নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বইংগা এবং বিদআ\'ত সমাচার...

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০



১. আমার জন্ম চট্টগ্রামে। আমার স্কুল, কলেজ, কর্মজীবন, বিবাহ সব চট্টগ্রামে (এখন অবশ্য অন্য শহরে)। আমি চট্টগ্রামের ভাষা(অন্যতম কঠিন ভাষা) পুরোপুরি বুঝি ও বলতে পারি। আমার জীবনের ৯২% কেটেছে চট্টগ্রামে। কিন্তু আমার পিতার বাড়ি চট্টগ্রামের বাইরে হওয়ার কারণে আমি চট্টগ্রামের বন্ধুদের কাছে 'বইংগা' হিসাবে ট্যাগপ্রাপ্ত। আমার মত যারাই পৈতৃক সূত্রে চট্টগ্রামের বাইরের তারা বইংগা নামে পরিচিতি পায়। যদিও এটা আমরা স্পোর্টিংলি নেই।

২. বাংলাদেশের পীরভক্ত, মাজারভক্ত এবং ওয়াহাবী, সালাফি, লা মাজহাবী বিরোধী গ্রুপগুলোর মধ্যে একটা ব্যপারে ঐক্যমত্য আছে। তা হল, তারা সবাই বিশ্বাস করে সৌদি আরবের ইসলাম প্রকৃত ইসলাম না! জীবনে হজ্জ্ব, ওমরাহ না করলেও, সৌদি আরব না গেলেও, মক্কা মদীনার আলেমদের ব্যাখ্যা না শুনলেও তারা তুড়ি মেরে উড়িয়ে দেন সব যুক্তি। তারা মনে করেন, তাদের(পীর/মাজার) ইসলামই প্রকৃত ইসলাম। সৌদি রাজতন্ত্র সঠিক ইসলাম পালন করছে না! তারা(সৌদি) যেটাকে বিদআ'ত বলছে সেটা আসলে 'কল্যাণকর(!) বিদআ'ত'!!

৩. একবার ভেবে দেখুন, মক্কা, মদীনা - দুইটাই সৌদি আরবে অবস্থিত। হাজার বছর ধরে সেই অঞ্চলের অধিবাসীরাই মহানবী(সাঃ)-এর রেখে যাওয়া ইসলাম চর্চা ধরে রেখেছে। অন্যদিকে আমাদের পূর্বপুরুষরা ছিলেন ধর্মান্তরিত মুসলিম এবং অনেক পরে দাওয়াতপ্রাপ্ত। তাহলে কমন সেন্স কী বলে? কারা বেশী জানার কথা? সৌদি তথা আরবরা নাকি আমরা উপমহাদেশীয়রা?

৪. এখন বলতে পারেন অন্ধভাবে কেন সৌদি আরবকে মানতে হবে? না, মানতে হবে না। আপনি যখন কারো সাথে যুক্তি, তর্ক, আলোচনা দিয়ে বাহাস করবেন তখন অবশ্যই আপনাকে সঠিক ব্যাখ্যা দিয়ে করতে হবে। বাপজান বলেছে, দাদাজান বলেছে, দেওবন্দ বলেছে, যুগ যুগ ধরে করেছি, ভালো কাজের জন্য দলীল আবশ্যক নয় - এসব হল কুযুক্তি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করেন, আমেরিকা - ইহুদিদের সাথে সখ্যতার সমালোচনা করেন কিন্তু তারা সঠিক ইসলাম পালন করছে না - এটা বলার আগে একটু চিন্তা করবেন...

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৫

কাইকর বলেছেন: ভাল বলেছেন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


সৌদীর বাইরের মুসলমানদের সৌদীরা "বইংগা"ই মনে করে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: LOL
কিছুদিন আগে এক সৌদি মন্ত্রী পাকিস্তানী মুসলিমদের প্রকৃত মুসলিম নয় বলেছিলেন...

৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কাওসার চৌধুরী বলেছেন: কিছুদিন আগে এক সৌদি মন্ত্রী পাকিস্তানী মুসলিমদের প্রকৃত মুসলিম নয় বলেছিলেন..

