নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কলাগাছের আবার কীসের \'টিম\'?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮


১. ভারতের মন্ত্রীসভায় রদবদল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। সেখানকার মিডিয়া এটাকে নাম দিয়েছে 'টিম মোদী'। তো সেটা দেখে প্রথম আলো'র কলামিস্ট সোহরাব হোসেন একটা লেখা লিখেছেন, 'টিম হাসিনা'র সম্ভাবনা নিয়ে। মানে আমাদেরও আর ২ বছর পরে একটা নির্বাচন হতে পারে। সেটার জন্য শেখ হাসিনা মন্ত্রীসভাতে কোন রদবদল আনবেন কিনা এসব ব্যপারে লেখাটা...

২. আমার মনে হয় বিশ্বে যে কয়েকজন রাষ্ট্রনেতা ক্ষমতায় থাকতেই তৃপ্তি নিয়ে দেশ পরিচালনা করেছেন তার মধ্যে শেখ হাসিনা অন্যতম। নিজের বাবার খুনীদের বিচার ও শাস্তি নিশ্চিত করেছেন, স্বাধীনতা বিরোধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করেছেন, দীর্ঘদিনের কাঁটা সাকা'র বিচার করেছেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন, জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করেছেন ইত্যাদি। সবাই ভেবেছিল ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হলেও সরকার বেশীদিন টিকবে না। কিন্তু সাড়ে তিন বছর পার করে দিয়েছেন নিজের রাজনৈতিক চালে আর বি এন পি'র ব্যর্থতার কারণে। বি এন পি-ও আর আশা করেনা এই মেয়াদের আগে সরকার বদলের।

৩. শেখ হাসিনার আর কী চাই? সব আশাই তো পূরণ হয়েছে। তিনি কী পারতেন না একটা সুন্দর মন্ত্রীসভা উপহার দিতে? উনার আর কাকে ভয়? কেন দন্ডিত হওয়ার পরও মায়া এখনো মন্ত্রীত্ব করছেন? কেন প্রশ্ন ফাঁসের পরও নাহিদের মন্ত্রীত্ব যায় না? কেন বাজে গম আনার পরও কামরুলের মন্ত্রীত্ব যায় না? কেন বিমানের লসের পরও মেননের মন্ত্রীত্ব ঠিক থাকে? কীভাবে একটা পাগল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে? কেন এখনো শামীম ওসমানের কিছু হয় না? কেন ছাত্রলীগের নেতাদের বিচার হয় না? এভাবে লিস্ট করলে অনেক লম্বা হবে...

৪. এরা কী আওয়ামী লীগের ভোট ব্যাংক। এদের বাদ দিলে কী শেখ হাসিনার কিছু যায় আসে? ভোট ছাড়াই তো উনি নির্বাচিত হবেন, আর ভোট হলেও উনার সেট আপে অন্য কেউ সুবিধা করতে পারবে না। আর্মিও দিবেন না উনি, তত্ত্বাবধায়কও দিবেন না, নির্বাচনকালীন সহায়ক সরকারও দিবেন না। তো, বি এন পি নিশ্চিতভাবেই আসতে পারবে না পরের বারও! আর আওয়ামী লীগে আসবে সেই কলাগাছ গুলো। উনি কেন যেন এই সব কলা গাছ নিয়েই থাকতে চান। উনি দেশের রাজনীতিতে নতুন কিছু দিয়ে যেতে পারছেন না। তাই বলি, কলাগাছের আবার কীসের টিম?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


কলাগাছ ১ বার ফল দেয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগু‌লো বছ‌রের পর বছর ধ‌রে খারাপ ফল দি‌চ্ছে...

