নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দিলদার সাহেবের সাথে কি এনাদের খাতির আছে?

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১



১. প্রায় ২৫ বছর আগের চাঞ্চল্যকর রীমা হত্যাকান্ডের প্রধান আসামী মুনিরের যখন ফাঁসি হয়, তখন তেনার বাবা বলেছিলেন, সাংবাদিকদের কারণেই আমার ছেলের ফাঁসি হলো! মানে, সাংবাদিকরা তখন যদি পত্রিকা, ম্যাগাজিনে ব্যাপক আকারে ঐ ঘটনা প্রচার না করতেন তাহলে হয়তো মুনীরের চরম দন্ড হতো না! ঠিক একই রকম অভিযোগ করেছিলেন, নুরজাহান হত্যাকান্ডের ফাঁসি হওয়া তিন পুলিশের একজনের পিতা। মাত্র কয়েকদিন আগেই একই রকম অভিযোগ(সাংবাদিকদের কারণে) করেছেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নুর হোসেনের ভাই!

২. আপন জুয়েলার্সের মালিক দিলদার সাহেবের সাথে কি নীচের ব্যবসায়ীদের সাথে খাতির আছে?

* লতিফুর রহমান। চেয়ারম্যান - ট্রান্সকম গ্রুপ, মালিক - প্রথম আলো, ডেইলি স্টার
* নুরুল ইসলাম বাবুল। চেয়ারম্যান - যমুনা গ্রুপ, মালিক - যুগান্তর
* আহমেদ আকবর সোবহান। চেয়ারম্যান - বসুন্ধরা গ্রুপ, মালিক - কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪
* সালমান এফ রহমান। চেয়ারম্যান - বেক্সিমকো গ্রুপ, মালিক - ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন, ডেইলি ইন্ডেপেন্ডেন্ট
* এ. কে. আজাদ। চেয়ারম্যান - হা মীম গ্রুপ, মালিক - চ্যানেল ২৪
* সালাহউদ্দিন আহমেদ। চেয়ারম্যান - এস এ গ্রুপ, মালিক - এস এ টিভি
* সাইফুল আলম। চেয়ারম্যান - এস আলম গ্রুপ, মালিক - ইটিভি

অথবা,

নীচের রাজনীতিবিদদের সাথে খাতির আছে?

* সাবের হোসেন চৌধুরী(আওয়ামী লীগ)। মালিক - দেশ টিভি
* গাজী গোলাম দস্তগীর(আওয়ামী লীগ)। মালিক - গাজী টিভি
* কামাল আহমেদ মজুমদার(আওয়ামী লীগ)। মালিক - মোহনা টিভি
* মোরশেদুল ইসলাম(আওয়ামী লীগ)। মালিক - আরটিভি
* মোসাদ্দেক হোসেন ফালু(বি এন পি)। মালিক - এনটিভি
* আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি - জেপি)। মালিক - দৈনিক ইত্তেফাক

৩. যদি এনাদের সাথে খাতির না থাকে তাহলে এনাদের অধীনে কর্মরত সাংবাদিক ভাইয়েরা বইসা আছেন কেন? ধূমাইয়া ফলোআপ করেন বনানী ধর্ষণ মামলার। আপনাদের উপরে কোন চাপ থাকবে না মালিকের উপর থেকে। এমন ভাবে লাইগা থাকেন যেন কোন কারণেই এই জানোয়ারদের মুক্তি দেয়া না হয়। এই মামলার শেষ পর্যন্ত আপনারা ক্ষান্ত হবেন না আশা করি...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

কাজী শীপু বলেছেন: তথ্যবহুল লেখা। এগিয়ে যান।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: অফ টপিকঃ মুনিরের ফাসির ঘটনা আমার জীবনে- শোনা ও খবরের কাগজে পড়া প্রথম কোন ফাঁসির ঘটনা। অনেক দিন পর মনে করিয়ে দিলেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। আমাদের প্রজন্মের প্রথম আলোড়ন সৃষ্টিকারী ফাঁসি বলা যায়...

৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


এই মামলা ৫ বছর ঘুরায়ে, কোর্টের বাহিরে সেটেলড করা হবে; ইহা টাকার উপর দিয়ে চলে যাবে।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অলরেডী সিফাতের প্রথম স্ত্রী যে কিনা বাদীদের সাহায্য করেছিল মামলা করার সময় এবং মিডিয়াতে ঐ পরিবার সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল এখন ভিন্ন সুরে কথা বলছে...

৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

অর্ক বলেছেন: খুব সত্য কথা বলেছেন! মুনির'র ফাঁসি'র ঘটনাটা পরিষ্কার মনে করতে পারি, যদিও তখন প্রাইমারী স্কুলের ছাত্র ছিলাম। এধরণের অপরাধ নিয়ে এরকম গণজাগরণ আমি আমার জীবনে আর দেখেনি। সবখানে 'মুনির মুনির মুনির'। এই ঘটনা নিয়ে বানানো ছরা বিক্রি হতে দেখেছি সবখানে। সত্যি এভাবে মানুষ জেগে উঠলে অসম্ভব বলে কিছু থাকে না। তবে সেই সময় থেকে আমরা আজ অনেকদূরে চলে এসেছি। এখন আর এসব নিয়ে মানুষের মাথা ঘামানোর সময়ও নেই যেন। এসব ঘটনা পত্রপত্রিকা, টিভিতে দেখি আর ভুলে যাই যথারীতি।
যথার্থ বিচার এক্ষেত্রে না হবার সম্ভাবনাই বেশি।
পোস্টের জন্য সাধুবাদ। ভালো থাকবেন।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন অপরাধ অনেক বেশী হওয়ার কারণে একটার জন্য জাগরণ শুরু হলেই আরেকটা এসে জায়গা দখল করে। এখন মানুষ আগের চাইতে বেশী ব্যস্ত নিজেকে নিয়ে। যে কারণে, সাগর-রুনী, তনু, মিতার কথা এখন কারো মনে পড়েনা বেশী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.