নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমান \'go ahead\' বলা মানেই এই নয় যে, জিয়াউর রহমান জানতেন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে...

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭



১. প্রতি বছর ১৫ ই আগস্ট এই আলোচনায় গতি পায় যে, জিয়াউর রহমান সব কিছু জানার পরও বঙ্গবন্ধু হত্যাকান্ড থামানোর জন্য কিছু করেননি। এটার শুরু হয় খুনী রশীদের সাক্ষাৎকারের পর। সেখানে জানা যায় জিয়া তাদের মুভমেন্ট সম্পর্কে জানত। জিয়া বলেছিলেন, 'সিনিয়র হিসেবে আমি এসবে থাকতে পারি না। তোমরা পারলে কর।' এছাড়াও ট্রায়ালে রশীদের স্ত্রী জানায়(রশিদের ভাষ্য অনুযায়ী) ফারুককে নাকি জিয়া বলেছিল, ' ইফ ইট ইজ এ সাকসেস দেন কাম টু মি। ইফ ইট ইজ অ্যা ফেইলার দেন ডু নট ইনভলব মি। শেখ মুজিবকে জীবিত রেখে সরকার পরিবর্তন সম্ভব নয়।' (view this link)

২. বঙ্গবন্ধু হত্যা ট্রায়ালের জবানবন্দিতে আমরা আরও জানতে পারি যে, বঙ্গবন্ধু কে খুন করতে যেয়ে প্রথম সৈনিক নাকি বঙ্গবন্ধুর গর্জনে ও ব্যক্তিত্বের সামনে থতমত খেয়ে গিয়েছিল। সেই সৈনিক ট্রিগার টিপছিল না। তখন বজলুল হুদা এসে ব্রাশফায়ার করেন। তাহলে দেখা যায়, খুন করতে গিয়েও বঙ্গবন্ধুর সামনে বিব্রত হয়েছিল খুনী দলের সদস্য। সেখানে কীভাবে বঙ্গবন্ধুকে হত্যার কথায় সায় দিতে পারেন জিয়াউর রহমান? যখন শুধুমাত্র তার চেয়ে সিনিয়রিটিতে ছোট শফিউল্লাহকে চিফ অফ আর্মি স্টাফ বানানোতে মনোমালিন্য ছাড়া আর কোন কিছু নিয়ে বঙ্গবন্ধুর সাথে বিরোধ ছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয় না...

৩. এবার সনেট কবি স্টাইলে যুক্তি। যেহেতু, জিয়া এখন জীবিত নেই এবং ফারুক, রশীদের মত তিনি এই হত্যার ব্যপারে কোন স্টেটম্যান কখনো কারো কাছে দেননি তাহলে আপনি কীভাবে ধরে নিচ্ছেন জিয়া সব জানত? রশীদকে সাংবাদিক এন্টনী জিজ্ঞেস করেছিল, 'মুশতাককে(জিয়াকে নয়) কি বলেছিলে যে তোমরা মুজিবকে খুন করবে?' রশীদ বলেছিল, 'সরাসরি বলিনি, তবে ইঙ্গিতে বলেছি।' তাহলে আপনি খালি হাইপোথেটিক্যালি সিদ্ধান্ত দিলে তো হবে না। আবার যেহেতু ইমিডিয়েট বেনিফিশিয়ারি ছিলেন মুশতাক ও কতিপয় আওয়ামী লীগার গণ (তারাই বিচার না করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল) তখন তো জিয়া নিজেও জানেন না ৭ নভেম্বর অপেক্ষা করছে(এমনকি তিনি মারাও যেতে পারতেন সেদিন) এবং ঘটনাচক্রে তিনি নিজেই ক্ষমতায় যেতে যাচ্ছেন সেহেতু জিয়াকে বঙ্গবন্ধুর খুনী বলা যুক্তিযুক্ত হবে না...

৪. মানুষ মৃত্যুর সময় সত্য কথা বলে। অথচ কোন খুনীই(যাদের ফাঁসি হয়েছে) আগে বা পরে বলে যায়নি, এই হত্যাকান্ডে জিয়াউর রহমান কোন ভাবে জড়িত ছিল। জীবিত যারা বিভিন্ন সময় সাক্ষাৎকার(রশিদ - তৃতীয় মাত্রা, চ্যানেল আই) ও ইন্টারনেটে(মেজর ডালিম - যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি) লিখেছিল তারাও বলেনি জিয়াউর রহমান জড়িত। অতএব, বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াকে জড়িত করার কোন যুক্তিই থাকতে পারে না...

মন্তব্য ৯৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হত্যার ব্যাপারে কে কি বলেছে, কে কি লিখেছে, আমি সেগুলো পড়ি না; বেশীর ভাগ বাংগালী মিথ্যা, বলে ও কোনকিছু সঠিভাবে বলতে পারে না; যা বলা যায় ৫ লাইনে, অনেক বাংগালী সেটা বলতে বই লেখে, গার্বেজ লেখে।

মেটেরিয়েল উইটনেস ও জিয়ার সেনাপতি হওয়া, মিলিটারী এডমিনিষ্ট্র টর হওয়া, প্রেসিডেন্ট হওয়া, ১৮টি কাউন্টার ক্যু ঠেকানোকে এনালাইসিস করলে, পরিস্কার যে, সিআইএ ও আইএসআই জিয়াকে রেখেছিলো মিলিটারীকে কন্ট্রোলে রাখার জন্য; মোস্তাককে নিয়েছিলো যাতে আও্য়ামী লীগ মাঠে নামতে না পারে, ও ম্যাঁওপ্যাঁও মেজর পেজরদের ২ পয়সায় কিনেছিলো।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক করা ব্যপার হলো, আমি আপনার এই কথাগুলো প্রত্যাশা করে আরেকটা পয়েন্ট লিখেছিলাম (পরে মুছে ফেলেছিলাম)। সেটা ছিল আপনার ভাষায়(কারণ আপনি এর আগেও এই কথা লিখেছিলেন আমার মন্তব্যর জবাবে) সিআইএ, আই এস আই আগে থেকেই ঠিক করে রেখেছিল জিয়াকে নিয়ে পরিকল্পনা। কিন্তু জিয়া কীভাবে জানেন ৭ নভেম্বর অপেক্ষা করছে তার জন্য। জিয়ার তো মৃত্যুও হতে পারত খালেদ মোশাররফের হাতে! তখন প্রেসিডেন্ট আর দল করা হত না! আর জিয়া যদি এতই কৌশলী হন তাহলে নিজের মৃত্যু ঠেকাতে পারলেন না কেন?

