নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ইংলিশদের চেয়েও বড় ইংলিশম্যান বাংলাদেশী ছাগল...

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২১



১. অনেকদিন আগে হানিফ সংকেত-এর অডিও এ্যালবাম 'চিন্তাই ছিনতাই'-এ শুনেছিলাম এক ছাগল বিশেষজ্ঞের সাক্ষাৎকার। সাক্ষাৎকারের শেষ দিকে বিশেষজ্ঞকে বলা হয়েছিল একটা গান গাইতে। তিনি বললেন ইংরেজি(ইংলিশ -এর বাংলা) গান গাইবেন। প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন, ইংরেজি কেন? বিশেষজ্ঞের জবাব ছিল, বাঙালী ছাগলেরা ইংলিশ গান পছন্দ করে বেশী!...

২. স্কুলে প্রথম প্রথম কিছু ইংরেজি শব্দের উচ্চারণ আমার ভুল হত। ওভাবেই শিখতাম শব্দগুলো। পরে আস্তে আস্তে ঠিক হয়। যেমন - পেটিয়েন্ট(পেশেন্ট - patient), বুজিনেস (বিজনেস - business), রাইটেন(রিটেন - written) ইত্যাদি। কোমল মনে তখন প্রশ্ন আসতো এ ধরনের কেন ইংরেজি বানানগুলো? এগুলো তো মনে রাখাও কষ্ট! এখন তো কম্পিউটরে রাইট ক্লিক করে বানান শুদ্ধ করা যায়, তখন তো তাও ছিল না। mother, Monday, future, color, island, monkey, business, patience, xerox- এরকম হাজার হাজার শব্দ পাওয়া যাবে ইংরেজিতে যা ইংরেজিকে দিয়েছে এক অনন্য মাত্রা। এক বড় ভাই(ইংরেজিতে দক্ষ) একবার বলেছিলেন, আটলান্টিকের তলা খুঁজে পাওয়া যাবে, তবে ইংরেজির নয়!...

৩. খবরে এসেছে পাঁচ জেলার নামের ইংরেজি বানানের পরিবর্তন হয়েছে। জেলাগুলো হল - চট্টগ্রাম, যশোর, বগুড়া, কুমিল্লা, বরিশাল। এটা নাকি করা হয়েছে বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে। আসলে ইংরেজি বানানগুলো ইংরেজদেরই দেয়া যা নিয়ে কারো কোন সমস্যাই ছিল না। আর বাংলার সাথে যদি সামঞ্জস্যই আনবে তাহলে ঝিনাইদহ(jhenaidah), ময়মনসিংহ(mymensingh), সিলেট(sylhet), লক্ষ্মীপুর(lakshmipur) কেন বাদ পড়ল? হয়তো পরবর্তীতে এগুলোও করবে। এভাবে কি আরো যেসব নামের বাংলিশ বানানে ব্যতিক্রম আছে তাও পরিবর্তন করা হবে? সরকারের কাজের এত অভাব পড়ে গেল? আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যাগুলোর কথা নাই বা বললাম...

৪. তর্কের খাতিরে মেনে নিলেও যে নতুন বানান দেয়া হয়েছে তাও সঠিক হয়নি। অবাক লাগছে ২৫ বছর আগের নিয়োগ প্রাপ্ত আমলা/সচিবরাও কি প্রশ্নফাঁস জেনারেশনের মত পাস করেছেন কিনা! কারণ, chattogram, barishal, jashore-এর 'অ'-এর ক্ষেত্রে 'a' দেয়া হয়েছে অথচ bogura-এর ক্ষেত্রে'o' দেয়া হয়েছে । Cumilla-এর ক্ষেত্রে 'k' দিলে লজ্জা লাগত তাই দেয়নি মনে হয়! so mean, so lame, rubbish, totally rubbish...

মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

তনিমা জাহিদা বলেছেন: ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে যে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছিল জাতির কপালে; এরপর সোয়া আড়াই'শ বছরের ইতিহাসে আর এমন গৌরবের দিন বুঝি আর আসেনি; "স্বল্পোন্নত নাকি উন্নয়নশীল " নাটিকার আনন্দমিছিলের চেয়েও বহুত মজা পাইলাম এই নতুন নামকরণ আবিস্কারে; দেশ আরো এগিয়ে যাচ্ছে; জনগণ আরো সুখী; চাউলের দাম আরো বাড়বে; বাস ভাড়া আর বাড়ী ভাড়া বাড়বে; রাস্তা খোড়াখুড়ি বাড়বে; শুধুই উন্নয়ন.. ১৯ কোটি মানুষের একমাত্র চাওয়া ছিল এই নামকরণ; আজ আমরা শান্তিতে ঘুমাবো আড়াই'শ বছর পর; এত্ত আনন্দ এর আগে আমার ১৯ পুরুষ পায়নি; খুশিতে মনে হচ্ছে বাসায় গিয়ে নিজের দুই সন্তানকে জবাই করে খেয়ে ফেলি- যাদের কোন প্রয়োজনই আমি মেটাতে পারিনা; অথচ দেশ তো প্রবৃদ্ধিতে আকাশে উঠে গেছে! শুধু আমিই পিছনে! ( ধুর... কি সব লিখছি; সকাল হলেই তো পাড়ার ছাত্রনেতাদের সাথে এই নামকরণ বিজয়ের মিছিলে যেতে হবে আমাকেই..!!)

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী যে বলেন না! পদ্মা সেতু হচ্ছে না?...

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

শাহিন বিন রফিক বলেছেন: নির্বাচনী বছর আরও কিছু চমক দেখার জন্য প্রস্তুত থাকেন ভাই।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমক তো বটেই! যেহেতু, তিনি এসব করাচ্ছেন...

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

অর্ক বলেছেন: "Bogra" ছাড়া অন্যগুলোর তেমন দরকার ছিল না হয়তো! আমার কাছে বিষয়টা কোনও গুরুত্ববহন করে না! এরশাদ Dacca কে ঢাকা করেছিল!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ঠিক হয়েছিল। কারণ, রাজধানীর নাম ভুল লেখা ছিল। যদিও এখনো টিকেটে ও স্টীকারে ঢাকার সংক্ষিপ্ত রূপ Dac. জানিনা এটা কেন ঠিক করা হচ্ছে না...

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যুক্তিযুক্ত উপস্থাপনার ভেতরে চিন্তার গভীরতা রয়েছে। বেশ ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ...

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


অনেক কাগজ বদল করতে হবে, ভেতরের কেহ এইগুলো ব্যবসা করছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষের হয়রানি ও জটিলতা বাড়বে...

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:৩২

অর্ক বলেছেন: Dacca কে ঢাকা করা ঠিক হলে, আপনার উল্লেখিতগুলোও ঠিক আছে। ওগুলোর স্বাভাবিক বানানই হলো পরিবর্তিত বানানগুলো। আমি বলতে চেয়েছিলাম এগুলো গুরুত্বপূর্ণ কিছু নয়! আমি আগাগোড়া উদার ও আধুনিক চিন্তাধারার সংকীর্ণতামুক্ত। ঢাকা যদি ভুলভাবে দীর্ঘদিন ধরে ডাকা চলে আসতে পারে, তাহলে আমি তাকে ডাকাই রাখতাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকা'র ক্ষেত্রে দীর্ঘদিনের ভুল ঠিক করা হয়েছে। 'ঢাকা'কে কেন 'ডাকা' রাখতে যাবেন? কিন্তু যে পরিবর্তনগুলো করা হয়েছে তাতে বানানের ক্ষেত্রে চট্টগ্রাম(যদিও chittagong ইতিহাসের অংশ) ছাড়া অন্য জেলাগুলোতে আর কোন বড় গলদ ছিল না...

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:৪২

সিসৃক্ষু বলেছেন: perfect words!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন: এই পরিবর্তনের কোন যুক্তি সঙ্গত কারণ দেখা যায়না । এই পরিবর্তনের ফলে বিদ্যমান পাশপোর্টে বানান বিভ্রাটের কারণে হাজার বাংলাদেশীকে দেশে ও বিদেশে অনেক ভোগান্তি ও ক্ষতির মুখাপেখী হতে হবে । এ্ছাড়া আরো বহুবিদ সমস্যাতো রয়েই যাবে । এই পরিবর্তনের জন্য গনমাধ্যমে জনমত যাচাই প্রয়োজন ছিল ।



০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৩:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাসপোর্ট, ব্যাংক ট্রানজেকশন, অনলাইন ভেরিফিকেশন সহ অনেক কিছুতে ঝামেলা হতে পারে...

