নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কিছু বাংলাদেশী মুসলমানের বর্তমান অবস্থা - ২

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৫৮



১. আমার এক সৌদি ফেরত বন্ধু খুবই ধার্মিক। টিভি কম দেখে। নাচ, গান, মুভি কম দেখে। জাকির নায়েকের বক্তৃতার অনেক লাইন তার মুখস্থ। সে এখন বাংলাদেশে ব্যবসা করে। চায়না থেকে কম্পিউটার এক্সেসরিজ আমদানী করে লোকাল মার্কেটে বিক্রি করে।

২. আমার ছোট ভাই একটা বেসরকারী ব্যাংকে চাকুরি করে। একদিন আমার সৌদি ফেরত বন্ধুর সাথে কথা হচ্ছিল আমার ছোট ভাইকে নিয়ে। কথোপকথন অনেকটা এরকম ছিল -

: তোমার ভাইকে চেষ্টা করতে বলো কোন ইসলামী ব্যাংকে চলে যেতে।
: কেন?
: সুদী ব্যাংক তো ভালো না। এখানে চাকুরি করা ঠিক হবে না। ইসলাম সম্মত না।
: তাহলে তোমারও তো ব্যবসা করা ঠিক হবে না।
: কেন?
: কারণ, তুমিতো পোর্ট থেকে ঘুষ দিয়ে ট্যাক্স কম দিয়ে মাল বের করছ, আন্ডার ইনভয়েস দিয়ে মূল্য কম দেখাচ্ছ, ইন্সপেক্টরের চ্যাকিং ছাড়াই এক আইটেমের কথা বলে আরেক আইটেম নিয়ে আসছ, কপিরাইট আইন না মেনে নকল পণ্য নিয়ে আসছ ঘুষ দিয়ে। এগুলোও তো ইসলাম সম্মত না।
: আমার তো অন্য বিকল্প নেই! বাংলাদেশে ব্যবসা করতে হলে বাংলাদেশীদের মতই হতে হবে!
: আমার ভাইয়েরও অন্য বিকল্প নেই...

৩. বর্তমান মুসলমানদের অবস্থা হচ্ছে এরকমই। অন্যের বেলায় ইসলামী সবক দেয়াটা খুব সহজ কিন্তু নিজের বেলায় হলে খোঁড়া যুক্তি। আর কষ্ট হলে আমরা খালি বলি, "আমার সাথেই কেন এমন হয়?" সবার রমজান ভালো কাটুক, সুস্থ ভাবে কাটুক - এই কামনায়...

কিছু বাংলাদেশী মুসলমানের বর্তমান অবস্থা - ১

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

শহীদ আম্মার বলেছেন: আপনার এই তুলনায় মারাত্মক রকমের বিভ্রান্তি আছে।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষ দিয়ে মিথ্যা ঘোষণা দেয়া আর সুদী ব্যাংকে চাকুরি করা একই পর্যায়ের গুনাহ না সম্ভবত...

২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

শহীদ আম্মার বলেছেন: এই ধরণের শব্দ চালাচালি করে এর সমাধান বের হবেনা। আপনি হয়তো ভাল একজন ইসলামকি স্কলার থেকে জিজ্ঞাসা করুন না হয় সময় করে আলাপ করবো।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনাদের দুইজনের স্ট্যান্ডিং পয়েন্টই ভুল। অন্য কোন ব্যবসা নাই; আর অন্য কোন চাকরী নাই, এই কথার ভিত্তি ইসলামে নাই।

সুদ এবং ঘুষ; দুইটাই ইসলামে নিষিদ্ধ। সুদ খোর, সুদ নেওয়া ব্যক্তি, এবং এর যে সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী। সেই হিসাবে সুদী ব্যাংকে চাকরী করাটা আসলেই ইসলামের বিধি নিষেধের বিরোধী।

আবার অপর পক্ষে ঘুষ যে দিচ্ছে, সেও ঘুষের সমান অপরাধ করছে। এটা নিয়ে কোন দ্বিধা নাই।