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: জিয়া যে জড়িত এ সম্পর্কে দলিল আছে কোন ?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দলিল থাকলে তো জিয়ার মরণোত্তর বিচার করত আওয়াম লীগ। যা আছে শুধু টক শো আর কথা বার্তায়(শুধু মাত্র আওয়ামী লীগের একটা অস্ত্র)। অথচ জিয়া তখন সেনাপ্রধানও নন, দল ও প্রেসিডেন্ট তো অনেক পরের কথা ...

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন,
"কিন্তু জিয়া কীভাবে জানেন ৭ নভেম্বর অপেক্ষা করছে তার জন্য। জিয়ার তো মৃত্যুও হতে পারত খালেদ মোশাররফের হাতে! তখন প্রেসিডেন্ট আর দল করা হত না! আর জিয়া যদি এতই কৌশলী হন তাহলে নিজের মৃত্যু ঠেকাতে পারলেন না কেন? "

-আপনি একজন সিভিলিয়ান, ৭ নভেম্বরের ঘটনায় পড়লে আপনার দেহে প্রাণ থাকতো কিনা বলা মুশকিল; জিয়া ছিলেন একজন জেনারেল, যিনি জীবনে ২টি বড় যু্দ্ধে অংশ নিয়েছিলেন, এবং অফিসার হিসেবে আইয়ুব খানের গুড-বুকে ছিলেন। জিয়া সম্পর্কে যেড ফোর্সের কোন একজন লোকের সাথে পারলে কথা বলবেন; ম্যাঁওপ্যাঁওরা কি বলছে, কি লিখছে, সেটা আপনাকে সাহায্য করবে না।

জিয়া সহজে প্রাণ হারায়নি, উনি ১৮টি কাউন্টার ক্যু ঠেকায়েছেন; নিজের মৃতয়র আগে ৩০০ কে হত্যা করেছে

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেড ফোর্সের কাউকে পাওয়ার দরকার কী? আপনিই তো আছেন। তবে আপনি ঐ সময়ে বাইরে থাকাতে ১৫ই আগস্ট ও ৭ নভেম্বর নিয়ে আপনার ফার্স্ট হ্যান্ড এনালাইসিস থেকে আমরা বঞ্চিত হলাম...

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: জিয়া কি করেছে সেটা পরের ব্যাপার ,বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপের তার কি প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল ? এর কি কি কোন প্রমান আছে নাকি সব গুজব ? জানতে চাই http://www.somewhereinblog.net/blog/chandgazi

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বিষয় রাজনীতিবিদরা সুরাহা করতে চান না যাতে রাজনীতি করা যায়...

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: ১৯৭৫ সালে ১৫ই আগষ্টের বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিম্নপদস্থ কর্মকর্তা একটা অভ্যুত্থান পরিচালনা করে।আর সেই অভ্যুত্থানেই জীবন দিতে হয় বাংলাদেশ নামক একটা দেশ গড়ার
প্রধান কারিগর ততকালিন রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবার শুধু বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে অবস্থানের কারনে বেঁচে যান এবং কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা। ।সেই অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন বা যারা সেই অভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন তারা হলেন,মেজর শরীফুল হক (ডালিম) বীর উত্তম, মেজর সৈয়দ ফারুক রহমান এবং মেজর রশিদ। তবে সেই অভ্যুত্থানের সাথে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তা জড়িত ছিলেন না। মেজর ফারুক, মেজর রশিদ এবং খন্দকার মোশতাক আহমেদ-এর গড়া সরকার আরও একটি অভ্যুত্থানের মাধ্যমে ৩রা নভেম্বর, ১৯৭৫-এ ক্ষমতাচ্যুত হয়। সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম।

সব শেষে আমি ব্যাক্তিগত একটা মত দিবো
সেটা হল এখন রাজনীতির ছায়া তলে নিজেদের ধরে রাখতে আর বিএনপিকে হেয়ও করার জন্যই কিছু মানুষ আছে যারা
কোনো তথ্য ছাড়াই বার বার বলে আসছে বঙ্গবন্ধুকে জিয়া হত্যা করেছে । অথচ বঙ্গবন্ধুর হত্যা বিষয় যত লেখা পড়েছি
কোথাও কারো লেখায় জিয়া যে জরিত ছিলেন এমন লেখাও পাইনি। অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।


বিশেষ করে আমাদের চাঁদ ভাইয়ের মত লোক হলে কথায় নাই। ;)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বঙ্গবন্ধু ও আওয়ামী লীগার রা মেনে নিতেই পারে না যে, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে কোন ব্যক্তি বা দল টেক্কা দিতে পারে। মহানায়ক জিয়ার আবির্ভাবে তাদের ব্যবসার চরম ক্ষতি হয়। যে কারণে তারা বরাবরই জিয়াকে কলংকিত করার চেষ্টা করে ও করে যাচ্ছে। গতকালই হাসু মামা'র পোস্টে আমি লিখেছিলাম, আল্লাহ বাঁচাইছে তখন জিয়াউর রহমান কিংবা বিএনপি ক্ষমতায় ছিল না। ক্ষমতায় ছিল তাদেরন নেতারা। নাহলে আওয়ামী লীগ যে কী করত...

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: হ্যা দেখছি ইদানিং হাসু ভাইও রাজনীতি নিয়ে মাঝে মাঝে বেশ ভালো পোস্টই লেখছেন । আমিও চাঁদগাজী ভাইয়ের কাছে একটা
পোস্টে প্রশ্ন রেখেছিলাম কিন্ত কোনো উত্তর পাইনি। আল্লাহু সর্বশক্তিমান।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো বেশী আলোচনা হতে হবে। সত্য উদ্ভাসিত হোক...

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

হিংস্র ঈগল বলেছেন: বঙ্গবন্ধু এবং শহীদ জিয়া যার যার ক্ষেত্রে স্মরণীয়। কিছু কিছু অবারচীন আছে যারা সুযোগ পেলেই এই ইস্যুতে জিয়াকে হেয় করতে চায়।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরা আর কোন অস্ত্র না পেয়ে মৃত ব্যক্তিকে নিয়ে কল্প কাহিনী রচনা করে...

