নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

রাজতন্ত্র, স্বৈরতন্ত্রে মন্ত্রীদের সাজা হয়...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২



১. যেখানে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র চালু থাকে এবং সেখানের জনগণ যদি শান্ত থাকে তার দুইটা কারণ থাকতে পারে - ক. তারা শাসককে ভয় পায় তাই শান্ত থাকে খ. তারা শান্ত থাকে কারণ তাদের শাসক ন্যায়বিচার করে...

২. সৌদি রাজতন্ত্রের এত সমালোচনা বিশ্বজুড়ে অথচ সেই রাজতন্ত্রে অন্যায় করলে নিজের সন্তানকেও ছাড় দেয়া হয় না। সবাই কম বেশী জানে, এখানে অনেক প্রিন্স, প্রিন্সেস-এর মৃত্যুদন্ড হয়েছে যা কোন গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন সরকারের কোন দায়িত্ববান লোকের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তেমনি উত্তর কোরিয়াতে বিভিন্ন কারণে কিম জন উংকে নিজের আত্মীয় স্বজনকে মৃত্যুদন্ড দেয়ার খবর শোনা যায় প্রায় সময়...

৩. বর্তমানে বাংলাদেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র চালু আছে বটে তবে এর কার্যকলাপ, সরকার প্রধানের ক্ষমতা, কথা বলার ভঙ্গি, বিরোধী মতকে দমন করার পদ্ধতি সব মিলিয়ে এটা প্রায় রাজতন্ত্রের কাছাকাছি! অনেকদিন ধরেই 'তেনা'কে হঠানোর অনেক ইস্যু থাকার পরও 'তেনা'কে হঠানো যায়নি। আর তিনিও অনেক ইস্যু নিয়ে অন্যদের 'বাজিয়ে' নিয়ে প্রমাণ দিয়েছেন তিনি এ যাবৎ কালের সবচেয়ে ক্ষমতাধর দেশ প্রধান। তেনার কাছে তেমন কোন দাবি বা প্রত্যাশাও আর বিরোধীরা করেন না। কারণ, তিনি 'ফু' বা একটা 'হাসি' দিয়ে সেটা বাতিল করে দিবেন সেটা সবারই জানা...

৪. কিন্তু তেনার কাছে এত সমালোচনা হওয়ার পরও কিন্তু অনেক সুযোগ আছে ইতিহাসে নাম কামানোর। সেটা কীভাবে? অবশ্যই সুশাসন দিয়ে, গণতন্ত্র দিয়ে। বেশী কিছু তো করতে হয় না। খালি অযোগ্য মন্ত্রী/এমপি দের দায়িত্ব থেকে বাদ দিলেই তো উনার সুনাম শুরু করে দিবে গোল্ড ফিস মেমোরির জনতা। যেমন - শেয়ার বাজার এবং ব্যাংক খাতে ব্যর্থতার জন্য অর্থমন্ত্রীকে অব্যাহতি, প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থতা এবং ঘুষ খাওয়ার বৈধতা দেয়ার জন্য শিক্ষামন্ত্রীকে অব্যাহতি, বিপুল সম্পদ অর্জনের জন্য আইসিটি মন্ত্রী জুনায়েদ কিংবা হানিফকে অব্যাহতি, পচা গম আনার জন্য কামরুলকে অব্যাহতি, সাজাপ্রাপ্ত হওয়ার কারণে মায়াকে অব্যাহতি, গুম রোধে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি, হ্জ্জ্ব যাত্রীদের অব্যবস্থাপনার কারণে ধর্মমন্ত্রীকে অব্যাহতি ইত্যাদি।

৫. এভাবে যেই ব্যর্থ হবে তাকে যদি তড়িৎ গতিতে বহিস্কার করা হয় তবেই তো অন্যদের মধ্যে ভীতির সঞ্চার হবে। তেনার দলে নেতারও অভাব নেই, যোগ্য লোকেরও অভাব নেই। অযোগ্যদের মন্ত্রীসভায় রেখে নিজে কেন বদনামের ভাগী হচ্ছেন? নাকি তিনি নিজেও এসব ইনজয় করছেন?...