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৮

অর্ক বলেছেন: উফফ, আপনি খুব ভুল বিতর্ক করছেন! যেভাবে ডাকা পরিবর্তক হয়ে "ঢাকা" হয়েছে, একইভাবে এগুলোও করা যেতে পারে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। জেলাগুলোর প্রচলিত নাম ইংরেজিতে সঠিকভাবে আসেনি। ইংরেজিগুলো আছে, বরিছাল, কমিল্লা, যেছোর, বোগড়া। জেলাগুলোর নামকরণ ইংরেজিতে ব্রিটিশরা যেভাবে সুবিধা মতো উচ্চারণ করতো, সেভাবেই দাপ্তরিক বা আনুষ্ঠানিক নাম পেয়েছে। ভারতেও যেমন, বোম্বে থেকে মুম্বাই, ক্যালকাটা থেকে কোলকাতা, ওডিশা থেকে উরিষ্যা এরকম আরও আছে। সেই একই ব্যাপার এখানেও।

আপনি বুঝতে পারছেন না কেন, আমি ঠিক বুঝতে পারছি না! খুবই সাধারণ ব্যাপার।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই কম বেশি জানে, উপমহাদেশে ব্রিটিশদের সুবিধামত স্পেলিং চলে আসছে। তবে এখন ৫ জেলার বানানের যে পরিবর্তন হয়েছে সেটাও তো যথাযথ হয়নি। ব্যপারটা সাধারণ কিন্তু দাপ্তরিক কাজে একটা ঝামেলার সৃষ্টি করবে। ধন্যবাদ...

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: নেই কাজ তো খই ভাজ! চাঁদগাজীর ধারণাটা অমূলক নয়।
এখন থেকে পাসপোর্টে নতুন বানান লেখা হবে, অথচ জন্ম নিবন্ধন, পরীক্ষার সনদপত্র, সব কিছুতেই পুরাতন বানান থাকবে। এতে বিদেশ গমনেচ্ছুদের কি যে বিভ্রাট পোহাতে হবে তা আল্লাহ মা'লুম!
সব কিছু ফেলে এটা করাটা কি এতটাই জরুরী ছিল?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এটারই আশঙ্কা করছি। তাছাড়া পরিবর্তন করে তো আবারও ভুল বানানই লিখল!

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

তারেক_মাহমুদ বলেছেন: আমারো মনে হয় বগুড়া বাদে অন্য নামগুলি পরিবর্তনের প্রয়োজন ছিল না।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। বিশেষ করে চিটাগাং নাম-এর একটা ঐতিহাসিক ভিত্তি আছে। আর অন্য পরিবর্তনগুলোও একদম সিলি...

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নরসিংদী, বরগুনা, পটুয়াখালী, ইত্যাদি সবগুলো বানান 'এ' দিয়ে। শুরুতে বগুড়া বানানেও 'এ' এবং 'কুমিল্লা' বানানে 'কে' প্রস্তাব করা হয়েছিল। আমার ধারোনা, সোশ্যাল মিডিয়ার রিএকশন ঐ কমিটিকে কিছুটা প্রভাবিত করেছে বানানের ব্যাপারে। বগুড়া'য় 'এ' দেয়া হলে মাগুড়া/বাগুড়া নাকি মগুড়া/বগুড়া উচ্চারণ হবে, এটা বিবেচনায় নেয়া হয়ে থাকতে পারে, কেননা মাগুড়া বানানে 'এ' দেয়া আছে।

বানান পরিবর্তনে কোথাও কোনো ঝামেলা হবে না। শুধু কিছু নির্দেশনা থাকলেই হবে যে, নতুন ছাপার ক্ষেত্রে নতুন বানান ব্যবহার হবে, পুরোনো পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টে মেয়াদ/মজুদ শেষ না হওয়া পর্যন্ত পুরোনো বানানই থাকবে।

যে-কোনো পরিবর্তনকেই স্বাগত জানানো উচিত। সোশ্যাল মিডিয়ায় কিছু জায়গার নাম উঠে আসছে যা শুনতে খারাপ শোনায়। ওগুলোও বদলে ফেলা উচিত।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। ঐ নামগুলো আসলেই বিব্রতকর। আসলে ইংরেজির বানানের কোন সঠিক নিয়ম আছে বলে আমার জানা নেই। কোথাও a কোথাও o । cu দিয়ে কিন্তু ইংরেজিতে 'কু' শুরু হয় না। তাই পরিবর্তনটা আমার ভালো লাগেনি। ধন্যবাদ...