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

করুণাধারা বলেছেন: ভালো পোস্ট।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন:
মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের আত্মা।

মসজিদে আজান হচ্ছে। শেখ মজিব বললেন, তোমরা কি চাও? শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব। শেখ মুজিব আবার বললেন, তোমরা কী চাও?
মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু বাইরে আসুন।
কোথায় আসবো?
মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার, একটু আসুন।
শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে?
এই সময় স্বংয়ক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজন নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল।
সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিড়িতে লুটিয়ে পড়লেন।

বত্রিশ নম্বরের বাড়িটিতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল।

মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে।
মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।

হৃদয়ের গভীর থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১৫ই আগস্টের পর জিয়াউর রহমান অন্য সেনা অফিসারদের মত মুশতাক সরকারের আনুগত্য মেনে নেন। তার প্রায় ৩ মাস পর তিনি ক্ষমতায় আসেন। আপনি লিখেছেন ২ মাসে তার নির্দেশে ১১৪৩ সৈনিক ও অফিসারকে ফাঁসিতে ঝুলানো হয়। গোলাম আজম ফেরত আসে আরও ৩ বছর পর। আপনার এসব মিথ্যা তথ্য...

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিকমত হোমওয়ার্ক না করেই পোস্ট দিলেন??:D
@ বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াকে জড়িত করার কোন যুক্তিই থাকতে পারে না...
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা.......

জিয়াউর রহমান 'go ahead' বলা মানেই এই নয় যে, জিয়াউর রহমান জানতেন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে
..মেনে নিলুম। তবে সিনিয়র অফিসার হিসেবে উনার তো কিছু করার ছিল....
★ মেজর জানতেন তার জিগরি জুনিয়র অফিসাররা অভ্যুত্থান ঘটাবে। তা সত্ত্বেও তিনি তাদের বাঁধা দিলেন না কেন?(অভ্যুত্থান তো সংবিধান বিরুদ্ধ কাজ)
★ মুজিব হত্যার খবর পাওয়ার পর আসামীদের কোর্টমার্শাল করলেন না কেন?(সমর্থন দিলেন)
★ পঞ্চম সংশোধনী করলেন কেন? (অপরাধীদের মুক্তি দিতে)
★ গোলাম আযমকে জামাই আদর করলেন কেন?

@বজলুল হুদা এসে ব্রাশফায়ার করেন!
.. আমি তো জানি আকামটা করেছে নূর চৌধুরী(৮০%)।


পুনশ্চঃ প্রশ্নের উত্তর আমার জানা, তবে আপনার জবাব চাই.....;)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন:
আমি চাঁদগাজীর মত এক টানে পোস্ট লিখে ফেলি ;) হোমওয়ার্ক বেশী করি না...
১ম তারকা প্রশ্নের উত্তর - তিনিও চাইতেন পরিবর্তন আসুক। আমি যেমন চাই শেখ হাসিনার পতন হোক। তখন আওয়ামী লীগের যিনি শেখ কামালের বিয়েতে উকিল বাবা হয়েছিলেন তিনিই খন্দকার মুশতাক! তেনারাই চাইতেন মুজিবের পতন হোক। আওয়ামী লীগের বড় এক নেতা বলেছিলেন, 'ফেরাউনের শাসনের অবসান হয়েছে' কর্নেল তাহের বলেছিলেন 'মুজিবকে হত্যার পর উচিত ছিল বডি সাগরে ফেলে দেয়া হলো...
২য় তারকা প্রশ্নের উত্তর - মুজিব হ্ত্যার সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। তিনি মুশতাক সরকারের আনুগত্য মেনে নেন। এরপর তাদের বিচার না করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়। যেটা করেছিলেন মুশতাক। তবে জিয়া 'সময়ের' সুযোগ সন্ধানী সেটা চাঁদগাজীর এক পোস্টের মন্তব্যেই আমি বলেছি...
৩য় তারকা প্রশ্নের উত্তর - পঞ্চম সংশোধনী অপরাধীদের মুক্তি সংক্রান্ত নয়। সেটা হলো সংবিধানে বিসমিল্লাহ বসানো সহ আরো অন্যান্য। হোমওয়ার্ক আপনিও করেন না X( (view this link)
৪র্থ তারকা প্রশ্নের উত্তর - গোলাম আজম পাকিস্তানের পক্ষে ছিলেন। তবে বাংলাদেশের নাগরিক ছিলেন। গোলাম আজম-এর বিরুদ্ধে তখন কোন মামলা ছিল না যে দেশে আসতে পারবেন না। এখন যেমন - অনেক বিএনপি কর্মী আমার সাথে প্রবাসে আছে। দল ক্ষমতায় গেলে তেনারাও দেশে যাবেন :D

@ হুমমম। সম্ভবত বজলুল হুদা অথবা নূর অথবা দুজনেরই নাম এসেছিল...

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

শিখণ্ডী বলেছেন: বঙ্গবন্ধুকে তো মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছিল। মিথ্যা ছড়ানো হয়েছিল। সব অন্ধকার ফুরে আবার ঠিকই ইতিহাস থেকে বের হয়ে এসেছেন। জিয়ার যদি কোন যোগসাজশ থাকে মুজিব হত্যায় তবে এত কথা চালাচালির কী দরকার? তথ্য-প্রমাণ হাজির করলেই তো মিটে যায়; অবশ্য তাতে রাজনীতিটা করা হয়ে ওঠে না।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন। জিয়াউর রহমানকে খেতাব দিয়েছে বঙ্গবন্ধুর সরকার। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার সাথে বঙ্গবন্ধুর ছিল পিতৃসম সম্পর্ক। তেনারা দুইজন দুইজনের বিরুদ্ধে বিষেদাগার করেননি। তাহলে খামাখা জিয়াকে বঙ্গবন্ধুর খুনী বানানোর অপচেষ্টা করা ঠিক না...

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

তাওহিদ হিমু বলেছেন: জিয়াউর রহমান দোষী ছিলেন কিনা, তা আমি জানি না। যারা তাকে দোষী বা বিদুষী বলে চিল্লায়, তাদের দুনোপক্ষের প্রায় সকলেই আবেগের বশে তা করে বলে আমার বিশ্বাস৷ আমি মনে করি, তাকে দোষী বা নির্দোষ বলার আগে আমার প্রচুর পড়াশোনা করা উচিত। কারণ বিষয়টি স্পর্শকাতর ও জটিল।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব আলোচনা শেখ হাসিনার ৯৬-০১ টার্মেও ছিল না। এগুলো শুধু বিএনপি ও জিয়াকে হেয় করার অপচেষ্টা...