একজন মুসলিমের উচিৎ হচ্ছে আল্লাহর উপর ভরসা করে এসব কাজ/চাকরী/ব্যবসা ছেড়ে দেওয়া। রিজিকের মালিক যে আল্লাহ, এটা আমরা শুধু মুখেই বলছি, কিন্তু অন্তরে মানছি ক'জনা? আমাকে বড় ব্যবসায়ী হতেই হবে, আমাকে ভালো চাকরী করে ভালো অবস্থানে থাকতেই হবে, এই সব জিনিষ আমাদের মাথার মধ্যে থাকে বলেই আমরা আসলে অনেক কিছু ছাড়তে পারি না।

কিছু জিনিষ থাকেই, যেখানে আপনি চরম ভাবে বাধ্য, যেমন আপনি বাংলাদেশে একটা দোকান খুলে বসেন আর রাস্তায় হাটেন, মেয়েদের মুখ আপনি দেখতে বাধ্য, এক্ষেত্রে আপনি দেখতে পারেন; কিন্তু আপনার মনে যদি দেখার উদ্দেশ্যে দেখা হয়, তাহলেই অপরাধ। তাকিয়েই থাকলেন, আড় চোখে বার বার তাকালেন, অপরাধ করতে থাকলেন। তেমন ভাবে অনেক কাজই আপনি যখন একদমই নিরুপায়, কিচ্ছুই করার নাই, আপনি করতে পারেন। কিন্তু সেটা অবশ্যই সুদ নেওয়ার হিসাব রাখা আর নিয়মিত ঘুষ দেওয়ার মত কাজের ক্ষেত্রে নয়।

অনেক জাতীরই ধ্বংসের অন্যতম কারণ ছিলো তাদের নিজেদের মধ্যে অনেকেই ভালো কাজ করলেও অপরকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করতো না। আপনার বন্ধুটি নিজে খারাপ কাজ করছে মানছি, তবে সে কিন্তু তার 'খারাপ কাজের নিষেধ' করবার যে বাধ্যবাধকতা, সেটা পালন করে ফেলেছে; যেমনটি আপনিও করেছেন। এখন বিষয় হচ্ছে কে মানে কে না মানে। মাথায় রাখবেন, দাওয়াত দুই পক্ষের কাছেই পৌছে গেছে, এখন না মানলে তার জন্য সাজা অবশ্যই পেতে হবে, সেটাকে কোন ভাবে এড়াতে পারবেন না।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। বেশ কিছুদিন আগে বাংলাদেশের এক চ্যানেলে ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে 'সুদী প্রতিষ্ঠানে চাকুরি করার ব্যপারে' মুফতি জবাব দিয়েছিলেন 'চাকুরি করাতে সমস্যা নেই, সুদে জড়িত থাকলে সমস্যা'। এখন লিংক চাইলে দিতে পারব না...

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সবাই ইসলামে বিশেষজ্ঞ, এরা তাদের জ্ঞান অন্যের উপর খাটায়, যদিও তাদের জ্ঞান ও ধারণা বলতে তেমন কিছু নেই

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ইসলাম না, সব বিষয়েই তারা বিশেষজ্ঞ...

৫| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ঢাবিয়ান বলেছেন: উপদেশ বিতরন করাটা আমাদের জাতীয় ব্যধি।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ব্যাধির কারণে জাতিরও উন্নতি হচ্ছে না...

৬| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, যেই মুফতি এই ফতোয়া দিয়েছেন, তার কোন ফতোয়া কানে নিয়েন না ভবিষতে! উনিতো নিজে জাহান্নামে যাবেই, সাথে আপনাকেও টানতে টানতে নিয়ে যাবে। শত শত নয়, হাজারে হাজার ইসলামী স্কলার যেখানে সরাসরি সুদী প্রতিষ্ঠানে দলিল সহ বলেছেন হারাম, সেখানে এই ধরণের ফতোয়া গ্রহণ করার আসলেই কোন মানে নাই। নিজের বিবেক বুদ্ধি দিয়ে নিচের এই হাদিসটি পড়ুনঃ
সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীগনেকে আল্লাহর রাসূল (সঃ) অভিশাপ করেছেন, আর বলেছেন "ওরা সকলেই সমান" । মুসলিম হাদিস নং ১৫৯৭

এর পরও যদি মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকে, আপনাকে সালাম।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ আমাদের এসব থেকে বাঁচিয়ে রাখুক। আমিন...