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: শেখ হাছিনা মনে হয় বেশ রহস্যময় , কেও তাকে ভাল করে বুঝতে পারছেননা , তার চালগুলি সহজে ধরতে পারছেনা , তিনি দেখা যায় কেবলই সফল, বাকি সবাই কেন যেন তার কাছে চুপসে যাচ্ছেন !!! শেখ হাছিনা মনে হয় তার পিছনের ভুলগুলিকে ভাল করেই সনাক্ত করতে পেরেছেন, আর অন্যদের চালগুলিকে আগে ভাগেই অনুধাবন করে তার কর্মপন্থা নির্ধারন করতে শিখেছেন!!! বাবর টাবরের মত লোকজন নিয়ে কিভাবে কেবিনেট চালাতে হয় তা তার পুর্বসুরীদের কাছ হতে রপ্ত করেছেন !! আখেরে ফল যাই হোক এখন তো তার জন্য পরম শান্তি !!!!!!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হা‌সিনা রাজনী‌তি‌তে অ‌নেক পটু। তি‌নি দে‌খে‌ছেন আ‌র্মি, পু‌লিশ সা‌থে থাক‌লে কীভা‌বে ক‌ঠোরভা‌বে দেশ চালা‌নো যায়। সাঈদী‌কে জে‌লে রাখা, শাপলা চত্ব‌রে হেফাজ‌তি‌দের সাইজ করা, খা‌লেদা‌কে বা‌ড়ি থে‌কে বের করার পরও উনার কিছু হয়‌নি। এমন‌কি বা‌ড়ির সাম‌নে ট্রাক রাখ‌লেও সেটা সরা‌নোর মু‌রোদ হয়‌নি কা‌রো। খা‌লেদা হ‌লে একই কাজ ক‌রে ক্ষমতায় কতক্ষণ থাক‌তে পার‌তেন চিন্তা ক‌রেন।
কিন্তু তি‌নি কেন কিছু অথর্ব‌কে এখ‌নো মন্ত্রীসভায় রাখ‌ছেন এটা বোধগম্য নয়। অন্তত তেনার চা‌লে এটা মানায় না...

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন: আর্মী পুলিশ সাথে থাকলে ( মানে ক্ষমতায় থাকাকালিন সময়ে ) কিভাবে একটি পরিবারের সকলে মারা যায় তাও তিনি দেখেছেন , তিনি মনে হয় বুঝতে শিখেছেন আর্মী পুলিশ থাকলেও রক্ষা নাই , তাই এগুলিকে কিভাবে নিয়ন্ত্রনে রাখতে হয় তা ভাল করে রপ্ত করেছেন , ভূলগুলি রপ্ত করার কৌশল মনে হয় ভালই শিখেছেন !!!! ভাল জ্ঞানীগুণী গুলিকে সাথে রাখলে তারা অনেকে সুযোগমত বিট্রে করে যেমনটি হয়েছে তার পুর্বসুরী অনেক সরকার প্রধানদের বেলায় !!! কে আর সাধ করে নীজের বিপদ ডেকে আনে !!! তার থেকে বেকুবগুলিকে নিয়ে চলাকেই তিনি বেহেতর মনে করে থাকতে পারেন !!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ঠিক ব‌লে‌ছেন। বেশী জ্ঞানীগু‌লো কামাল হো‌সেন, কা‌দের সি‌দ্দি‌কি, বি চৌধুরী, অ‌লি আহ‌মে‌দের মত হ‌য়ে যায়। আর বেকুবগু‌লো‌কে দৌ‌ড়ের উপর রাখা যায়। জ্ঞানী জ‌লিল, রাজ্জাক তো ইজ্জত নি‌য়ে মর‌তে পা‌রেন‌নি। সুর‌ঞ্জিত, আমু, তোফা‌য়েলরা এক টার্ম তো মন্ত্রীত্বই পান‌নি...

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর কথা বলেছেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। প্রতিমন্তব্য দিয়ে আলোচনার জন্য।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: আসলে সিংহদ্বারের চাবিকাঠি ইনু,মেননদের হাতেই।। (বাহ্যিকভাবে)।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী কার‌ণে এ‌দের পাল‌ছেন শেখ হা‌সিনা?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০

সচেতনহ্যাপী বলেছেন: এদের দায়ি্ত্বভার দেখলেই তো বোঝা যায়।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অর্থমন্ত্রীর ব্যপা‌রে কী বল‌বেন?

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: মাকাল ফল।। কাজের চেয়ে বকবক বেশী।। তবে একদিকে সরকারী দল তাকে ঢাল বানিয়ে ভালই আছে।। যত ঝড় এই অর্থমন্ত্রীর উপর দিয়েই যায়!! =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্দ ব‌লেন‌নি। ত‌বে যোগ্য‌ লো‌কের অভাব নেই দে‌শে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.