নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বড় ছেলে - Different version

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪



১. গত ঈদে এক নাটক হিট হয়েছে। নাম ছিল ' বড় ছেলে'। আমি দেখিনি তবে গতানুগতিক এক কাহিনী। এই নাটকে বড় ছেলে নাকি পরিবারের জন্য তার প্রেমিকাকে ছেড়ে দিয়েছে। এখন আমি 'বড় ছেলে'র ডিফরেন্ট কিন্তু রিয়েল ভার্সন শেয়ার করবো।

২. ধরা যাক এই বড় ছেলের নাম নাদিম। গ্রামের মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। বাবা গৃহস্থ। পরিবারের জন্য বিদেশ পাড়ি। অনেকের বিদেশ গিয়েও ভাগ্য পরিবর্তন হয় না। নাদিমেরও তাই হয়েছে। শূন্য হাতেই বিদেশ থেকে ফেরা। দেশে এসে নিজের ব্যর্থতার জন্য খোঁটা শুনার পাশাপাশি ছোট ভাইয়ের ব্যবসায় সময় দিচ্ছে। বিয়েও করে। সব ঠিক চলছিল। সমস্যার শুরু হয় ছোট ভাইয়ের বিয়ের পর। ছোট ভাই গঞ্জে ব্যবসা করে ভালো অবস্থানে। বিয়েও করেছে অবস্থাসম্পন্ন লোকের মেয়েকে। ছোট বউ আসার পর বড় বউর দোষ খুঁজে পায় মা বাবা। পরিবারে বড় ছেলের অবদান কম। বড় বউ কাজ কম করে, ছোট বউ কত ভালো। এক সময় ঝগড়া তারপর বড় ছেলেকে ঘর থেকে বহিঃস্কার...

৩. ধরা যাক এই বড় ছেলের নাম মারুফ। শহরের মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পিতার মৃত্যুর পর আকস্মিক বিদেশ গমন। মাস্টার্স করা হয়নি। বিদেশে মোটামুটি মানের চাকুরি করে ছোট ভাইয়ের এম বি এ, বড় বোনের বিয়ে সম্পন্ন করেছে। কোম্পানীর কন্ট্রাক্ট শেষ হওয়ার পর দেশে ফেরত। দেশে এসে ছোট একটা চাকুরি করছে কম যোগ্যতার কারণে। ছোট ভাই ব্যাংকে চাকুরি পেয়েছে। মারুফের বিয়ে হলো। ছোট ভাই আর মা সহ ভালোই দিন কাটছিল। সমস্যার শুরু হয় ছোট ভাইয়ের বিয়ের পর। ছোট ভাই বিয়ের পর এই ছোট বাসায় বউ নিয়ে থাকবে না। ছোট ভাই বউ নিয়ে আলাদা থাকতে শুরু করলো। এদিকে মারুফের অল্প বেতনের চাকুরিতে ঘর ভাড়া সহ সংসার খরচ চালানো অনেক কঠিন হয়ে যায়। ছোট ভাই বড় ভাইকে কিছুদিন সাহায্য করে। কিন্তু পরে তা বন্ধ করে দেয়। বড় ভাইকে তার নিজের সংসার নিজেকেই চালাতে বলে। মা চলে যায় ছোট ছেলের কাছে। আর বড় ছেলে কোন রকমে জীবন যুদ্ধে একা পথ পাড়ি দিচ্ছে...

৪. ধরা যাক এই বড় ছেলের নাম ফয়সাল। প্রথম বিয়েটা ভেঙে যায় তার। দ্বিতীয় বিয়ে করে। কিন্তু গরীব ঘরের মেয়ে হওয়ার কারণে এই মেয়েকে ফয়সালের বাবা মা সহ্য করতে পারে না। আবার ফয়সালের ছোট ভাইরাও ফয়সালের দ্বিতীয় বউকে সহ্য করতে পারে না। এক সময় ঝগড়া তারপর বড় ছেলেকে ঘর থেকে বহিঃস্কার। বাবার দোকানে বসে ফয়সাল। কিন্তু বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে। মা বাবার আদর থেকে বঞ্চিত। ভাইদের সাথে দূরত্ব...

৫. ধরা যাক এই বড় ছেলের নাম আরমান। শহরের মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। সমস্যার শুরু হয় বিয়ের পর থেকে। আরমান সংসারে কম টাকা দেয়, কিন্তু ছোট ভাই বেশী টাকা দেয়। তার উপর বউর বাড়ি থেকে তারা কোন 'গিফট' পায়নি। এসব নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বড় ছেলেকে ঘর থেকে বহিঃস্কার...

