নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের স্বাধীনতা দিলে এমবিএস-ই দিতে পারবে...

০২ রা মে, ২০১৮ রাত ১০:৩০



১. ইতিহাস নিয়ে ত্যানা প্যাঁচানোর সময় নেই। ইসরাইল এখন বাস্তব। ফিলিস্তিনও বাস্তব। কে কার ভুমিতে এসেছিল, কে কাকে আশ্রয় দিয়েছিল এসব বলে এখন সমাধান হবে না। কিছুদিন আগে একটা ডকুমেন্টারিতে দেখলাম নেপালও দাবী করছে তাদের অনেক জায়গা ভারত ও বাংলাদেশের মধ্যে পড়েছে। মানে এগুলো নেপালী রাজাদের অধীনে ছিল। কিন্তু নেপাল কি এগুলো নিয়ে এখন ভারত, বাংলাদেশের সাথে কিছু করতে পারবে?...

২. ফিলিস্তিনীদের জায়গায় বাংলাদেশীরা থাকলে এতদিন লাগত না স্বাধীন হতে! এরা না পেরেছে পূর্ণাঙ্গ স্বাধীনতা যুদ্ধ করতে না পেরেছে আলোচনা করে সমাধান করতে। এদের একটাই আশা ছিল জাতিসংঘ আর আরব ভাইয়েরা এদের স্বাধীনতা এনে দিবে। কিন্তু পৃথিবী বদলে গিয়েছে। রাজনীতি বদলে গিয়েছে। দুই কোরিয়াও এখন আলোচনা শুরু করেছে। আর কত রক্তপাত, হিংসা, যুদ্ধ?...

৩. ইসরাইলের প্রধান ও শক্তিশালী পৃষ্ঠপোষক হলো আমেরিকা। সেই আমেরিকার সাথে প্যালেস্টাইনের মত পিছিয়ে পড়া একটা জাতি কীভাবে পেরে উঠবে? আজকেই সহ ব্লগার আল শাহরিয়ার ভাইয়ের লেখাতে জানলাম আমেরিকান সৈন্য ইসরাইলি হামলায় নিহত হওয়ার পরও সম্পর্ক খারাপ হবে ভেবে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট এটা নিয়ে বেশী মাতামাতি করেননি। যেখানে তাদেরই(ফিলিস্তিন) চোখের সামনে সাদ্দাম হোসেন আর গাদ্দাফির পতন দেখেছে তারা। মুসলিম পিতার সন্তান বারাক ওবামা যেখানে ৮ বছরে ফিলিস্তিনের জন্য কিছু করতে পারেনি সেখানে কীভাবে কিছু মুসলিম অধিবাসী বিরোধী ট্রাম্প তাদের জন্য কিছু করবে?...

৪. সৌদি আরবে অনেক সংস্কার চলছে। বাদশাহর চেয়েও বাদশাহগিরি করছে তার সন্তান মোহাম্মদ বিন সালমান(এম বি এস)। অনেক সংস্কার মুসলিম হিসেবে আমারও খারাপ লাগছে। কিন্তু গতকাল খবরে যা পড়লাম তাতে আরো একবার মনে হচ্ছে ফিলিস্তিনের জন্য ইতিবাচক কিছু ঘটবে। একমাত্র সৌদি আরব যদি আমেরিকা ও ইসরাইলকে মানাতে পারে তবেই ফিলিস্তিনের জন্য সুবিধা হবে। ফিলিস্তিনকে অবশ্যই দুই দেশ নীতি মানতে হবে। ভূমি ছাড় এখন বাস্তবতা মাত্র! আর তারা যদি মনে করে পাথর মেরে কোন দেশ স্বাধীন করা যাবে তাহলে আমার আর কিছু বলার নেই...

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


এমবিএস কতদিন টিকে সেটাও ভাবনার বিষয়!

০২ রা মে, ২০১৮ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও অবশ্য ঠিক। এমবিএস নিজ দেশেই আবার কট্টরপন্থীদের বিরাগভাজন হওয়ার ঝুঁকিতে আছেন...

২| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক দম ঠিক বলেছেন।

০২ রা মে, ২০১৮ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৫

বেনাম বাদশাহ বলেছেন: ব্লগে প্রথম কমেন্ট

০২ রা মে, ২০১৮ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা মে, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


হামাস, পিএলও, ইরান, লেবানন, সৌদী সবাই ফিলিস্তিন দেশ হওয়ার বিপক্ষে; সৌদী ও আমেরিকা চাইলে, ইসরায়েলের অধীনে একটা ফিলিস্তিন দেশ সৃষ্টি করে, ৫/১০ বছর পর, সাধরণ মানুষের ইলেকশান দিয়ে, সরকার গঠন করা সম্ভব।

০২ রা মে, ২০১৮ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসরাইলের অধীনে এখন কেউ ভাবছে না। আলোচনা থমকে আছে 'দুই দেশ' নীতি আর আল আকসা মসজিদ তথা জেরুজালেম নিয়ে...