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫

অর্ক বলেছেন: আপনি আমার খুব পরিচিত একজন ব্লগার। আপনার পোস্ট আমি প্রায়শ পড়ি ও প্রয়োজনবোধে মন্তব্য ও প্রাসঙ্গিক আলোচনাও করি। আপনি বারবার ভুল করছেন। আপনার ৪ নাম্বার পয়েন্টটাও ভুল! ওই বানানগুলোর ক্ষেত্রে O দিলে ভুল হ’তো, A টাই উপযুক্ত। ওখানে O দিলে বাংলায় লিখতে হতো, বোরিশাল, বোগুড়া ইত্যাদি। যেভাবে বাংলায় ও কার দেয়া হয়নি, তেমনি ইংরেজিতেও O দিলে ভুল হতো। রমিজ, জহির, করিম, রহিম ইত্যাদি অজস্র নাম ও অন্যান্য অনেক শব্দও ইংরেজিতে দেখবেন A- ই দেয়া হয়। এগুলোর উচ্চারণ আমরা, O’র মতো করি বটে কিন্তু বানানের ক্ষেত্রে A-ই হয়। এরকম চলে আসছে। নামগুলো যদি রামিজ, জাহির, কারিম রাহিম এভাবেও বলি ভুল হবে না।

যেমন ভারতীয় ক্রিকেটার জাহির খান। আমরা তাকে দিব্যি জহির’ও বলতে পারি। আন্তর্জাতিক খেলায় ধারাভাষ্যকাররা তাকে ‘জাহির খান’ বলে সম্বোধন করতো। ব্যাপারটা জহির জাহির-ই। কিন্তু বানানের ক্ষেত্রে A-ই হবে। আর C’র K’র মতো উচ্চারণ তো আছেই, আপনিও জানেন!

ওটার ব্যাপারে আমি শতভাগ সহমত যে, এগুলোর আদৌ কোনও। যেটা যেভাবে চলে আসছে, সেভাবেই চলতে পারে, চলতে পারতো। এসব অর্থহীন আমার কাছে। দাপ্তরিক সমস্যা কিঞ্চিৎ হলেও সমাধানও নিশ্চয়ই থাকবে। এর জন্য তো আর কারও বিদেশ যাওয়া থেমে থাকবে না। কিঞ্চিৎ বিড়ম্বনা হতে পারে, নাও পারে!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২

অর্ক বলেছেন: দুঃখিত! বগুড়া’র ক্ষেত্রে O টাই ঠিক আছে এবং বাংলা বানানটাও সংশোধন করে বোগুড়া লেখা হোক। না হলে ভুল থেকেই যাবে। যেমন ওপার বাংলায় "গোরু" লেখা হয়। তারা সংশোধন করেছে বানানরীতি। আগে সেখানেও আমাদের মতো "গরু" লেখা হতো।

অনেক কথা বললাম পোস্টটি নিয়ে। আপনার বিরক্তির উদ্রেকের জন্য ক্ষমা চাইছি। আন্তরিক শুভকামনা রইলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য প্রতিমন্তব্য না করলে তো ব্লগ জমবে না। আসলে ইংরেজি a, o নিয়ে ধাঁধার সমাধান নেই। ধন্যবাদ...

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬

কেএসরথি বলেছেন: চুমিল্লা ???

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইংরেজি বানান ও উচ্চারণ হিসেবে এখন বিদেশীরা এটাকে কামিল্লা ভাবতে পারে...

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

ক্স বলেছেন: এখন অভ্র ফোনেটিকের যুগ - তাই নাম পাল্টানোও জরুরী ছিল।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সরকারের আরো অনেক কাজ আছে...

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি মন্তব্য করবো ভাই, আমার মাথা এত জ্ঞান কই!!