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশে ক্ষমতাসীন দলের নেতাদের অপরাধের বিচার কোনদিন বা কখনো হবে না। তাই যে দলেই হোক।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ কারণে ক্ষমতার লোভ, দম্ভ বেড়েই চলেছে - যেটা সভ্য জাতির জন্য ভালো লক্ষ্মণ নয়...

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমরা আজ সবাই চোর। কে কার ভুল ধরিয়ে দেব।
শিক্ষামন্ত্রী অনেকটা সেরকম-ই বলেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই দায়িত্বে থাকে না। না পারলে পদত্যাগ করবেন। পদত্যাগ করলেও তো একটা প্রভাব পড়ে সিস্টেমে...

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি গত ৯ বছরে, শেখ হাসিনার কাছে মানুষের জন্য কিছুই চাহেনী, দলের জন্য চেয়েছে; নিজের রাজনীতির কথা বলেনি, শেখ হাসিনার অসফলতা ও ভুলগুলোর কথা বলেছে; ফলে, শেখ হাসিনার সরকার তাদেরকে পাত্তা না দিয়ে সহজেই দেশ চালায়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে দেশ চালাক। তবে অযোগ্যদের উপর কেন কোন ব্যবস্থা নেয়া হবে না? এখানে তো উনার ক্ষমতার পতন হবে না...

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

শিখণ্ডী বলেছেন: অযোগ্যদের সরানো বা ভুল স্বীকার করলে সবাই বলা শুরু করবে ব্যর্থ! তাই এদেশে কেউ ভুল করে না, এবং তাকে কেউ সুযোগও দেয় না। সুযোগ তৈরি করে নেয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কতদিন এভাবে চলবে? আর এখানে তো অনেক ভুলের পরও তেনার মসনদ পড়বে না সেটা অবধারিত সত্য তাহলে তিনি দৃষ্টান্ত রাখতে সমস্যা কোথায়?

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনি সুত্র হচ্ছে, উনার চেয়ে যারা কম বুঝে, তাদেরকে তিনি স্হান দেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই দেখা যাচ্ছে। তবে এদের সাইজ করা যায় সহজেই। শুধু দরকার তেনার সদিচ্ছা...

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: এক কথায় বলি আওয়ামীলীগ বিএনপি কেউই ভালো না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমমম।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

শাহিন-৯৯ বলেছেন: ব্যার্থতা নিয়ে পদত্যাগ করার সংস্কৃতি চালু হয়নি এদেশে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কত বছর পর এই সংস্কৃতি চালু হবে তাও জানি না...

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

আটলান্টিক বলেছেন: আপনি বিচার মানেন আর নামানেন বাংলাদেশের দরকার হিটলারের মতো শক্ত একজন নেতা।বাংলাদেশের দরকার একনায়কতন্ত্র।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপ্রিয় হলেও সত্য বাংলাদেশীদের সাইজ করতে হলে একনায়কতন্ত্রেরই দরকার...

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আমি তনুর ভাই বলেছেন: জনগণ হলো সরকারি চাকর, সুইপার। এটা জনগণ কে সরাসরি বললে খেপে জেতে পারে, তাই তাদের কে বলা হয় - তারাই সব খমতার উতস।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বলে জনগণকে শোষণ করা যায় আচ্ছামত। ধন্যবাদ...

১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

খাঁজা বাবা বলেছেন: মনে হচ্ছে আওয়ামিলীগে যোগ্য লোকের বড়ই অভাব

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো তারা ভাবে মন্ত্রীদের বদল করলে বা বাদ দিলে বিরোধী দল ফায়দা নিবে। কিন্তু বিরোধী দলগুলো এর চেয়ে বড় বড় ইস্যুতে সরকারের কোন ক্ষতি করতে পারেনি। তাই অযোগ্যদের বাদ দিলে বরং সরকারের সুনাম হত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.