নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

তিনি প্রমিজ করেছিলেন...

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৫



১. স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন গত বছর ওয়াদা করে বলেছিলেন, আগামী বছর(২০১৮) থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না। তিনি বলেছিলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’ মন্ত্রী বৃষ্টির কারণে বর্তমান জলাবদ্ধতাকে অস্বাভাবিক পরিস্থিত উল্লেখ করে বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব। ঢাকার ৪৬টি খালের মধ্যে ১৮টির উন্নয়ন করতে হবে। এগুলো অবশ্যই করতে হবে। ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারী বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানিনিষ্কাশন হয়।’

২. অবিশ্বাস্য হলেও সত্য যে এই প্রথম কোন মন্ত্রীর কথা আমি বিশ্বাস করেছিলাম যেহেতু সময় ফিক্সড করা হয়েছিল এবং 'চেষ্টা করব' বলা হয়নি। কিন্তু গত দুই দিনের রিপোর্টেই প্রমাণ হয়ে গিয়েছে আসলে কাজের কাজ কিছুই করা হয়নি। ঢাকাতে সেই আগের মতই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে...

৩. এই মিথ্যাবাদী রাজনীতিবিদ, মন্ত্রীদের নিয়ে আর কত পোস্ট প্রসব করব? এনারা তো কিছুই করছেন না, তরুণদেরও সুযোগ দিচ্ছেন না। সবচেয়ে নিকৃষ্ট একটা রাজধানীর মন্ত্রী হিসেবে নিশ্চয়ই অনেক গর্ববোধ করেন তেনারা। তার উপর মাসে মাসে জরিপ আর বাটি এওয়ার্ডের কল্যাণে তো তেনাদের নেত্রীও খুশীতে গদগদ। চামচাদের পক্ষ থেকে আজীবন প্রধানমন্ত্রী করার খায়েশ তো ইতিমধ্যেই জানা গিয়েছে...

৪. মওদুদ, খালেদাকে বাড়ি থেকে বের করা যায়, খালেদার জামিন আটকানো যায়, কিন্তু ফুটপাথ দখলমুক্ত করা যায় না, সিটি বাস নিয়ন্ত্রণ করা যায় না, ঢাকার খাল উদ্ধার করা যায় না। চোর চাট্টার দোসর রাজনীতিবিদ, মন্ত্রী। তার আবার প্রমিজ। থু!...

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা দিয়ে কেও কথা রাখেনা।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরেকবার প্রমাণিত হল...

২| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সবার জন্য গান আছে শিল্পিরা সমধিকারে বিশ্বাসী “আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরান আমার রয়না পরানে” = তাই তিনি কথা বলেন - আমরা শুনি, তিনি দেখা দেন - আমরা দেখি !!!

কথা রাখার গান কি তিনি গেয়েছেন ???

০১ লা মে, ২০১৮ ভোর ৪:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। তিনি মিথ্যা প্রমিজ করেছিলেন...

৩| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৫৫

সৈয়দ তাজুল বলেছেন:
বাংলাদেশের রাজনীতি বলেছেন: ফুটপাত, সিটি বাস ও রাস্তার পানি যদি রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকতো, তবে নিশ্চয় তা দূর করা সম্ভব হত, সুতরাং আমরা দুঃখিত। হ্যা, আমরা মনে করি মিথ্যা ছাড়া রাজনীতি নেই!....

০১ লা মে, ২০১৮ ভোর ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা চোর, বদমাইশও দীর্ঘদিন এক পদে থাকলে একটু পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশী (সবাই না) রাজনীতিবিদরা...

৪| ০১ লা মে, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এরা সীমিত ভাবনাশক্তির দক্ষতাহীন লোকজন।

০১ লা মে, ২০১৮ ভোর ৫:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা বিলীনও হচ্ছে না...

৫| ০১ লা মে, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- মানুষ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করিবার জন্যই । তাই তিনি উহা করিয়াছেন।

০১ লা মে, ২০১৮ ভোর ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহাই হইবে। তেনারা তো আবার রবীন্দ্রভক্ত...

৬| ০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪১

রাফা বলেছেন: শুনতে কঠিন লাগলেও,ম্বত্যু ছারা মুক্তি নেই ।উনার অথবা আমার।

০১ লা মে, ২০১৮ ভোর ৫:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম কঠিন সত্য...

