নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বেড়ার ওপারের ঘাস সবসময় বেশী সবুজ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪



১. সৈকত বিয়ের পর থেকে বেতন দেখেছে(পড়ুন রেখেছে) শুধু অফিস থেকে বাসায় আসা পর্যন্ত সময়টুকু। কারণ বাসায় আসার পরই সেটা তুলে দিতে হয় স্ত্রী'র হাতে। সৈকত গ্রাম থেকে উঠে আসা এক কর্পোরেট যুবক। অনেক লিংকের মাধ্যমে বড়লোকের এক শ্যামলা মেয়েকে বিয়ে করে। হয়তো নিজের শিকড়ের দুর্বলতা আর পারিবারিক শান্তির জন্য সৈকত এটা মেনে নিচ্ছে বছরের পর বছর। তবু তার স্ত্রীর রাগ স্বামীর উপর। অন্য সবার অনেক কিছু আছে। তাদের কিছু নেই। ঝগড়া আর দাম্পত্য কলহ নিয়েই সংসার চলছে...

২. ফারুক আবার এইদিক দিয়ে লাকি। কারণ, ফারুকের স্ত্রীর তার স্বামীর টাকার প্রতি কোন লোভ নেই। ফারুকই ঘরের সব কিছু সামলায়। সবকিছু বলতে বাচ্চার স্কুল, সকালের নাস্তা, অফিস থেকে ফিরে রান্না, ঘর মোছা সহ অধিকাংশ ঘরের কাজ। কারণ, ফারুকের বউ ডিপ্রেশানের রোগী। সারাদিন এক রুমে বসে থাকে। ঝগড়া আর স্বামীকে সন্দেহ করতে করতে এই অবস্থা। এক ছেলে আছে। তালাক দিলে ছেলে হয়ে যাবে মা হারা, হয়ে যাবে ব্রোকেন ফ্যামিলির সন্তান। সেই কারণে ইচ্ছের বিরুদ্ধে সংসার চালিয়ে যাওয়া...

৩. আর করিমকে কী বাদ দেয়া যাবে? (করিম আর কেয়া সম্পর্কে আগেই জেনে থাকবেন) করিমের স্ত্রী 'কেয়া' মানসিক রোগীও না, স্বামীর টাকাও দরকার নেই। সংসারের সব কাজও করে। তবে সবাইকে ভুল বুঝে। শাশুড়ি, দেবর, ননদ, ভাই, ভাবী, মা সবাই শুধু তার সাথে প্রতিনিয়ত অন্যায় করছে। ফলাফল, সবার থেকে দূরে। সে চায় করিম তার মা ভাইয়ের বিচার করুক। কিন্তু সেটা তো সম্ভব নয়। আর বিচার না করার মানে হলো কেয়া যা বলে সব মিথ্যা!! তাই করিমের সাথে ঝগড়া আর করিম বেচারা সন্তানের জন্য সংসার চালিয়ে যাচ্ছে...

৪. সৈকত ভাবে ফারুক লাকি। কারণ, ফারুকের টাকাটা ফারুকের কাছে থাকে। ফারুকের বউ যদি সৈকতের বউ হত, তাহলে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলা যেত। ফারুক ভাবে করিম লাকি। কারণ, ফারুক যৌথ পরিবারে থাকে না। করিমের বউ যদি ফারুকের বউ হত, তাহলে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলা যেত। করিম ভাবে সৈকত লাকি। কারণ, সৈকতের বউ সবার সাথে মিশে আর ভালো সম্পর্ক রাখে। সৈকতের বউ যদি করিমের বউ হত, তাহলে টাকা দিয়ে হলেও ভাই, বোন আর মার সামনে বউ নিয়ে কথা শুনতে হত না। আর ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলা যেত...

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

মানিজার বলেছেন: ইসলিয়ে চক্কর বোলতা হু :-B B-))

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমমম...

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

শুভবাদী রোদ বলেছেন: এই জন্য ই তো পরকীয়া হয়!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেখা‌নেও সুখ সাম‌য়িক...

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

রাতু০১ বলেছেন: :) :D :D কঠিন বাস্তবতা। :D

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই ক‌ঠিন অবস্থা। এখনকার প্রায় যুব‌কের এই অবস্থা...

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনার যেন এমন না হয় সেই কামনায়...

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদের মেয়েদের এই অবস্হা?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি স্যার। ঘ‌রে ঘ‌রে...

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ভুয়া মফিজ বলেছেন: এই পৃথিবীর কেউ পরিপূর্ণ সুখি না, সেটা সম্ভবও না। সেজন্যেই কবি বলেছেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস........। লেখা ভালো লাগলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প‌রিপূর্ণ সুখ কেউ আশাও ক‌রে না। ত‌বে স্বামী স্ত্রী সু‌খে থাক‌বে এটা তো বড় কোন আশাও নয়...

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাজের চলমান ঘটনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আস‌লে কেউ সুখী নয়...

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কঠিন থেকে কঠিন এইতো বেড়ার ওপারের ঘাস সবসময় বেশী সবুজ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যায় দিন ভা‌লো...

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

সোহানী বলেছেন: ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কঠিন থেকে কঠিন এইতো বেড়ার ওপারের ঘাস সবসময় বেশী সবুজ............... সহমত।

চমৎকারভাবে বাস্তবতাকে তুলে এনেছেন......... যা কিছু আছে তা নিয়ে কেউই সুখি না।++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা মাত্র জীবন। কেন যে কেউ সুখী হওয়ার চেষ্টা করে না...

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

রক বেনন বলেছেন: মূল কথা হচ্ছে, যা কিছু কষ্ট সব ছেলেদের ই। দুঃখজনক!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আ‌গে মে‌য়ে‌দের পরীক্ষা দি‌তে হত বেশী, এখন ছে‌লে‌দের‌ বেশী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.