বগুড়া Bogra থাকলেই আপনার এই পোষ্ট হয়তো আসতো না ব্লগে।

এক নম্বর মন্তব্য ও প্রতিমন্তব্য পড়লেই বুঝা যায় আপনার ক্ষোভ কোন জায়গায়।

ভাই, আমরা যে যতো বিজ্ঞ অবিজ্ঞ সঠিক বেঠিকে থাকিনা কেন, দেশের স্বার্থে সবারই এক 'সঠিক' পথে থাকাই উচিৎ।
দেশের সুনামে যদি আপনার আমার মনে আনন্দবোধ না হয় তবে এই দেশ আপনাকে আমাকে পছন্দ বা প্রয়োজনবোধও করেনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের আরো অনেক কাজ আছে। আর পরিবর্তনটাও তো যথাযথ হয়নি। কারণ, আমরা ইংরেজির নানান রূপ দেখি। আবার অনেক জেলাও বাকী রয়ে গেল। সব মিলে তো একটা গোঁজামিল ব্যপার...

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খালেদা জিয়া রাগের মাথা বলেছিল----- গোপালগঞ্জ এর নামই ভুলিয়ে দেওয়া হবে! ;)

সে না পারলেও সরকার পেরেছে বগুড়ার নাম পরিবর্তন করতে।

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে কত টাকা খরচ হয়েছিল ??? মনে আছে কি গুরু ??

এখন আমার প্রশ্ন হল, এই সকল জেলার নাম পরিবর্তন করতে সরকারের কত টাকা খরচ হবে বা এগুলো পরিবর্তন করে লাভ কার?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐদিকে গেলেই তো ট্যাগ খেতে হবে! মাত্র কয়েকশ কোটি লেগেছিল শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন করার কারণে কোন এক সাইটে পড়েছিলাম। এবারও চট্টগ্রাম বিমানবন্দর, পাসপোর্ট, ব্যাংক চেক, অনলাইন আপডেট, সাইনবোর্ড সহ আরো কত খাতে যে কত টাকা খরচ হবে আল্লাহই মালুম...

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চিমিতিকিরি হিলি

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ???

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: নামের বানান বদল করে লাভ কি হলো?
আরে ভাই ক্ষমতা থাকলে এমন কিছু করুন যাতে চালের দাম করে, ভালো চিকিৎসা পাওয়া যায়, রাস্তায় জ্যাম না হয়, চুরী ডাকাতি ছিনতাই বন্ধ হয়, সরকারি অফিসের দুর্নীতি বন্ধ হয়- তাহলে বুঝবো আপনারা বাপের ব্যাটা।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো মূল কথা। এসব না করেও তো অনেক কাজ করার আছে...

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী ভাইএর ধারণাই ঠিক। এসবের পেছনে ব্যবসা আছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারও সায় দিয়ে দিল...

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভোগান্তি সাধারণ মানুষের হবে কিছুদিন। কাগজপত্র ঠিক করা নিয়ে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের শিক্ষার যে মান। এই অজুহাতে কত টাকা যে সাধারণ মানুষের ক্ষয় হবে কে জানে...

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



কারও কারও ব্যবসা এই নাম পাল্টানোর সাথে জড়িত থাকতেই পারে। চাঁদগাজী ভাই খারাপ বলেননি।

ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই মিলে মিশেই খাবে। ব্যাংকে টাকা কাটবে নতুন চেকবই ইস্যু করার জন্য। পাসপোর্ট ওয়ালা বলবে বানান বদলাতে হবে। আরো কত কী...

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: দীর্ঘদিনের অভ‍্যাস কাটিয়ে নতুন গুলো লিখতে হবে ,ঝামেলাই বলা যায় ।
ঢাকা শহরে অনর্থক রাস্তা কাটা গুলোর মতোই এইটাও একটা অনর্থক কাজ ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাছাড়া এই বানান নিয়ে জনগণের কোন আপত্তি ছিল বলে তেমন জানা যায় না...

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

কাছের-মানুষ বলেছেন: মনযোগ আকর্ষনের এক মাধম্য মনে হল এই বানান পরিবর্তনকে।
অহেতুক কাজ ছাড়া আর কিছুই না। মানুষের হয়রানি বাড়বে এতে করে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতা থাকলে কত কিছু দিয়ে সরকার ক্রেডিট নিতে চায়...

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকার কিছু ইস্যু নিজে তৈরী করে রাখে যখন প্রয়োজন হয় তখন এগুলো ছাড়া হয় যাতে গুরুতর আলোচিত ইস্যুগুলো মানুষ ভুলে যায়।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। এই বিষয় নিয়ে কখনোই আলোচনা ছিল না। হঠাৎ করেই বদলে দিল। তাও আরো অনেক জেলাকে বাকী রেখে...

