নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের আগে হাসিনার দেয়াল তোলা উচিত মায়ানমার সীমান্তে...

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:২২



১. নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের যে কয়েকটা বিষয় সাড়া জাগিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল মেক্সিকো সীমান্তে তার দেয়াল তোলার ঘোষণা। যদিও এখনো তার উদ্যোগ নেয়া হয়নি তবে সে প্রতিশ্রুতি থেকে ফেরতও আসেননি ট্রাম্প। মেক্সিকানরা আমেরিকাতে মাদকের ব্যপক প্রসারের জন্য দায়ী আর অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যেও তারা সর্বোচ্চ। তাই প্রতিবেশীর সাথে এরকম একটা সিদ্ধান্ত নিতে ট্রাম্প বরাবরই বলে এসেছেন...

২. রোহিঙ্গারা যে ফেরত যাচ্ছে না বা যাবে না তা তাদের চোখ, মুখ দেখলেই বোঝা যায়। তারা বাংলাদেশকে খুবই নিরাপদ ভাবছে! কিছু একটা হলেই সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসবে। এত বছর ধরে তাদের সমস্যা হচ্ছে অথচ তারা কোন নেতা তৈরি করতে পারলো না। তারা বৌদ্ধদের কনভিন্স করতে পারলো না। তারা সুচীকে বোঝাতে পারলো না। তারা কেন মায়ানমারের জনগণকে আপন করতে পারলো না? দুই একটা পটকা ফোটালে অধিকার আদায় হয় না। আলোচনার মুরোদ নাই আর্মিকে খেপিয়ে দেয়। কী বলবো? এরকম একটা জাতি ২০১৭ তে এসেও এতটা অনগ্রসর ভাবা যায় না...

৩. ৮ লাখ রোহিঙ্গাকে অবশ্যই সিস্টেমের মধ্যে আনতে হবে। তাদের চলাফেরা, চাকুরি সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা তাদের বাংলাদেশী হতে সাহায্য করবে তাদের শাস্তি দিতে হবে। খালেদা আর তারেক তথা বি এন পি'র পেছনে লাগা কমাতে হবে সরকারকে। এই ৮ লাখের ব্যবস্থাতো হয়েই যাচ্ছে বাকী যারা আছে তারাও চলে আসবে বা তাদেরও পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে। এটা ঠেকাতে হবে বাংলাদেশকে। সীমান্তে এখনই দেয়াল তুলে দিতে হবে। নাফ নদীতে টহল বাড়াতে হবে। প্রয়োজনে মায়ানমারের সাথে স্থল ও নৌ পথ বন্ধ করতে হবে। বাকী রোহিঙ্গাদের বোঝাতে হবে এই দেশে তারা অবৈধভাবে প্রবেশ করতে পারবে না...

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রোহিঙ্গারা এখন বড় বিপদে আছে একবার তাদের স্থানে নিজেকে বসিয়ে দেখুনতো ভাই ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বসিয়েছি। নিজেদের '৭১ এর কথাও মনে আছে। কিন্তু এই জাতি পুরাই ফাউল। নিজেদের কোন প্ল্যান নাই। সেই '৮০র দশক থেকে নির্যাতিত হচ্ছে অথচ তাদের বাকী জনগোষ্ঠীর সাথে বন্ধুত্ব নেই - এটা কেমন কথা?

২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



" নাফ নদীতে টহল বাড়াতে হবে। প্রয়োজনে মায়ানমারের সাথে স্থল ও নৌ পথ বন্ধ করতে হবে। বাকী রোহিঙ্গাদের বোঝাতে হবে এই দেশে তারা অবৈধভাবে প্রবেশ করতে পারবে না... "

-যেই নিস্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশেই আসবে; আিন কাজ করবে না।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানি, তবু দেশের কথা ভেবেই এই লেখা। এতগুলো বছর ধরে তারা নির্যাতিত হচ্ছে অথচ তারা খালি মুসলিম দেশের সাহায্যের আশা করে। নিজ দেশের সরকারের সাথে, জনগণের সাথে না বসলে এসব সমস্যার সমাধান কোনদিন হবে না...