উপরের চার বড় ছেলের মধ্যে যে জিনিসগুলো কমন -

ক. সব বড় ছেলেই পরিবারের ইচ্ছায় বিয়ে করে কিন্তু সেই পরিবারই আবার বউ নিয়ে কথা শোনায়।
খ. একজন বাদে বাকী সবারই ঝামেলা শুরু হয় ছোট ভাইয়ের বিয়ের পর।
গ. সবারই ছোট ভাই বড় ভাই থেকে বেশী উপার্জন করে।
ঘ. সব বড় ছেলেই পরিবার থেকে বহিঃস্কৃত হয়েছে কম টাকা উপার্জনের কারণে। কারণ টাকা যার বেশী তার কদরও বেশী।
ঙ. সব ছোট বউ পরিবারের মন জয় করেছে। অবশ্য এখানেও টাকা ফ্যক্টর। কারণ, বড়লোকের মেয়েকে কিছু বলতে সবাই ভয় পায়।

৬. পরিশেষে বলতে চাই আসলে বড় ছেলে ছোট ছেলে ব্যপার না। এই সমাজে মান, ইজ্জত, দাপট দেখাতে হলে টাকার দরকার। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হলো কীভাবে সবার জন্য সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে টাকার সাম্যতা আনা যাবে?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাজে ঘাত প্রতিঘাত অনেক কিছু ঘটে কিন্তু নাটক সিনেমায় কিছু আবেগপ্রবণ দৃশ্য দেখানো হয়, যা দেখে আমরা নিজেদের কে মিলাতে চেষ্টা করি।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা ঠিক। কিন্তু বেশীর ভাগ সময়ই আমাদের হিসাব মিলে না...

২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: আমার কোন ছোট ভাই নেই !!! আমি একাই... ;)

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের সবচেয়ে সুখী পুরুষ...

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই আমিও বড় ছেলে নাটক এখনও দেখি নাই।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপূর্ব'র কারণে আমিও দেখিনি। আর গরীবের ছেলে প্রেম কেন করবে আবার ছেড়েও কেন দিবে? হাহাহা..নাটক তো নাটক...

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজের বাস্তবত অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরিবারে বড় ছেলে যে সম্মান পান তা এক কথায় প্রকাশ করা যাবে না, কারণ বাবা-মায়ের পর বড় ছেলেই হলো একমাত্র মান্য ব্যক্তি।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু সেই সম্মানটা চলে যায় যখন ঘরে বউ আসে। বিশেষ করে আমাদের দেশে পিতা মাতারা (বেশীর ভাগ ক্ষেত্রে) এখনো বউকে মেয়ের মত আপন করতে শিখেনি। তার উপর বড় ছেলে চেয়ে যদি অন্যরা অর্থ উপার্জনে এগিয়ে যায় আর তাদের স্ত্রীরাও যদি অবস্থান বুঝে আচরণ করে তখন বড় ছেলের সম্মান একেবারেই থাকে না। অঘোষিত এক নিয়মে সবাই বড় বউ থেকে বেশী আশা করে আর ছোট বউকে ছাড় দেয়!...

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



এই গলাকাটা অর্থনৈতিক ব্যবস্হায় আয় একটি বিশাল ভুমিকা রাখছে।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই সমানভাবে আয় করতে পারছে না...ধনী মধ্যব্ত্তির পার্থক্য বেশী...

৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

ওমেরা বলেছেন: আসলে পরিবারের বড় ছেলে সংসারের বেশী দায়িত্ব পালন করে মূল্যায়ন পান না, যদি না ইনকাম বেশী করতে পারেন।

ধন্যবাদ সুন্দর লিখার জন্য ।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার বেশী দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু বিসর্জন দিতে গিয়ে ক্যারিয়ারে পিছিয়ে পড়ে...

৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬

মার্কো পোলো বলেছেন:
কঠিন বাস্তবতা! পরিবারে বড় ছেলের দায়দায়িত্ব বেশি থাকে।
আমাদের দেশের প্রেক্ষাপটে টাকার সাম্যতা আনা পসিবল বলে মনে হয় না। যার আছে বেশি, তার চাই আরো বেশি। সাম্যতার বদলে শোষণের প্রবণতা বেশি।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো হয়ে আসছে যুগ যুগ ধরে। তবে সরকার যদি সুশাসন দিতে পারে তাহলে ধনী মধ্যবিত্তর পার্থক্য অনেক কমে যাবে...

৮| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে সংসারে যার উপার্জন যত বেশী তার আর তার স্ত্রীর সম্মানও তত বেশী।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার স্ত্রীর দোষও তত কম...

৯| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: বেশির ভাগ পরিবারে এমনই হয়।

১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন বেড়েই চলেছে। ত্যাগ স্বীকার করতে চাচ্ছে না কেউ...

১০| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আসলে বড় ছেলে ছোট ছেলে ব্যপার না। এই সমাজে মান, ইজ্জত, দাপট দেখাতে হলে টাকার দরকার।
এইটা একদম ঠিক কথা বলেছেন।
অপূর্বকে আমারও ভাল লাগে না । তাই নাটকটি দেখা হয় নাই।মোবাইলে নিছি দেখব বলে আজ ১৫ দিন হল কিন্তু দেখিনি।

১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপূর্ব হেটার তো দেখি কম না। এক সময় কম টাকা থাকলেও সুখে থাকা যেত। এখন সুখে থাকতে গেলে বেশী টাকা লাগবেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.