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


@তাওহিদ হিমু,

আপনি বলেছেন, " আমি মনে করি, তাকে দোষী বা নির্দোষ বলার আগে আমার প্রচুর পড়াশোনা করা উচিত। কারণ বিষয়টি স্পর্শকাতর ও জটিল। "

-কার লেখা বই পড়তে হবে, আপনার? নাকি এমপি পিন্টো'র; কিংবা হকিং'এর? লিখতে হয় বলে, কিছু একটা লিখেন, কিন্তু অর্থহীন!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষের বই-ই বাজারে আছে। যে যেভাবে ইতিহাসকে দেখে...

১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার প্রতিউত্তর দারুন হয়েছে। চন্দ্রগাজী যে কবে এমন প্রতিউত্তর করা শিখবে??:P


সংবিধান তো আমার টুকটাক মুখস্ত। ভুল তো হবার কথা নয়.....
পঞ্চম সংশোধনী আইন এই সংবিধান আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন করা হয় এবং তাতে ১৮ প্যারাগ্রাফ নামে একটি নতুন প্যারাগ্রাফ যুক্ত করা হয়। এতে বলা হয় যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখসহ ওই দিন থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্যন্ত (ওই দিনসহ) সামরিক আইন কর্তৃপক্ষের যে কোনো ঘোষণা বা আদেশ বলে সম্পাদিত সংবিধানের সকল সংশোধনী, সংযুক্তি, পরিবর্তন, প্রতিস্থাপন ও বিলুপ্তি বৈধভাবে সম্পাদিত বলে বিবেচিত হবে এবং কোনো কারণেই কোনো আদালত বা ট্রাইব্যুনালে এসবের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না।;)

http://www.somewhereinblog.net/blog/rocky_dreammer/29309518

* গোলাম আযমদের রাজনীতিতে এনে মেজর বিষবৃক্ষ রোপন করেছেন।
* শুধু শেখ হাসিনা কেন? পুরো পরিবারতন্ত্র নিপাত যাক, সুস্থ রাজনীতি মুক্তি পাক।

জয় বাংলা।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি অনেক বুদ্ধিমান। না হলে কী আর এত উপরে যেতে পারতেন! তেনার প্রেসিডেন্ট হওয়ার আগের কাজগুলোর বৈধতা দেয়ার জন্য ঐ সংশোধনীর দরকার ছিল। তা না হলে চেতনাবাজ বাংলাদেশীরা ক্ষণে ক্ষণে এইটা সেইটা চ্যালেঞ্জ করত। তিনি দুই তৃতীয়াংশ আসন জিতে ঐ সংশোধনী করেন। একই কাজ আমার কাক্কুও করেছেন। আফটার অল তেনারা সংবিধান মেনে চলেন...

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি মেজর রশিদের সাক্ষাতকার পড়েছি। সে সেখানে বলেছে যে, বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না। রশিদরা চেয়েছিল তথাকথিত একটা প্রহসনমুলক বিচার করে তার পর বঙ্গবন্ধুকে হত্যা করতে। এমনকি যারা বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে প্রথম ঢুকেছিল তারাও গুলি করেনি। সৈনিকদের জটলার পেছন থেকে এসে বঙ্গবন্ধূকে গুলি করে কেউ বা কাহারা।

এখন প্রশ্ন দাড়াচ্ছে, তাহলে এমন কোন ঘটনা ঘটেছে যে সাধারন সৈনিকরা জানতই না যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে? কিংবা এমন কোন গ্রুপ ছিল কি যারা এর সুযোগ নিয়েছিল? সুযোগ নিয়ে থাকলে বিদেশী শক্তির ভুমিকা থাকা অনিবার্য।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ রশীদ তৃতীয় মাত্রাতে বলেছিলেন, মুক্তিযুদ্ধেও মারা যাওয়ার সম্ভাবনা ছিল। সেদিনও ছিল। যদিও তারা কী চেয়েছিলেন এই প্রশ্ন তুলে এই হত্যাকান্ডকে জাস্টিফাই করার উদ্দেশ্য নেই। যুদ্ধক্ষেত্রেও নারী ও শিশুদের রেহাই দেয়া হয়। সেখানে এতগুলো হত্যা কোন মতেই সমর্থন যোগ্য নয়। তবে অনেক সময় নতুন তথ্য পেলে গ্রহণ বা হজম করতে দ্বিধাবোধ করি...

১৬| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

অ্যান্থনি মাসকারেনহাসকে দেওয়া খুনীদের সাক্ষাতকারে উত্তর মিলে যায়!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরা বলেছিল জিয়া জানত তাদের পরিকল্পনা সম্পর্কে - এটুকুই...

১৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



আবার শোনেন! আপনি কি কম শোনেন কানে নাকি না দেখেই পোষ্ট করেছেন?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি পোস্টের শিরোনাম ও লেখা পড়ে মন্তব্য করেছেন তো?

১৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

মেজর রশিদ কি বলেছে অ্যান্থনি মাসকারেনহাস কে আবার শুনেন! ভুলভাবে বিশ্লেষণ করবেন না।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই আপনার কিছু বলার থাকলে বলেন। আমরাও জানি। ঐ সাক্ষাৎকারের কোন অংশ সম্পর্কে আপনার আলোচনা করার ইচ্ছে?

১৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
গো এহেড এর আগেও অনেক কথা আছে। ওগুলো কই?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেখানে সরকার পরিবর্তনের ব্যপারে বলা হয়েছে। হত্যার ব্যপারে বলা হয়নি। এমনকি মুশতাককেও খোলাসা করে বলা হয়নি মুজিবকে হত্যা করা হবে...

২০| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

খুনী রশিদ ফারুকের কন্ঠেই সব পরিষ্কার হয় যে উনি সব জানতেন!


লিংক ১ মিনিটের পর মনোযোগ দিয়েন ভাল করে আর বিশ্লেষণ করিয়েন।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানেই তো টুইস্ট। তারা বলেছে পরিবর্তন চায়। জিয়া বলেছে, সিনিয়র হিসেবে আমি এসবে থাকতে পারি না। তোমরা পারলে কর। পরে ফারুক বলেছে, আমরা ব্যক্তির জন্য কাজ করি না, দেশের জন্য করি। এই তো!