৭| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হারে ভাই, যারা কাজ করে তারা ওয়াদা করে না। কারণ, তারা তো জানেই কাজ করবে। অপর দিকে যারা কাজ করে না তাদের মাঝেই ওয়াদা বা প্রতিজ্ঞা করার প্রবণতা বেশি। কারণ, তারা একদিন বিশেষ স্বার্থে এসব ওয়াদা বা প্রতিজ্ঞা করে করে। স্বার্থে উদ্ধার হলে আর এসব মনে রাখে না।

০১ লা মে, ২০১৮ ভোর ৬:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবেই চলে আসছে যুগের পর যুগ...

৮| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:৩৪

হাঙ্গামা বলেছেন: তার কথা বিশ্বাস কইরা আপনে ফৌজদারী অপরাধ করছেন। একটা অসম্ভব বিষয়ে একজন অস্বাভাবিক মন্ত্রী আশ্বাস দিছিলো। ভুইলা যান।
কোন আশ্বাস গ্রহন করার আগে দেখতে হবে সেটা কে দিসিলো আর কি অবস্থায় দিসিলো।

০১ লা মে, ২০১৮ সকাল ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরের বার মনে থাকবে...

৯| ০১ লা মে, ২০১৮ সকাল ৯:৫০

তারেক_মাহমুদ বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেবে এবং ভঙ্গ করবে এটাই অলিখিত নিয়ম।

০১ লা মে, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো কবে বাপের বেটা হবে...

১০| ০১ লা মে, ২০১৮ সকাল ৯:৫১

অর্ক বলেছেন: হা হা হা... মন্ত্রীও তো মানুষ। সব প্রমিজ সবসময় রক্ষা করা যায় না। মানুষ পারে না। এইসব প্রমিজ বাংলাদেশের মতো দরিদ্র তৃতীয় বিশ্বের দেশের রাজনীতিতে ডালভাত।

০১ লা মে, ২০১৮ রাত ৮:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত কোন মন্ত্রী এভাবে টাইম দিয়ে প্রমিজ করেন না। খালি ইনশা আল্লাহ, চেষ্টা করব - বলে পাস কাটান...

১১| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মোটা মাথা...

০১ লা মে, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগ বাড়াইয়া না বললেই হইত। আমরা কী আর কিছু কইতে পারতাম?

১২| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:২৯

কানিজ রিনা বলেছেন: সাজ্জাদ মানুষই তো প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা
ভঙ্গ করে। উনারা তো রবিন্দ্র ভক্ত। হা হা
হা। বেশ সুন্দর মন্তব্য উত্তর। সারাদের
রোড রাস্তার যে দশা অথচ আন্তরজাতীক
খেতাব বাংলাদেশ উন্নত বিশ্বের একদেশ।
আমি গ্রামের বাড়িতে যাইতে সময় গোয়ালন্দ
পার হয়ে রাজবাড়ী থেকে শুরু করে হেলতে
হেলতে দুলতে কুষ্টিয়া পর্যন্ত গেলাম তাতে
অস্টিয়প্রছেজ রোগের ব্যাথায় তিনচার দিন
কাতর ছিলাম রাস্তার দশা দেখে মনে হল
এই কি উন্নত দেশের চিন্হ। এই রাস্তায়
দিনরাত বাস ট্রাক হাজার হাজার জানবাহন
চলাচলের মেন রাস্তা। বেহাল রাস্তার অবস্থা
রবীঠাকুর শিলাইদা কুঠিবাড়ি,লালন আঁখড়া
কতযে পর্যটক আসে এই রোডে।
মনে মনে বল্লাম ডেলিভারী রুগী হার্টের
রুগী কিভাবে এই রাস্তার যানবাহনে
হসপিটালে যায়। এম্বুলেন্সেও এসব রুগী
যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে।
রাজবাড়ী থেকে ঝিনাইদা যশোর খুলনা
সাতক্ষীরা দর্শনা পর্যন্ত এরোডের একই
দশা দেড় দুই বছর। অথচ ইনু মন্ত্রী প্রাই
এরাস্তায় নিজ এলাকায় গিয়ে বড় বড়
বক্তৃতা দিয়ে আসেন।
একটু বৃষ্টি হলে ঢাকার রাস্তা জলবদ্ধতা
মানুষের পেরেশানী বুমেরাং হচ্ছে দিনকে
দিন। বিএনপি আওয়ামী কেউ কথা দিয়ে
কথা রাখতে পারছেনা কেন। ধন্যবাদ।

০১ লা মে, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথা না রাখার ব্যপারে বি এন পি - আওয়ামী লীগ প্রতিযোগীতা করে...

১৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের অবস্থা খুব করুন।
মানুষ বেশি। অপরিকল্পত নগরায়ন। খুব কঠিন জলাবদ্ধতা নিয়ন্ত্রন।

০১ লা মে, ২০১৮ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোটেও কঠিন না। আর্মি আসুক। দেখবেন কীভাবে খাল উদ্ধার করে। rangs টাওয়ার ভাঙতে সাধারণ সরকারগুলোর কত টালবাহানা ছিল। কিন্তু ১/১১ খুব দ্রুতই তা বাস্তবায়ন করে। বুলেটের ঠেলায় দখলকারীরা আব্বা আব্বা বলে খাল ছেড়ে দেবে...

১৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৪

ঢাবিয়ান বলেছেন: রাজনীতি থেকে এদের হটিয়ে সৎ ও শিক্ষিতদের জায়গা না করে দিলে এসব চলতেই থাকবে। জনগনের ভোটাধিকার ও সেই ভোটাধিকারের সঠিক প্রয়োগই দেশের সকল সমস্যার একমাত্র সমাধান। এটা নিয়ে জনমত গড়ে ওঠা প্রয়োজন।

০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার ও তাদের চামচারা তাদের এই চক্র ভাঙতে দিচ্ছে না। বিপ্লব দরকার। কিন্তু আমি কিংবা সাধারণ মানুষ কেউ বের হব না...

১৫| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:০৪

শামচুল হক বলেছেন: কইলেই করতে হইবো এমন কোন মানে নাই -- -

০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার উপর এখনো ১ বছর হয়নি তো!

১৬| ০১ লা মে, ২০১৮ রাত ৯:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোটায় পড়লেখা করছিল। তাই প্রমিজ এর অর্থ শিখে নাই হয়ত স্কুলে থাকতে।

০১ লা মে, ২০১৮ রাত ৯:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। এখনও তো কোটায় মন্ত্রী...

১৭| ০১ লা মে, ২০১৮ রাত ১১:১৭

শামচুল হক বলেছেন: তার উপর এখনো ১ বছর হয়নি তো!
এই তো বুঝবার পারছেন- -

০১ লা মে, ২০১৮ রাত ১১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। :D

১৮| ০২ রা মে, ২০১৮ রাত ১২:১৩

সনেট কবি বলেছেন: চেহারা দেখে মনে হচ্ছে তিনি যা বলেছেন সেটা ভুলে গেছেন। আর মানুষ মাত্রই ভুল আছে।

০২ রা মে, ২০১৮ রাত ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই গোত্রের মানুষেরা সব কিছু খুব তাড়াতাড়িই ভুলে যান...

১৯| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩৪

অর্ক বলেছেন: একথা বলছেন কেন! টাইমফ্রেম দিয়ে বিভিন্ন সময়ে কতো প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন মন্ত্রীরা এই সময়ের মধ্যে এটা হবে, ওটা করবো, পরে সে কথা আর রাখতে পারেনি। বেশিরভাগই মিথ্যে আশ্বাস ছিল। অসংখ্য উদাহরণ আছে। ‘আগামী ঈদে আর কোনও বাড়িমুখো যাত্রীদের কোনও ভোগান্তি থাকবে না’ (ওবা. কাদের)। ‘সাগর রুনী’র হত্যাকারীদের আটচল্লিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করবো’ (সাহারা খাতুন)। খুঁজলে আরও বহু পাওয়া যাবে। আমি তেমন রাজনীতি সচেতন মানুষ নই। আপনার তো আরও ভালো জানার কথা। আমাদের মন্ত্রীদের প্রতিশ্রুতি, টাইমফ্রেম, আল্টিমেটাম...’ এগুলো মোটেও কোনও গুরুত্ববহন করে না কারও কাছে! যেমন আপনার এই পোস্টটি খুবই স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এরকম বহু দেখেছি এযাবতকালের জীবনে তাই।

০২ রা মে, ২০১৮ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকার জলাবদ্ধতা নিয়ে এর চেয়ে ভালো প্রতিশ্রুতি এর আগে শুনিনি...

২০| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

অক্পটে বলেছেন: এরা ৫ জানুয়ারীর নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। উনিতো অধ্যাবদি সেই আমলেরই মন্ত্রী তাইনা?

আপনি বলেছেন উনি কোটায় মন্ত্রী! তারপরতো আর কোন কথা থাকেনা।
এবারওতো গণতন্ত্রের কোটা পদ্ধতিই চলবে। আপনার কি মনে হয়।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বিএনপি'র আর সুযোগ নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.