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯

কলাবাগান১ বলেছেন:
মন্তব্য নিস্প্রোয়জন

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু কতদিন এদের পালবো? দীর্ঘ মেয়াদে কী উন্নত বিশ্ব এদের ত্রাণ পাঠাতেই থাকবে? রোহিঙ্গারা তো বাংলাদেশকে জার্মানী ভাবা শুরু করেছে...

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি মোটেই সহজ কথা নয়।
এখানে বিশ্ব রাজনীতি জড়িত
কারও দরকার স্হল দখলদারি, কেউবা শকুনির মতো বসে আছে
লোভনীয় বাণিজ্য করবে বলে।
অনেকে অস্ত্র বিক্রয় করে মদ কিনে বার সাজাবে।
"নাচবে নটী রঙে.......
মরবে রোহেঙী বগ্ঙে.......!!!"
.....................................

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব কারণেই আরো বেশী চিন্তা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। কঠিন বাস্তব হলো, এদের ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম...

৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৭

মলাসইলমুইনা বলেছেন: আমি জানিনা কেন, আমি কিন্তু এখনো খুব আশাবাদী | চীনের সাথে শুধু একটা একটা কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরী করতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধানে | সেটা হয়তো অসম্ভব নয় | প্রশ্নটা হলো সরকার এতো ঝামেলার পরও শুধু ভারতের পাপেট হয়েই থাকবে না, ব্রড পিকচারটা দেখতে পাবে আর চীনের সাথে দরকারি সম্পর্কটা তৈরী করতে উৎসাহী হবে |এই প্রশ্নের উত্তরটাই মনে হচ্ছে এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে রোহিঙ্গা সমস্যার সমাধানে |

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৬| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:১২

মলাসইলমুইনা বলেছেন: আমি নিউজটা পড়িনি | কত দিনে দেবে ? শর্তগুলো কি জানতে পারলেন ? এটা ৩৬ বিলিয়ন ডলার | খুব বেশি নয় I রাখাইনেইতো মনে হয় চীনের বিনিয়োগ হবে ১০০ বিলিয়ন ডলার I শুধু ডলার নয় আমাদের রোহিঙ্গা সমস্যার মতো কিছু জিনিস এবং আরো কিছু এখানে বিবেচনা করতেই হবে | তবে আপনি ঠিক | প্রশ্নটা হলো আমরা সেটা ক্ষমতায় টিকিয়ে রাখতে করবো কি না বা করতে চাই কিনা ?

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যখন এক দিকে চীনের সাথে বন্ধুত্ব বাড়ানোর কথা বলছেন তখন আমরা ভারত থেকে ঋণ নিতে যাচ্ছি। ভারত, চীন, তুরস্ক সবাই বাংলাদেশের উপর ছেড়ে দিয়ে চুপ করে থাকবে। রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র মায়ানমারের শুভবুদ্ধি সম্পন্ন কারো সাথে
আলোচনা করে করা যেতে পারে। সেই সম্ভাবনা খুবই ক্ষীণ...

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৩

মলাসইলমুইনা বলেছেন: সেটাইতো আমাদের সমস্যা | একতরফা ভারতের সাথে মৈত্রী রোহিঙ্গা সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারেনি বরং ভারত উল্টো অবস্থান নিয়েছে আমাদের বিরুদ্ধে এই সমস্যায় | আর আমিতো আগেই বলেছি আমাদের সরকারের ইচ্ছের কথা | তারা কিভাবে এই সমস্যাটা দেখে তার উপর অনেক কিছু নির্ভর করবে | শুধু ভারতকে জড়িয়ে ধরে, চীনকে দূরে সড়িয়ে রেখে এই সমস্যার সমাধান হবে না বলেই আমি মনে করি |

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একমত। আমাদের সরকারগুলোর অঘোষিত নিয়ম হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত সখ্যতা আর বি এন পি ক্ষমতায় থাকলে চীন সখ্যতা। এই মুহূর্তে ভারত, চীন মায়ানমারের পক্ষে আছে। তাই আমাদের এখন রোহিঙ্গাদের দেশে রাখতেই হচ্ছে এবং তাদের ফেরত নেয়ার জন্য মায়ানমারের সাথে আলোচনা ছাড়া উপায় দেখছি না...