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার অ্যানালাইটিক্যাল এ্যাবিলিটিতে হুয়াট মার্ক রেখে গেলাম! থ্যাংকস!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো দিয়ে এখন সত্য মিথ্যা কিছুই নির্ধারণ হবে না। শুধু মনের খোরাখ। যে যেভাবে নেয়। মন্তব্য ও আলোচনার জন্য ধন্যবাদ...

২২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



তারা কি ঘাস কাটার জন্যে উনার লিডারশীপ চেয়েছিল?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। তারা চেয়েছিল ব্যর্থ মুজিবের পতনের পর জিয়া দেশকে নেতৃত্ব দিবে (যদি তারা মুজিবের পতন ঘটাতে পারে)। আর জিয়া ভেবেছিল রক্তপাত ছাড়াই আর্মি মুজিবকে হটাতে পারবে। ঠিক আছে!

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে এটা কে বলেছে? ঠিক নাই! মেজররা কি জিংলবেল গাইতে গাইতে মুজিবের পতন ঘটাত। রশীদ তো বলেই দিছে য়ুই হ্যাভটু কিল হিম! পরিকল্পনা এটাই ছিল ওদের! ফারুক জানত! ভাবী সেনাপ্রধানকে ভুগিজুগি দিলে তার পিঠের খাল থাকত না। সে তার মনোভাব বুঝেই প্রস্তাব রেখেছে। এটা ক্লিয়ার!


আপনি কল্পনারস ভালই সাজিয়েছেন তবে ওতে কিছুটা লজিকের ঘাটতি আছে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ...

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন: শুভরাত্রি!

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
পুতুল মোশতাককেই চিফ বানিয়ে দিলেন?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে তখনকার আওয়ামীলীগের অন্যতম প্রভাবশালী নেতা। আর্মির প্ল্যান তাকে আর জিয়াকে লক্ষ্য করে এগুচ্ছিল...

২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৮

Mohammad Israfil বলেছেন: শেখ মুজিব কে যে হত্যা করা হবে এটা দেশী বিদেশী বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দেশের উচ্চ পর্যায়ের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ জানতেন। কিন্তু তখন শুধু জিয়া নয়, কেউ কিন্তু এগিয়ে আসেন নি, বঙ্গবন্ধুকে বাঁচাতে। তাহলে মানুষ শুধু জিয়া কে কেনো একা দোষে? বাকীদের কেনো দোষারোপ করা হয় না? তাছাড়া তখনকার আওয়ামী লীগ দলই বা কই ছিলো?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো বললে যে ব্যবসা বন্ধ হয়ে যাবে...

২৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আবেগ আর যুক্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনার পোস্টের শিরোনামই জিয়া সম্পর্কে মূল্যায়নে যথেষ্ট।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

২৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬

নীল আকাশ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল কে বলছি ......।
আপনি বলেছেন : "জিয়াউর রহমান 'go ahead' বলা মানেই এই নয় যে, জিয়াউর রহমান জানতেন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে
..মেনে নিলুম। তবে সিনিয়র অফিসার হিসেবে উনার তো কিছু করার ছিল...."

এই কথাটা সফিউল্লকে নিয়ে বলেন না কেন? উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন ? সিনিয়র অফিসার হিসেবে উনার তো সব কিছু করার ছিল । উনি কেন করেন নি? উনাকে কেন দায়ী করেন না ? উনাকে কেন বিচার করেন নি? উনি আওয়ামী লীগ করেন দেখে সাত খুন মাপ তাইনা ! আজব বিচার!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাইতো আওয়ামী লীগের দুঃখ। সেনাপ্রধান তেনাদের। মুশতাক তেনাদের। অথচ সব দোষ গরুর রচনার মত জিয়ার উপরই দেয়...

২৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাফা বলেছেন: বঙ্গবন্ধু হত্যা জিয়া কতটুকু জানতেন।
যুদ্ধাপারাধিদের বিচারের সময় রাজাকারে আওলাদরা এভাবে পোষ্ট দিতো আর বলতো সে প্রকৃতপক্ষেই ঝাতিয়াতাবাদের সৈনিক।আর এখনকার ট্রেন্ড হইতেছে ঝাতিয়তাবাদিরা শিবিরের পরিচয় দিতেই সাচ্ছন্দ বোধ করে।কারন এখন ছাত্রদল বললেই পেট্ট্রোল বোমারু মনে করে সবাই।
এটা ১৯৮০ সাল না জনাব এটা হলো ২০১৮ আঙ্গুলের এক টিপেই চলে আসে সব চোখের সামনের পর্দায়।বঙ্গবন্ধু হত্যাকান্ড কোন সামরিক ক্যু ছিলোনা ।এটা পরিস্কার -নাটের গুরু জিয়াউর রহমানের উচ্চাভিলাষী কদর্য চেহারার বর্হিপ্রকাশ।এটা পরিকল্পিত চক্রান্ত করে সরাসরি হত্যাকান্ড।এটা বিচারের মাধ্যমে এখন প্রমাণিত সত্য।ফিল্ডে যারা সরাসরি ছিলো শুধু তাদের বিচার দেখেছে বাংলার মানুষ।এটার অন্তরালে যারা মূল কারিগর তাদেরও বিচার হবে ২য় অধ্যায়ে ।একটু সবুর করেন।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট খুনিদের সাথে বঙ্গবন্ধু কথপোকথনের কিছু অংশ বলি খুব মনোযোগ দিয়ে শুনুন তাহোলেই বুঝতে পারবেন।আর জেগে ঘুমালে কারো সাধ্য নেই আপনাকে জাগাবে।