২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সোহানী বলেছেন: কাজ নাই তো খই ভাজ....... আরে আরে কাজ আছে, এইসব অকাজ দেখায়ে কোন বিশেষঅজ্ঞ লাইম লাইটে আসার চেস্টা...........

হায়রে দেশ!!!!!!!!!!!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমন কাজ করলো যেখানে সুনামের চেয়ে বদনাম বেশী হচ্ছে...

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারের কাজই হল নিজেদের অবৈধতা কে মানুষৈর মন থেকে ভুলিয়ে রাখতে ষ্টান্টবাজি কাজ কর্ম করা!
পদে পদেই এ সরকার তাতে ভরা!

নিজেদের অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘ সময় আকড়ে রাখা, দেশৈর সার্বিক পিছিয়ে পড়ে, গুম, খুন, ব্যাংক লুট সহ সকল ব্যার্থতা থেকে মানুষকে ভিন্ন তর্ক বিতর্কে আটকে রাখতেই এসব চমক!

পঞ্চগড়ের বোদা থানার নাম যেটা পাল্টানো খুবই জরুরী- এবং এরকম আরো অনেক নাম আছে- "বড়বাল", "ধনকামড়া", "সোনা খাড়া, "কালা সোনা", "পোন্দেরচড়", "গোয়ামারি", "ধনতোলা", "খাড়াগুদা" চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নামগুলো কি উচ্চারনের জন্য যথেষ্ট অশ্লীল যা প্রচলিত ভব্যতায় প্রকাশ্যে উচ্চারনেও বিব্রত হতে হয়- সে সবের খবর নাই! চলছে - যা খুশি তাই!
জাতির কিছু হয়না যখন সংসদেও এমন আলাপ হয় -
এমপি যখন বলে মাননীয় স্পীকার আমার বোদায় আঙ্গুলদিয়া ইউনিয়নে পানি নাই! শুনে স্পীকার যখন হেসে হেসে বলে আপনার বোদায় পানির ব্যবস্হা হবে তো ।তখন পুরোজাতিরই শরম লাগে । কিন্তু নাম পরিবর্তনের হোতাদের মনে হয় শরম লাগে না।!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরা মন্তব্য। ক্ষমতায় দীর্ঘকাল থাকার সব উপায়ই যেন 'তিনি' রপ্ত করে ফেলেছেন। হুটহাট চমক দেখিয়ে দৃষ্টি অন্য দিকে সরানো...

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

হাফিজ বিন শামসী বলেছেন:
আমাদের বাগান বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মনোরম পরিবেশ বিরাজমান। এলাকাবাসীর প্রশংসায় আমরা গদগদ। এখন আমাদের বাড়িটার একটা সুন্দর নাম রাখার দিকে মনোনিবেশ করা উচিৎ নয় কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর নাম রাখবেন নাকি পিতার দেয়া নামের ইংরেজি বানান ঠিক করবেন?

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

আবু তালেব শেখ বলেছেন: জেলার নাম নিয়ে না মেতে শয়তান ধর্ষক বাবুলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাবুলই প্রথম ও শেষ ধর্ষক নয়। সব ধর্ষণকারীর যতদিন দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন এসব বন্ধ হবে না...

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

হাঙ্গামা বলেছেন: আগুন পোষ্ট !! মুইতা নিভাইলাম।
অলরেডি বলা হইসে যে আরো কিছু জেলার নামের বানান পরিবর্তন হবে। যেমনঃ লক্ষীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ।
ছাগলের দল বিনা কারনে ম্যাতকার শুরু করছে। কাজ না থাকলে বইসা বইসা জাবর কাটেন।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০ জনের মধ্যে ২/১ টা ত্যাড়া পড়তেই পারে...

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭

হাঙ্গামা বলেছেন: জেলার নাম চেঞ্জ হইয়া গেছে !!!
ইসসিরে এ এ এ এ... দেশ গেল......দেশ গেল

দেশে সমালোচনা করার ইস্যু সব ঠাডা পইড়া পুইড়া গ্যাছে।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হীরক রাজার দেশে সবই সম্ভব...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.