৭| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুদ ঘুষ এড়িয়ে চলুন
যা চাইলেই সম্ভব।
নিজে বুঝতে না পারলে
কোন হক্কানী আলেরে স্মরণাপন্য হোন
তিনি পথ বাতলে দিবেন।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমি একমত। মানুষ অন্যের দোষ দেখার সময় গলা টান করে কিন্তু নিজের ত্রুটি দেখেও দেখে না।
আর, অন্যায় সব সময়ই অন্যায় যদিও তা পৃথিবীর সবাই করে। তবে, কোন গত্যান্তর না থাকলে মানুষ বোধহয় ন্যায় অন্যায় দেখেনা বা দেখার সুযোগও পায় না।
এদেশে কেন পৃথিবীর কোথায়ও এখন নীতি নৈতিকতা নিয়ে চলাটা খুব কষ্টকর হয়ে পড়েছে। তবুও সৎ থাকতে হবে। এটাই শেষ কথা।
ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজে সমান বা একই গোত্রীয় দোষে দুষ্ট হলে আরেকজনের দোষ খোঁজাটা উচিত নয়...

৯| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

আবু আফিয়া বলেছেন: আসলে মুসলমানদের নয় হয়তো গুটিকত মুসলমানের ধারণা এমন হতে পারে।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। তবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেকেই এখন এ ধরনের মানসিকতার...

১০| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার সৌদি ফেরত বন্ধু তো পবিত্র দেশে থেকে ভাল পরহেজগার হয়ে গেছে।

কিন্তু সৌদি ফেরত মহিলারা তো পবিত্র দেশের পবিত্র মানুষদের চরিত্রের নমুনা তুলে ধরল (গতকালের পত্রিকা)

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকালের কেন? এসব তো ৩০ বছরের পুরোনো ঘটনা। যার যার শাস্তি সে সে পাবে...

১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: বর্তমানের মুসলমানদের অবস্থা আসলেই এমন। আসেন ভাই হাত মিলাই। আর আমার নিকট থেকে ৩য় লাইকটি গ্রহণ করুন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। নিজের দিকে দেখতে হবে আগে...

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৪

শহীদ আম্মার বলেছেন: @শফিউল আলম চৌধূরীঃ
ভাই আমার স্ট্যান্ড এর গ্রাউন্ড কি সেটা না জেনেই ভূল বলে দিলেন? আপনার প্রজ্ঞার গভীরতা দেখে চমকিত হলাম।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি আপনাকে মিন করেননি। আমার আর আমার বন্ধুর স্ট্যান্ডকে মিন করেছেন। ধন্যবাদ...

১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: কাণ্ডখানা কেমন কেমন লাগে!!

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: B-)

১৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,




একদম যথার্থ বলেছেন ।
সহব্লগার চাঁদগাজীর মন্তব্যে আপনার ৩নং বক্তব্যেরই প্রতিধ্ধনি ।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। উনি বাইরের গ্রহের কেউ নন ;) ...

১৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৯

রিফাত হোসেন বলেছেন: শফিউল আলম চৌধূরী সুন্দর বলেছেন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ...

১৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫১

আবু তালেব শেখ বলেছেন: ইসলামি ব্যাংকের টাকাগুলো দিয়ে ব্যাংক কতৃপক্ষ কি করে????
ওগুলো ভল্টে রাখে নাকি
সুদে ঋন দেয়???
জানতে চাই

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের বক্তব্য অনুযায়ী ইসলামিক ভাবেই তারা ঋণ দেয় কিংবা বিনিয়োগ করে। যদিও পোস্টের উদ্দেশ্য সেটা নয়। ধন্যবাদ...

১৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: নিজের দোষ বেশিরভাগ মানুষই ধরতে পারে না।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। এটা অনেক আগেই ঈশপ বলে গিয়েছেন...

১৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: মুসলমান আর মুসলমান নাই। সব এখন ভন্ড।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে প্রাণে ধারণ না করলে সামনে আরো বিপদ আছে...

