

৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উত্তর কোরিয়া আর পাকিস্তানের উপর আস্থা রাখা যায় না, আমেরিকা ও ভারতের উপর যতটা রাখা যায়!

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন পারমানবিক যুদ্ধ হওয়ার মত পরিস্থিতি নেই। আমেরিকা আর ভারত উত্তর কোরিয়া আর পাকিস্তানের চেয়ে সভ্য...

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সবল-দূর্বলের লড়াইতেও কখনো দেখি নি, দূর্বলকে পিছু হঠতে!!

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খামাখা কেন যুদ্ধে জড়ানো?

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিম জং উন এর হাসি কিন্তু আমার বেশ ভালো লাগে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প-এর হাসিও সেরাম...

৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: তা বটে।। কিন্তু আমার ভাবনা ভিন্নপথে যে, ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিগুলি একটু ভাল করে খেয়াল করলেই কিন্তু বোঝা যায়।।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত-পাকিস্তানের যুদ্ধ আসলে বর্ডার ভিক্তিক। দুই দেশের কেউ আসলে যুদ্ধ চায় না। অবশ্য কাশ্মির ইস্যুতে সামনে কী হয় কে জানে...

৮| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আর সাদ্দাম, গাদ্দাফি,মুবারক,আলি সালেহ,মোল্লাদের দিন ফুরিয়ে গেছিলো সময়ের তাগিদে।। নূতন কিছু আমদানীর স্বার্থে।।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিম জং উনেরও সময় শেষ হওয়া দরকার। দেশটার মানুষগুলো যেন মুক্তি পায় এই যন্ত্রণা থেকে...

৯| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


চীন ও রাশিয়া উত্তর কোরিয়াকে চালিয়ে যাচ্ছে; চীনের কাজ করে দিচ্ছে কোরিয়ান দক্ষ লোকেরা।

কিমের পাগলামীকে কাজে লাগিয়ে, চীন ও রাশিয়া আমেরিকাকে যুদ্ধে জড়াতে চাচ্ছে; তারা আমেরিকার অবস্হা বুঝতে চাচ্ছে!

১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীন তো আবার ভার‌তের সা‌থেও একটু কথার ঝা‌মেলা পাকা‌চ্ছে। হয়‌তো ভারত আর আ‌মে‌রিকার অবস্থা বুঝ‌তে চা‌চ্ছে...

১০| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১০

chondrobhuk বলেছেন: এন্ডিয়ার লাঙ্গুললেহন শুরু হয়ে গেছে ? চীন ভারতের সাথে ঝামেলা পাকাচ্ছে, না এন্ডিয়া চীনের লেজে পারা দিয়ে চলছে।যুদ্ধ বাধুক না,এন্ডিয়া আর ব্লগীয় দালালদের লেজেগোবরে অবস্থা বেশ উপভোগ্য হবে। গোমূত্রসেবীদের দৌড় কদ্দূর বোঝা যাবে।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ , ভারতই চী‌নের সা‌থে গা‌য়ে প‌ড়ে ঝগড়া কর‌ছে। ত‌বে ভারত দুর্বল তাই চী‌নের সা‌থে যু‌দ্ধে জড়া‌বে ব‌লে ম‌নে হয় না...

১১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


কোরিয়া সমস্যা সমাধান হয়ে গেলে, চীন ও আমেরিকার মাঝে গন্ডগোল হওয়ার আশংকা আছে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোরিয়া সমস্যার সমাধান কীভাবে হবে? কিম-এর পতন নাকি যুদ্ধের মাধ্যমে ধ্বংসলীলা করে?

১২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

বন্দি বলেছেন: দূর্বল দেশ শক্তিশালী দেশের সাথে ঝগড়া করবে ভাবনাটা বোধ হয় যৌক্তিক নয়। যদি আপনার হাতে মার খাবার সম্ভাবনা থাকে, আমি নিশ্চয় আপনার চুল ধরে টানব না।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উত্তর কোরিয়া শুধু গলাবাজি করেছে এখন পর্যন্ত। দেখা যাক, শেষ পর্যন্ত কী করে। তবে আমেরিকার সাথে পারবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.