মেজর ফারুক- আপনি নেমে আসুন স্যার।
বঙ্গবন্ধু-তোদের কথায় আমি যাবো! তোরা কি ভেবেছিস?এভাবে আমি আমার দেশকে ধ্বংস হতে দেবোনা।আমি ক্ষমতা চাইনা ।আর্মিরা যদি দেশ চালাতে পারে ক্সমতা নিয়ে নিক।জেনারলরা কোথায়?
মেঃ মহিউদ্দিন-তারাই আমাদের পাঠিয়েছেন।
বঙ্গবন্ধু- ধমক দিয়ে,তারা কারা?তারা আসতে পারলোনা?
মেঃ মহিউদ্দিন-আপনি গেলেই দেখতে পাবেন স্যার।জেনারেল জিয়া আপনার জন্য অপেক্ষা করছেন।এরপর থতমত খেয়ে আর কিছু বলতে পারছিলোনা এখানেই সমাপ্তি ঘটতে পারতো মিশনের।
এরপরেই ঘটণাস্থলে আবির্ভাব মেজর ডালিমের।
মেঃ ডালিম-এত দেরি কেনো !
মেঃ ফারুক অশহায়ভাবে ডালিমের দিকে তাকালে ,ডালিম বললো বঙ্গবন্ধু আর পাঁচ মিনিট সময় পেলে আমরা সবাই ধ্বংস হয়ে যাবো।এখনই তাকে মেরে ফেলো।ডালিমের এই কথার সাথে সাথেই রিসালদার মোসলেম উদ্দিন ও নায়েবে রিসালদার সারোয়ারের স্ট্যানগান দুটো এক সাথে গর্জে উঠে পুরো ম্যাগজিনের ৬৪টি গুলি শেষ করে খুনিরা।
বঙ্গবন্ধু-ইয়াহ আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো।এটুকু বলেই তিনি পড়ে যান সিড়িতে যেখানে তার মথাটি ছিলো নিচের দিকে।সময় তখন ভোর ৫:৪০মিনিট।বাঙালী জাতির সাথে ঘটলো তার চিরতরের বিচ্ছেদ।
ফারুক আরো মিনিট খানিক দাড়িয়েছিলো।তারপরেই অপেক্ষমান জিয়াকে জানানো হলো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।এবং তারা এখন বাংলাদেশ বেতারের দিকে যাচ্ছে।
সে জন্যই জিয়াকে যখন সকালে তার কোয়ার্টারে গিয়ে জানানো হলো তখন তিনি খুব স্বাভাবিক ভাবেই বলেছিলো প্রেসিডেন্ট মারা গেছে তো কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট'তো আছে ,সো ক্যারি অন।তার প্রতিটি আচরনেই প্রকাশ পেয়েছে সব কিছুই জানতো জিয়াউর রহমান।

যারা কমেন্ট করেছেন এখানে সবাই একটু আমার দেওয়া লিংকে গিয়ে একটু পড়ুন।এই ব্লগার খুব চাতুর্যের সাথে মিথ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার মিশনে নেমেছে।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি শেখ হাসিনা সৎ প্রধানমন্ত্রী হতেন তাহলে এখনই তেনাকে বলতাম আপনাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করার জন্য। এভাবে তাঁর পিতাকে নিয়ে গল্প(হে আল্লাহ! বাংলাদেশকে রক্ষা কর!!) বানানোর জন্য। আল্লাহ বঙ্গবন্ধুকে জান্নাতবাসী করুক...

৩০| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিক চিক করে জলে তা হল মানুষটির সাহস। আর জ্যোৎস্না রাতে রূপালি কিরণ ধারায় মায়ের স্নেহের মত যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তার বোধ জাগিয়ে তুলে তাহলো তাঁর ভালোবাসা।'

..:: বলছিলেন, আহমদ ছফা।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আচ্ছা...

৩১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @নীলআকা৩৯ ,
কুল ম্যান! আপনার সব প্রশ্নের উত্তর পেতে পড়ুন.... "তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা।;)


পোস্টটি মেজর জিয়াকে নিয়ে, অন্যদের নিয়ে আসলে পোস্টের চেয়ে মন্তব্য বড় হয়ে যাবে।
জিয়া, খালেদ মোশাররফ, শাফায়েত জামিল সমর্থন দিয়েছে ফারুক-রশিদ গংকে। আর শফিউল্লাহ সমর্থন দিয়েছে(দিতে বাধ্য হয়েছে) সিনিয়র অফিসার দের। তবে সেটা কেন, বা কোন পরিস্থতিতে তার জন্য বই পড়ুন। কারণ আমি নিজেই একটা ডোডো, আর সামুর লেখকদের বিদ্যের দৌড় সুবিধান নয়....

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শফিউল্লাহ যে এখন মিথ্যা বলছে না তার গ্যারান্টি কী? শফিউল্লাহ যদি আওয়ামী লীগে যোগ না দিত তাহলে তেনাকেও জিয়ার মত শুনতে হত অপবাদ। তখন আর শুনতে হত না অস্ত্রের মুখে বাধ্য হয়েছিলেন আনুগত্য মানতে...

৩২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সেনাবাহিনী অনেক সিনিয়র সদস্য থাকা সত্ত্বেও কেবল জিয়াকে নিয়ে প্রপাগান্ডা দূরভিসন্ধিমূলক। অনেকটা ছাত্রলীগের হেমলেট পড়ে মানুষদের নির্যাতন করার মতো ।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাসে নায়ক হয় একজনই। শেখ মুজিবের জনপ্রিয়তাকে জিয়াউর রহমান ছাড়িয়ে যাওয়াতে আওয়ামীলীগ ও চেতনাজীবিদের এটাই অস্ত্র যেন তেন ভাবে জিয়াকে ছোট করা...

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সেলিম আনোয়ার
সেলিম ভাই!
ব্যাপারটা সোজা, অনেক অফিসার জড়িত থাকলেও এককভাবে এর সুবিধা ভোগ করেছে মেজর জিয়া।

কে এম শফিউল্লাহ, শাফায়েত জামিল চাকরিচ্যুত হয়েছে, খালেদ মোশাররফ নিহত হয়েছে, ফারুক-রশিদ দেশছাড়া হয়েছে।


আপনাদের চিন্তাধারা দেখে অবাক হই। কোন মুখে মেজরের অপকর্মগুলো সমর্থন করেন, লজ্জা করে না। X(

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক হওয়ার কিছু নেই। জিয়াউর রহমান জনপ্রিয় অফিসার ছিলেন সৈনিকদের কাছে। তার উপর সুযোগ পেয়ে হয়ে যান স্বাধীনতার ঘোষণা পাঠকারী। ছিলেন বঙ্গবন্ধু কর্তৃক ঘুষ বিহীন বীর উত্তম। যেড ফোর্সের প্রধান(তিনটি ফোর্সের একটি)। সময় তাঁকে উপরে তুলেছে। বাকীগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। ভালো মন্দে মানুষ...

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য মিথ্যা বুঝিনা তবে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর হত্যাকারিদের কঠিন বিচার হওয়া প্রয়োজন।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়েছে তো...

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২৯ নং মন্তব্যকারী দেখি মনের মাধুরী মিশিয়ে বাংলা সিনেমার স্ক্রিফট লিখেছেন!!! =p~

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি সিরিয়াস উত্তর লিখতে গিয়েও হাসছিলাম উনার মন্তব্য পড়ে। একেবারে হাসান, হানিফ লেভেলের মিথ্যা...