২০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৯

কাছের-মানুষ বলেছেন: ধর্ম নিয়ে অনেকেই ব্যাবসা করছে, রমজানে দেখা যায় দেশের মার্কেটগুলোতে অনেক বিক্রেতাই দাড়ি রাখবে, কারন দাড়িওয়ালাদদের ক্রেতারা বিশ্বাস করে। ঈদের পর দেখা যাবে দাড়ি ফেলে দেবে। সঠিক ধর্ম চর্চা কম মানুষ করছে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু দাড়ি না, অনেকে টুপিও রাখে এই এক মাস। হায়রে মুসলমান...

২১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৯

আখেনাটেন বলেছেন: চারিদিকে নেমেছে এক অদ্ভুত আঁধার!!! অাশা করি এই অমানিশা কেটে কোনো একদিন ভোরের সূর্যের দেখা মিলবে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশাআল্লাহ। আলো আসবেই...

২২| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমান পান কই ভায়া????

নাম তারেক আজিজ! তাই ভাবছেন মুসলমান?

নাকি খতনা করানো হয়েছে তাই ভাবছেন, মুসলমান?

সব বাদ দিন। শুধূ কোরআনের আরোকেই খুঁজুন। মুসলমানিত্ব কতটা ভারী আর গুরুত্বপূর্ন!
আল্লাহ নিজে মুসলমান হবার তাগিদ দিচ্ছেন- এটলিষ্ট মরার আগে হলেও মুসলমান হয়ে মরতে।
মুসলমান না হয়ে যেন কেউ মারা না যায়!

কি সেই মুসলমানিত্ব!
দাড়ি রাখা?
আলখেল্লা পড়া?
নামের বিশেষায়তি প্রকার?
খাতনা?
গরুর মাংস ভোজন?

না। এই মুসলমানিত্বই সমাজে চলছে। যা আল্লাহ চাননি। আর পছন্দনীয় মুসলিম চিরুনি অভিযানে লাখে ফাক কোটিতে যদি গুটি কয় মিলে!

আগে চাই মুসলমান হবার গোড়াপত্তন। বিশ্বাস, কর্ম এবং প্রকাশ। সত্য, সত্য সুন্দর।

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মুসলমানদের সংখ্যা (ছোট বেলা থেকে ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে জানতাম) দেখে খুব গর্ব অনুভব হত। কিন্তু বড় হতে হতে মানুষের সাথে মেশার পর বুঝলাম দেশের মুসলমানরা কত মুখোশ পরে আছে। আপনি যথার্থই বলেছেন, আমরা সবাই নামের না হয় পোশাকী মুসলমান হয়ে রইলাম। প্রকৃত মুসলমান হতে পারলাম না। আল্লাহ যেন আমাদের মুসলমান না হওয়ার আগে মৃত্যু না দেন। আমিন...

২৩| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

তারেক ফাহিম বলেছেন: সৎ কাজের আদেশ দিলেই হয়ে যায় খোড়া যুক্তি।
নিজে যে অবস্থানে আছে তাও হয়তো ইসলাম বিরোধী।

কিন্তু পরিস্থিতি সামলে রেখে নিজেকে এগিয়ে যেতে হবে।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। ধন্যবাদ...

২৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ১:০৫

জাহিদ হাসান রানা বলেছেন: সব বলা হয়ে গেছে পড়েই এবেলা তৃপ্ত থাকলাম!

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ শেষ বেলা পড়ার জন্য...

২৫| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সিগন্যাস বলেছেন:

বাংগালীরা সবাই ইসলামে বিশেষজ্ঞ, এরা তাদের জ্ঞান অন্যের উপর খাটায়, যদিও তাদের জ্ঞান ও ধারণা বলতে তেমন কিছু নেই

হে হে।মন্তব্য টা মারাত্মক ছিল।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ...

২৬| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: আমাদেরকে প্রথমে বুঝতে হবে এটা আরব না। আর আরবের শহরের বিধিবিধান আর গ্রামের বিধিবিধান এক না। সেখানে বাংলাদেশের বিধিবিধান কিছুটা হেরফের হতেই পারে, তবে এই হতে পারে বলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্ধ ব্যবসা করলে চলবে না।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। ঠিক বলেছেন...

২৭| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: সত্য বলেছেন। নিজের বেলায় সব ঠিক।
সময় পেলে ব্লগটি ঘুরে আসবেন।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.