কথাটি সত্য।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই উপমহাদেশে ইসলামে এত কিছু নতুন প্রবেশ করেছে যে তারা অনেকেই মানছেনা উপমহাদেশীয় ইসলামিক রীতিনীতি...

৪| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটির ছাত্রেরা ইসলাম নিয়ে এত বেশী লিখছেন ও বলছেন যে, ইসলাম অস্বাভাবিক গতিতে সম্প্রসারিত হচ্ছে।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাশাপাশি অস্বাভাবিক গতিতে ইসলাম বিমুখতাও বাড়ছে। আগের চেয়ে ধর্ম কর্ম কমে গিয়েছে...

৫| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


যারা কম বয়সী ছেলেমেয়েরা যেটা খুব বেশী করে, তারা পরে সেটা নিয়ে ক্লান্ত হয়ে যায়; ইসলামের বেলায় কি সেটা ঘটছে?

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটতেই পারে। কারণ, কিশোর তরুণ হয়ে গেলেই মদ, জুয়া, নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায়। ফলত, ধর্ম থেকে দূরে সরে যায়।

৬| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১. বইংগা মোবারক ;)

২. খুব সহজেই উপসংহার করা যায় কারণ রাজতন্ত্র ইসলাম অনুমোদিত নয়। যার গোড়াই ঠিক নাই তার বাহ্যিকতায় কি আসে যায়!

৩. আপনার কমনসেন্সের অপেক্ষা না করেই নবীজি এ বিষয়ে চূড়ান্ত মত দিয়ে গেছেন। কোন আরবের কোন অনারবের উপর বা কোন অনারবের কোন আরবের উপর স্থান নেই তাকওয়া ব্যতিত। জাননে ওয়ালার চেয়ে মাননেওয়ালা বেশী গুরুত্বপূর্ন বটে ;)

৪. চিন্তা করার অবসর তারা সউদ গং রাখে নাই। কারণ তারা নবীজির সুন্নত পাগড়ী উড়িয়ে দিয়েছে তাদের কথিত পাট্টা দিয়ে!
তাদের ফতোয়া নিয়ে এই ব্লগেই দারুন সব লেখা আছে দয়া করে পড়ে নেবেন। ইসলামের মৌলিক অনেক বিষয়ই তাদের আচরনে নেই। তাই তাদের সমালোচনা করা যাবেনা এটা কেমন হয়ে গেল না!

রমজানের শুভেচ্ছা :)

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের সমালোচনার জন্য বাইরে বা অন্য দেশেও যেতে হবে না। তাদের দেশের শিয়ারাই তো তাদের(সংখ্যাগরিষ্ঠ সুন্নী) রীতিনীতি মানে না! সেটা ভিন্ন প্রসঙ্গ। আমার পোস্ট প্রসবের উদ্দেশ্য হল, আমাদের দেশের আলেম মাওলানারা যেভাবে তুড়ি মেরে উড়িয়ে দেয় তা মোটেও গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে ব্যপকভাবে আরব ও উপমহাদেশীয় ইসলামে মতপার্থক্য আছে সে বিষয়ে উপমহাদেশীয় আলেমরা এখনও উদার হতে পারেননি...

৭| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: যখন হাজার বছর ধরে চলে আসা লোকাল সাংস্কৃতিক রীতি-নীতির সাথের বিদেশী ধর্ম অনড় নিয়মাবলির সাথে সংঘাত ঘটে, সমস্যা তখনি শুরু হয়।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক ধর্ম মানলে সংস্কৃতির সাথে সমস্যা হতেই পারে...

৮| ২১ শে মে, ২০১৮ রাত ৮:০৪

সনেট কবি বলেছেন: ইব্রাহীম (আঃ) যে কাবা প্রতিষ্ঠা করেছেন, তাঁর বংশের লোকেরা তাতে ৩৬০ টা মূর্তি প্রবেশ করিয়েছে, এরা সেই আরব! এখন আবার তারা জাহেলিয়াতের পথে হাঁটছে। লা মাযহাবি ফিতনা দ্বারা এরা মুসলমানদের অস্তিত্ব সংকট তৈরী করছে।

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেয়ামত তো একদিন হবেই! দেখা যাক, কার আইডিয়া বেশীদিন টিকে থাকে। লা মাজহাবী না মাজারপন্থীদের...