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

হযবরলঃ বলেছেন: ভাই আপনি কি কম বুদ্ধির মানুষ, না দলকানা ? ;)

@ সেলিম আনোয়ার,
প্রিয় কবি "হেমলেট পড়ে" না "হেলমেট পরে" বিষয়টা আগে পরিষ্কার করুন?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম বুদ্ধির মানুষ এবং দুই পরিবার বিরোধী দেশপ্রেমিক...

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: তালগাছ ভাই,
আমি এই বলি না যে আমি সব জানি - এই ধরনের কথা শুধু মাত্র মুর্খ্যরা বলে থাকে এবং অযৌক্তিক তর্ক করে, আমি একটি কথা বুকে হাত দিয়ে বলতে পারি আমি ইতিহাসের কড়াল সাক্ষি - এই দেশে সবচেয়ে যা বেশী বিকৃত হয়েছে তা হচ্ছে এই দেশের ইতিহাস” আর তাই রাজনীতি নিয়ে হাতে গোনা কয়েকজন ব্লগার ছাড়া আর কারো সাথে আমি কথা বলি না ।।

চাঁদগাজী ভাইয়ের ব্লগে কমেন্ট করেছি তার কপি আপনার ব্লগেও কপি পোষ্ট করছি: চাঁদগাজী ভাই, আমার মনে হয় নতুন প্রজন্মের সাথে ১৯৪৭-২০০০ সন অব্ধি ঘটনা কথা বলা উচিত নয় । এটি পরিত্যাগ করা উচিত, নতুন প্রজন্মের দরকার এন্টারটেইনমেন্ট, ইতিহাস না !!!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা আমাদের জাতিগত হিসেবে ব্যর্থতা মাত্র ৪০/৪৫ বছর আগের ইতিহাস নিয়েও আমাদের মধ্যে কত গরমিল। আবার যারা এসবের সুরাহা করবেন তারাও যার যার মত মতবাদ নিয়ে বসে আছেন। নির্মোহ সত্য কেউ খুঁজতে চায় না। কারণ তাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে 'মুক্তিযুদ্ধ' ব্যবসায়ী আওয়ামী লীগ...

৩৮| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

ডার্ক ম্যান বলেছেন: জিয়া ধোঁয়া তুলসী পাতা। নাদান বাচ্চা। তার অধিনস্তরা ক্যু করার পরিকল্পনা করছে যেটা অপরাধ কিন্তু তা কাউকে জানালেন না।
জিয়াপ্রেম দূরে সরিয়ে সত্য জানানোর চেষ্টা করুন না পারলে চুপ থাকুন। রূপকথার গল্প বানাইতে আসিয়েন না।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া ফেরেশতার মত কোথায় বললাম। জিয়া জানত অনেক কিছু এটাও তো অস্বীকার করিনি। সব পক্ষের লেখাই পড়ুন। সত্য ইতিহাস সবারই জানা উচিত। তবে হজম করতে অনেকের কষ্ট হয়...

৩৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: জিয়া শহিদ হলেন। তার জানাজায় মানুষের ঢল নেমেছে। তার জন্য দেশের মানুষ দোয়া করেছে। তার হত্যার বিচার হয়েছে। তার মানে প্রশাসন মানুষ বা জনতা জিয়ার শাসনে সন্তুষ্ট ছিল দারুন ভাবে। আওয়ামীলীগ বেজার হওয়াটাই স্বাভাবিক। কারণ তারতো আওয়ামীলীগ। তার জিয়া পেছনে লাগবেন কুৎসা রটনা করবেন বাট তাকে ছোট করতে পারবেন না বাংলার মানুষের কাছে। জিয়া সফলতম প্রেসিডেন্ট।জনপ্রিয় তম প্রেসিডেন্ট। বিকৃত ইতিহাস গেয়ে তার জনপ্রিয়তা তৈরি করতে হয় না।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এর আগে এক পোস্ট লিখেছিলাম, জিয়াউর রহমান হলেন বাংলাদেশের এ যাবৎ কালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বা সরকার প্রধান। এগুলো স্বীকার করতে দোষ কোথায়? কিন্তু আমাদের দেশে চেতনাবাজরা মনে করে এসব স্বীকার করলে পাছে বঙ্গবন্ধুর মর্যাদা কমে যায়। আরে যার যার প্রাপ্য তাকে দিতে দোষ কোথায়?

৪০| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

কাছের-মানুষ বলেছেন: জিয়া অত্যন্ত সৎ এবং মানুষের ভালবাসা অর্জন করেছিলেন সেসময় সত্যি।
তবে সেইসময় সেই রকম একটি পজিশনে বসে 'Go ahead' বলে আলটিমেটলি পরোক্ষ্যভাবে অন্য্যয়কে প্রশ্রয় দিয়েছেন।
তার এই প্রশ্রয়ে বিরাট একটি ক্ষতি হয়ে গিয়েছিল, সেই হিসেবে তিনি নিরপরাধ নন।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার সব কিছু আমরা প্রত্যক্ষ করিনি। কার মনে কী যাচ্ছিল কী হচ্ছিল সেগুলো আমরা এখন নির্ণয় করতে পারব না। তাই এগুলোকে ইতিহাসের হাতেই ছেড়ে দিতে হবে...

৪১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

বঙ্গম্যান বলেছেন: মুজিব নিজেই তো জানতেন হত্যার পরিকল্পনা হচ্ছে, সিআইএ, র, মায় কেজিবি পর্যন্ত সবাই নাকি উনাকে সমানে ওয়ার্নিং দিচ্ছিল? উনি নিজে কিছু করলেন না নিজেকে বাঁচাতে? আর খালি সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান জানতেন, উনার উপরে এবং নিচে চেইন অফ কমান্ডে কেউ কিছু জানত না? জানলেও তারা কেউই মুজিবকে বাঁচানোর দরকার মনে করে নাই? হাসিনার মন্ত্রি ইনু, কিংবা যার জন্য আমলীগাররা আজ কেঁদে বুক ভাসায়, সেই জাসদ কমান্ডার কর্নেল তাহের কিছু জানতেন না? জিয়াউর রহমান জানলেই বা কি? একজন অত্যাচারী স্বৈরাচারকে বাঁচানোর সব ঠেকা তার পড়ছে?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত দোষ সব জিয়াউর রহমানের...