৮| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৩

কলাবাগান১ বলেছেন: বি এন পি ক্ষমতায় থাকলে পাকিস্হান সখ্যতা।

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

৯| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৩

মলাসইলমুইনা বলেছেন: এখন অবশ্যই মায়ানমারের সাথে আলোচনা চালিয়ে যেতেই হবে তাতে কোনো ভুল নেই | কিন্তু দীর্ঘ মেয়াদের জন্য রিজিওনাল প্লেয়ারদেরও লাগবে | মায়ানমারের উপর ভারতের চেয়ে চীনের প্রভাব সবসময়ই বেশি |তার জন্যই চীনের প্রশ্নটা ভাইটাল মনে হয় আমার | আপনি যে পয়েন্টগুলো বলেছেন সেগুলো সবই ইম্পরট্যান্ট এই সমীকরণ সমাধানে | অনেক ধন্যবাদ |

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাইকে ছাড়া দীর্ঘমেয়াদে রোহিঙ্গাদের পালন করা কঠিন হয়ে যাবে। এক সময় এই ইস্যু পুরোনো হয়ে যাবে। তখন আরো জটিল হবে পরিস্থিতি। সামনে আবার নির্বাচন। বাংলাদেশের এখন ক্রান্তিকাল চলছে রোহিঙ্গা ইস্যুতে। ভালো কিছুর প্রত্যাশায়। ভালো থাকবেন...

১০| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ যদি চীনের বন্ধুও হয়ে যায়, বার্মা কারো কথা শোনবে না; ১৯৬২ সাল থেকে ১৯৭৮ সালে অবধি বার্মা ও ৈিনের কোন সম্পর্ক তেমন ছিলো না; সেই সময়ও বার্মা কারো কথায় কাণ দেয়নি।

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বার্মা এ কারণে বন্ধুহীনও ছিল অনেকদিন। তবে সুচীর(সুকী) মুক্তির পর ওখানে আবার বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। তবে কুকুরের লেজ সব সময় বাঁকাই থাকে। এবারের ব্যপারটা নিয়ে জাতিসংঘে আলোচনা হয়েছে। অনেক দেশই নিন্দা জানাচ্ছে। সুচী বলেছে ফেরত নেবে আবার ২/১ দিনের মধ্যে তেনার এক মন্ত্রীকে বাংলাদেশে পাঠাবেন। দেখা যাক মায়ানমার গোঁয়ার্তুমি অব্যাহত রাখে কিনা...

১১| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:০০

মলাসইলমুইনা বলেছেন: ১৯৬২ -১৯৭৮ সালের সময়টাতে বার্মার বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো বাণিজ্যিক অবরোধও ছিল না | তাই তারা টিকে যেতে পেরেছিলো চীন ছাড়া | কিছুদিন আগেও যখন তাদের বিরুদ্ধে কঠোর বানিজ্যিক অবরোধ ছিল তারা টিকছে শুধু চীনের কারণে | এখন মাত্রই তারা ছাড়া পেয়েছে | কিন্তু সেই অবরোধ আবার আসতে পারে রোহিঙ্গাদের সমস্যার কারণে | তাই চিনকেই তাদের লাগবে | ভারত একলা তাদের টিকিয়ে রাখতে পারবে না অর্থনৈতিক সুবিধা দিয়ে | তাই আমি মনে করি চিনই ভাইটাল বার্মার সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে|

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই মানলাম। কিন্তু এইটা কী দারুণ বুদ্ধি রোহিঙ্গাদের অন্য দেশে পাঠানোর! আর্মি দিয়ে আক্রমণ করবে, তারা চলে যাবে পালিয়ে আর ফেরত আসবে না। তবে বিশ্ব জনমত মায়ানমারের বিপক্ষেই যাচ্ছে দিন দিন...