৯| ২১ শে মে, ২০১৮ রাত ৮:৩২

ঢাকার লোক বলেছেন: Saudi আরবে মুসলমানরা কি করে বা করেনা, বা ভারত- পাকিস্তানের মুসলমানরা কি করে বা করেনা তা নিয়ে ইসলাম না, Koran ও রাসূল (স) এর সুন্নাহ মতে করণীয় ও বর্জনীয় সমন্বয়ে ইসলাম, কোরান সুন্না মেনে চলুন , যেসব আলেম উলামাগণ কোরান সুন্নার দাওয়াত দেন তাদের কথা মতো চলুন , বেদাত ( ধর্মে ইবাদাত হিসাবে যে কোনো নতুন সংযোজন ) থেকে বেঁচে থাকুন . অন্যের সমালোচনা না করে নিজের ভুল ত্রুটির দিকে নজর দিন এবং তা থেকে বেঁচে থাকতে চেষ্টা করুন , তাতেই সফলতা আসবে ইনশাল্লাহ ।

২১ শে মে, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার বলেছেন...

১০| ২১ শে মে, ২০১৮ রাত ৯:০৯

কানিজ রিনা বলেছেন: তয় এককানা খথা, আঁই চাটীগার বইংগা।
আই আঁর বইন জামাইর অংঙ্গে তরখে
জিতিগেই। আঁই খইলাম অনে আঁরে বইংগা
খন কিল্লায় আঁই যুদি বইংগা অই আন্নে
জইংগা। হেতে আঁরে খইল বাজী আঁরা
আন্নেগো জঙ্গল খাটিবার লায় আন্নি, আঁই
খইলাম আঁরা আন্নেগো জঙ্গল খাটিয়েরে
বাইর গরিয়ের। আন্নেগো দ্যশে ব্যাকতে
জংগলী।
চট্টগ্রাম ওলিআওলিয়ার জায়গা ওলি
আওলিয়ার মাজার বেশীর ভাগই ব্যবসায়ী
কেন্দ্রীক। নিশ্চয় ওলিরা বলে যান নাই
ব্যবসা করতে।
সৌদীর কথা বলছেন মক্কায় মানুষ হজেতো
যাবেই। কিন্তু হজ্জকে কেন্দ্র করে দৌদী
বাদশারা কি ব্যবসা করছে না?ধন্যবাদ।

২১ শে মে, ২০১৮ রাত ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যবসা যে কোন দেশ করতে পারে। তবে এখানে ইসলামের মূল কিছু রীতি নীতি নিয়ে কথা হচ্ছে...

১১| ২১ শে মে, ২০১৮ রাত ১০:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সৌদিরা /আরবরা প্রথম অবস্হায় শত্রুর সাথে মারামারি করে, তারপর আশেপাশের মানুষের সাথে, আশেপাশের মানুষের পরে পাড়া প্রতিবেশির সাথে, পাড়া প্রতিবেশি শেষ হলে নিজের ভাইয়ের সাথে। এখন সে অবস্হা চলছে।

২১ শে মে, ২০১৮ রাত ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বৈশ্বিক রাজনীতির প্রভাব...

১২| ২২ শে মে, ২০১৮ সকাল ৮:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তুড়ি মেরে উড়ে দেওয়া যেমন ঠিকনা তেমনি তারাই যে সঠিক সেটাও ঠিকনা।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহীহ ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে...

১৩| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আম জীবনের অন্য কাব্য--অফিসে প্রবেশ পথে দেখি একঝাক আম ঝুলে আছে গাছটির ডালে ডালে। এখন ওদের মধ্যকাল-তারুণ্য জীবন। কোনো এক শিশির সকালে ওরা জন্মেছিলো।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাতেও তো জন্ম নিতে পারে...

১৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৫

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ রাত ২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। ঘুরে এলাম। লিখতে থাকুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.