৫| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১১

আল আমিন সেতু বলেছেন: গাদ্দারদের কারণে ই ফিলিস্তিনে স্বাধীনতা আসে নি। ইতিহাস শুরু থেকে বললে বুঝাতে পারতাম।কিন্তু সে সময় এক্ষন নেই। এম্বিএস সাহেব যা শুরু করছে । তা দেখে আমি ত শিউর যে দাজ্জাল আসতে বেশিদিন বাকি নেই। হাদিছ যেতটুকু পড়েছি সে অনুসারে বললাম।

০২ রা মে, ২০১৮ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামনে কী হবে সেটা আল্লাহই ভালো জানেন। তবে এখন ফিলিস্তিনের স্বাধীনতা খুব দরকার। অনেক দিন তো রক্তপাত হল...

৬| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১৬

জাহিদ হাসান রানা বলেছেন: ইমাম মাহদীর আগমন হয়তবা খুবই সন্নিকটে।।

০২ রা মে, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হয় না এত সন্নিকটে...

৭| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:

@আল আমিন সেতু,

আরবদের সাথে আপনার মিল আছে; কিছু আরব স্বয়ং এমবিএস'কে দাজ্জাল বলছে; আরবেরা সমস্যার সমাধান খুঁজছে হাদিসের ভেতরে।

০২ রা মে, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাধান নিজেদেরই করতে হবে বাস্তবতার মধ্য দিয়ে...

৮| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১৯

শামচুল হক বলেছেন: ট্যাংক কামানের বিপক্ষে পাথর মেরে কিছুই হবে না শুধু শুধু লোক ক্ষয় হবে।

০২ রা মে, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই। নিজেদের সক্ষমতা বাড়াতে হলেও আলোচনা করে রক্তপাত বন্ধ করে দেশকে ঠিক ভাবে চালাতে হবে...

৯| ০২ রা মে, ২০১৮ রাত ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন: সৌদির কথা বলাটাই ঠিক না, আলোচনা করতেই খারাপ লাগে। এদের মরালিটি বলতে কিছুই নেই। রাজতন্ত্র ঠিকিয়ে রাখতে সব কিছু করছে ওরা।

০২ রা মে, ২০১৮ রাত ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো মন্দ সবারই আছে। ওদের কারণে আমাদের ২০ লাখ শ্রমিক ও কমপক্ষে ১ কোটি লোকের জীবন চলছে সেটাও ভুলে গেলে চলবে না...

১০| ০৩ রা মে, ২০১৮ রাত ১২:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: সৌদিআরব চাইলে এর সমাধান অনেক আগেই হয়ে যেত। গত বছর জুনে কাতারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রধান কারনগুলোর একটি হলো কাতার নাকি ফিলিস্তিনে অর্থনৈতিক সহযোগীতার মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করছে। আসলে, সৌদি নিয়ে অতঃপর আর কি বলবো তা আমার জ্ঞানে নেই। আসলে (সৌদ বংশ) তারা চায় কি?

০৩ রা মে, ২০১৮ রাত ১২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই রাজনীতির অংশ। তবে সমাধান করাটা খুবই জরুরী। এবার মনে হচ্ছে ইসরাইলের সাথে সম্পর্ক ঠিক করেই ফিলিস্তিনকে স্বাধীন করবে তারা...

১১| ০৩ রা মে, ২০১৮ রাত ১:৩৬

আল আমিন সেতু বলেছেন: চাদগাজী সাহেব
আমি এম্বিএস কে দাজ্জাল বলতে নারাজ। এটা হাদিস বিরোধী , দাজ্জাল এক আলাদা স্বত্তা। তার আকৃতি ও বিবরণ সব বিস্তারিত জেনেছি। তবে ওর কাজগুলো দাজ্জালিয়ানা এটা নিঃসঙ্কোচে বলে থাকি।

০৩ রা মে, ২০১৮ রাত ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক এমবিএস কতদূর যেতে পারেন...