১২| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: যেখানে আমাদের দেশের মানুশ ই বেওয়ারিশ লেজেগোবরে অবস্থা, সেখানে রোগিংগাদের কিভাবে সিস্টেমের মধ্য আনবে?? ঊচিত হবে ওদের কিছু অস্ত্র আর টেনিং দিয়ে আরাকানে পাঠিয়ে দেওয়া।

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটা কাজে দিবে না। কাশ্মিরীরা ৫০ বছর চেষ্টা করেও স্বাধীনতা পেল না। আর রোহিঙ্গারা তো আরো অশিক্ষিত আর পিছিয়ে পড়া জাতি। তাদের বরং উচিত হবে মায়ানবাসীর সাথে বন্ধুত্ব গড়ে তোলা...

১৩| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: কিসের সাথে তুলনা দিলেন ভাই, ভারত পারমাণবিক শক্তিধর দেশ ৩য় বিহৎ সামরিক বাহিনী এত সহজে কাশ্মীর ছেড়ে দিবে?
মিয়ানমার এর জিডিপি ৬৬ বিলিয়নের কাছাকাছি। কিছু মিলিটারি আর্মি মেরে দিলে বাপ বাপ করে শান্তি চুক্তি করবে।

তবে এর আগে আমাদের নিজেদের ভারসাম্য আরো বাড়াতে হবে।

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই একটা পুলিশ মাইরাই তো দেশ ছাড়া হইছে। এখন আর্মি মারলে তো রোহিঙ্গা জাতি বলে আর কিছু থাকবে না..,

১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিপদের সময় আশ্রয় পেয়েছে। সময় ভালো হলে তাদের চলে যেতে হবে। মুলা পাওয়ার আশায় দেশের ক্ষতি করা যাবেনা।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নির্য‌া‌তিত ও নির্যাতনকারী দুই পক্ষই বাংলা‌দেশ‌কে অ‌ঘো‌ষিতভা‌বে টা‌র্গেট ক‌রে‌ছে। আ‌র্মি কয় মার‌লে চ‌লে যা‌বে বাংলা‌দেশ আবার রোহিঙ্গা কয় মার খে‌লে চ‌লে যাব বাংলা‌দেশ...

১৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ আইডিয়া, ভালোই হবে, দরকারও...

রোহিঙ্গা পরিবারে যে হারে বাচ্চা উৎপাদন ক্ষমতা, তাতে ৮ লাখ ২০ লাখ হইতে বেশি সময় লাগবে বলে মনে হয় না! এদের কেমনে সমলাবে বাংলাদেশ, এরা তো দেশের ভিতরে মিশে যাবে ধীরেধীরে, কারণ, এদেশে তাদের কিছু জাতি ভাই আছে তাদের কাছে তো রোহিঙ্গা খুব উপকারী....!!

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রোহিঙ্গাদের চাইতেও বেশী ভয় আমাদের দেশী গুলোকে নিয়ে। কারণ, আমাদের দেশের দালালরাই এদের এন আই ডি আর পাসপোর্ট করে দিবে। নেতারা এদের কাজে লাগাবে। এরা এখন এতটা ডেসপারেট যে কোন খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে...

১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশ প্রথম ভুল করেছে বর্ডার ওপেন করে দিয়ে। মিয়ান্মার, চীনতো এটাই চাইছিল। তাদের প্রথম মিশন পুরোপুরি সফল। আকাশসীমা বারবার অতিক্রম করে কেন তারা বাংলাদেশকে বার বার যুদ্ধে জড়াতে আহবান জানাচ্ছিল সেটাও দুশ্চিন্তার বিষয়। যারা ভাবছেব যে সমস্যা শুধু দশ লাখ রোহিঙ্গারা আমাদের ওপড় বোঝা , সুতরাং এইটা কিভাবে সমাধান করা যায় , তারা ভুলের স্বর্গে বাস করছেন।জাতিসংঘে মানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে চীন , রাশিয়া। কেন? কেবল দশ লাখ মুস্লিমকে বাংলাদেশের ঘারে চাপানোর জন্য? বিশের ক্ষমতাধর রাস্ট্রগুলোও বুঝতে পারছে যে এর ভেতরে ভয়ঙ্কর কোন দুরভিসন্ধি আছে চীন , রাসিয়ার। কিন্তু বাংলাদেশের অদক্ষ,অপদার্থ মন্ত্রীদের পক্ষে কোনভাবেই সম্ভব নয় আন্তর্জাতিক পরিসরে এই কঠিন পরিস্থিতি হ্যন্ডেল করা। দেশ যদি ভয়ঙ্কর কোন পরিস্থিতি্র সম্মুখীন হয় তবে আমাদের মন্ত্রী, এম্পিরা প্রথম সুযোগেই প্লেনে উঠে পালিয়ে যাবে। বিদেশে অলরেডী তাদের আত্মীয় পরিজন ওঢেল টাকা পয়সা আছে সুতরাং তাদের কোন অসুবিধা হবে না। এই কঠিন সমস্যা তাই একান্তই বাংলাদেশের জনগনের, ক্ষমতাসীনদের নয়।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার আমরা ভারত, চীনকে পাশে না পাওয়াতে সমস্যাটা জটিল হয়ে গিয়েছে। মায়ানমারও এটার ফায়দা নিয়েছে। তবে এবার জাতিসংঘ সহ অনেকেই এ ব্যপারে সোচ্চার হয়েছে। দেখা যাক কী হয়...

১৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মানিজার বলেছেন: রুহিংগা ইস্যু নিয়া সরকার যেইটা পারব সেইটা হইল এদের ক্যাম্পে যাবযজীবন কারাদন্ড দিয়ে রাখা । মায়ানমারের একটা হীন্দি চুল ছিড়বার ক্ষেমতা আমাগোর গভমেন্টের নাই । আপনে যেইটা কইতাছেন এই জিনিসটাও তুলবার কুনু ক্ষেমতা নাই ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। আর কয়েক বছর পরেই কিছু সুশীল তাগোরে নাগরিকত্ব দেয়ার আবেদন করব...

১৮| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

আখেনাটেন বলেছেন: মায়ানমার যা করছে তা সবি দীর্ঘমেয়াদী লক্ষকে সামনে রেখে। বাংলাদেশের সামনে আরও বিপদ ওৎ পেতে আছে।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত কষ্ট করে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছিল। কিন্তু এই উটকো ঝামেলা আরও কতদিন বয়ে বেড়াতে হবে কে জানে...

১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনি ভিকটিমকে দোষারোপ করছেন। আপনার দোষ দেই না, পৃথিবীর মানুষ আসলে এরকমই।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা ব্যর্থ একটা জাতি। এত বছরেও নিজেদের অধিকার আদায় করতে পারলো না। মায়ানমার সরকারের সাথে বসতে পারলো না...

২০| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


আরাকানে রোহিংগাদের থাকা মুশকিল হবে; ওদেরকে সিটিজেনশীপ দিলে, তাদেরকে বার্মার অন্য এলাকায় চলে যেতে হবে

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মায়ানমার সরকারের সদিচ্ছা থাকলে এদের অন্য জায়গায়ও পুনর্বাসন করা সম্ভব...

২১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

নীরদ অর্ণব বলেছেন: রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়বে। মিয়ানমার তাদের ফেরত নিবে না।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু কক্সবাজারের পর্যটন নয় এরা আরো কয়েক বছর থাকলে এদের বংশধর মিলে সামনে যে কী করবে দেশে সেটাই চিন্তার বিষয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.