১২| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম ।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


@আল আমিন সেতু ,

দাজ্জাল ইত্যাদি আরবের রূপকথা

১৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ১১:৫৭

আল আমিন সেতু বলেছেন: চাদ্গাজি সাহেব আপনি এখন সহীহ হাদিছ অস্বীকার করছেন ! কোন আল্লাহ ও রসুলে বিশ্বাসী এমন করতে পারে না ।স্বীয় এলাকার ইমাম সাহেব বা যোগ্য আলেম কে জিজ্ঞাসা করে নিবেন যে, আসলেই কি দাজ্জাল রুপকথা নাকি হাদিছ দ্বারা প্রমাণিত । আমি এর বেশি কিছু আর বলব না । সত্যান্বেষীদের জন্য হেদায়াত প্রাপ্য।

১৫| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

কাছের-মানুষ বলেছেন: প্রতিটি পয়েন্টই গুরুত্বপুর্ন্য। তবে কারো স্বাধীনতা কেউ এনে দিতে পারে না। ফিলিস্তিনের স্বাধীনতা তাদেরই আনতে হবে!
তবে ব্যাপারটা কঠিন হবে কারন ইসরাইল চিন্তা, শক্তি, বুদ্ধিতে সেরা জাতি! ফিলিস্তিনি শক্ত প্রতিরোধ গড়তে চাইলেও পারবেনা, বর্তমান পরিস্থিতি অন্তত তাই বলছে।
ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না !

০৩ রা মে, ২০১৮ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে কারণে এখন আপস করা ছাড়া উপায় নেই। নিজের দেশের লোকেরা আর কত প্রাণ দিবে?...

১৬| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চিন্তাভাবনা করার মতো পোস্ট। আচ্ছা, বাংলাদেশের সাথে ইসরাইলের বিরোধের কারণ কি? বাংলাদেশের কোন মানুষ নাকি ইসরাইল ভ্রমণ করতে পারেন না।

আসলেই কি কোন শত্রুতা আছে, ছিল??

০৩ রা মে, ২০১৮ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে ইসরাইল ছাড়া আর সব দেশে ভ্রমণ করা যাবে। ইসরাইলের সাথে কোন কুটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশের। আরো অনেক মুসলিম দেশই ইসরাইলের সাথে সম্পর্ক রাখে না। কারণ, তারা ফিলিস্তিনের ভূমি দখল করেছে এবং মুসলমানদের অন্যতম পবিত্র মসজিদ আল আকসা দখল করে রেখেছে। গত ৫০ বছর ধরে তারা ফিলিস্তিনীদের সাথে যুদ্ধে লিপ্ত। ইসলামী ভ্রাতৃত্বের কারণে এবং ফিলিস্তিনের সাথে সহমর্মিতার কারণে বাংলাদেশে এখনও ইসরাইলের সাথে সম্পর্ক শুরু করেনি...

১৭| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৮

জাহিদ হাসান রানা বলেছেন: হযরত ছওবান (রা:) থেকে বর্ণিত, রাসুল মোহাম্মদ (সা:) বলেছেন, “তোমাদের ধনভাণ্ডারের নিকট তিনজন বাদশাহ এর সন্তান যুদ্ধ করতে থাকবে। কিন্তু ধনভাণ্ডার (রাজত্ব) তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে, যেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। তারপর আল্লাহর খলীফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাঁকে দেখবে, তাঁর হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, তবুও যাবে।”
(সুনানে ইবনে মাজাহ হাদিস নং-৪০৮৪)

০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

১৮| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:১০

আবু তালেব শেখ বলেছেন: কাউসার চৌধুরী ভাইয়ের কমেন্ট ঠিক। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সৌদি বাদশারা নিজের ভাইদের গলা কাটতে দ্বিধা করেনা

০৩ রা মে, ২০১৮ রাত ১১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় আরবের রাজনৈতিক সমস্যার জন্য একতরফা সৌদিদের দোষ দেয়া ঠিক হবে না। এতদিনে যেহেতু সৌদি-আমেরিকা-ইসরাইলের সুসম্পর্ক চলছে তাই ফিলিস্তিনের ভালো হলে এখনই সুযোগ ও সম্ভাবনা...

১৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:১৩

পবন সরকার বলেছেন: সৌদির মরালিটি বলতে কিছু নেই।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা মনে হয় এখন ইসলাম-এর চেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে বৈশ্বিক রাজনীতিকে...

২০| ০৮ ই মে, ২০১৮ রাত ১:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন:
সময়ের কথন,মনে হয় ওরা পাথর ছুঁড়া নীতিতে সহসা ফিরবে না!

০৮ ই মে, ২০১৮ রাত ২:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক, এবার কী হয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.