৪২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

বঙ্গম্যান বলেছেন: জিয়ার বিরুদ্ধে গেলে ফারুক রশিদের মুখের কথাও আওয়ামীদের কাছে বেদবাক্য। তখন ফারুক রশিদ ওদের কাছে সত্যবাদী যুধিষ্ঠির। দেউলিয়া আর কাকে বলে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শফিউল্লাহ আওয়ামী লীগ না করলে এখন জেলের ভাত খেত ঐ সময়ের দায়িত্বে অবহেলার কারণে। এ কে খন্দকারও একটা বই লিখে এখন আওয়ামী লীগের শত্রু হয়ে গিয়েছেন। এরকমই হয় তাদের বিপক্ষে গেলে...

৪৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

বিদেশে কামলা খাটি বলেছেন:
জিয়া সাহেব মরে বেঁচে গেছেন। নইলে তাকেও ২০১০ সালে ফাসিতে ঝুলতে হত।
সময় সবার সব সময় ভালো যায় না।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা তো বটেই...

৪৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

প্রশ্নবোধক (?) বলেছেন: মুল কথা হলো, সবমাছেই গু খায় গাড্ডু (টাকিয়া) মাছের নাম হয়।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

অক্পটে বলেছেন: এবার ভাবুন বিনা লাইসেন্সের প্রধানমন্ত্রীর মুখে কতবড় মিথ্যাচার! তো এর সাঙ্গপাঙ্গরাতো এমনই বলবে। জিয়ার জনপ্রিয়তার কাছে ম্লান এই গোষ্ঠির মিথ্যাচারে কি আসে যায়। ওদের কল্পকাহিনী দিয়ে ওরা যাত্রা পালা করে বেড়াক।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কয়টা দিন ব্যস। এরপর এদের যাত্রা পালা প্রাকৃতিক ভাবে চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ...

৪৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

ফাহীম দেওয়ান বলেছেন: বাহ, কি আপনার বিবেচনা আর কি আপনার কমপ্যারিসন ক্ষমতা !!!!
দেখে কিছু বলার আর প্রয়োজন পড়লো না, বুঝে গেলাম আপনার পোষ্টের অসাধু উদ্দেশ্য।

"লেখক বলেছেন: ইতিহাসে নায়ক হয় একজনই। শেখ মুজিবের জনপ্রিয়তাকে জিয়াউর রহমান ছাড়িয়ে যাওয়াতে আওয়ামীলীগ ও চেতনাজীবিদের এটাই অস্ত্র যেন তেন ভাবে জিয়াকে ছোট করা.."


১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নায়ক বলতে তখনকার আর্মি অফিসারদের মধ্যে বুঝিয়েছি। শেখ মুজিবের অবদান ও অবস্থান আলাদা। কিন্তু দেশ পরিচালনায় জিয়াউর রহমান তাঁকে ছাড়িয়ে গিয়েছিলেন...

৪৭| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

ফাহীম দেওয়ান বলেছেন: @লেখকঃ কিন্তু আপনাকে এটাও বিবেচনায় আনতে হবে স্বাধীনতার ঠিক পরে বংগবন্ধু ঠিক কতটুকু সময় পেয়েছিলেন আসলে এই দেশ টিকে পরিচালনার জন্য। যুদ্ধ বিদ্ধস্থ দেশকে স্থিতীশীল অবস্থায় আনাটা ঠিক কত টুকু কঠিন যখন অনেক অস্ত্র ছিলো মানুষের হাতে যা ঠিক সময়ে ফেরত দেয়া হয়নি যুদ্ধের পরে। সাথে ছিলো অনেক আগাছা।
আচ্ছা বলুনতো জিয়া কেন সামরিক শাসন জারি করে রাখলেন ৭৯ পর্যন্ত ???
সেটা কি গনতন্ত্র ছিলো ??? তবে "বাকশাল" কন্সেপ্ট সাক্সেস হলে কি হতে পারতো ????
আপনারা অনেকে বাকশালের কঠোর সমালোচনা করেন, কিন্তু জিয়া যে সামরিক শাসন দিয়ে সেই একি কনসেপ্ট ফলো করেছিলো ??? কারন জিয়াও বুঝতেন ওই অবস্থা থেকে দেশ স্থীতিশীল করতে হলে আগে কঠোর হাতে শ্রেনী শত্রু দমন করতে হবে অথবা তাদেরকে নিষ্ক্রীয় রাখতে হবে নইলে নানা রকম বিরোধী মত দমনেই সময় নষ্ট হবে। আর তাহলে কোন দিক বিবেচনায় আপনি দেশ পরিচালনায় জিয়াকে এগিয়ে রাখছেন ? বঙ্গবন্ধু বেঁচে থাকলে "বাকশালের" মাধ্যমে ঠিক একি ভাবে শক্ত হাতে দেশের ভেতরের আগাছা গুলোকে দমন করতেন যেন পরবর্তিতে দেশটাকে সুশৃঙ্খল রাজনীতিতে নিয়ে আশা যায়। একজনকে কাজ শুরুর আগেই জীবন থেকে সরিয়ে ফেলবেন আর তার শুরু না হওয়া কাজের মূল্যায়ন করবেন এটা কেমন !!!
জিয়াকে উপরে তোলার জন্য আপনারা অনেক নোংরামী করেন ভাই।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাকশাল সাকসেস হয়নি বলেই তো এত কথা। সাকসেস হলে তো আর বিএনপি'র-ও জন্ম নেয়া লাগত না। ইতিহাস বিজয়ীদের পক্ষে থাকে বা বিজয়ী কনসেপ্টের সাথেই থাকে। তাই শেখ মুজিবের 'বাকশাল'-এর চাইতেও জিয়ার সামরিক শাসনকে জনগণ পছন্দ করেছে। শেখ মুজিবের শাসনে সবাই আশা করেছিল দেশ রূপকথার মত সুখে শান্তিতে থাকবে। কিন্তু মাত্র কিছুদিনের মধ্যেই দলীয়করণ, লুটপাট, চুরি, আত্মীয়করণের কারণে জনগণের মনে প্রশ্ন দেখা দেয়, কী লাভ হলো স্বাধীন হয়ে? তখন পরিবর্তনটা অবধারিত ছিল। যদিও শেখ মুজিবের বাকশাল ভালো উদ্দেশ্যে করা। তবে জনগণ তখন সেটাকে আরেক স্বৈরশাসনের প্রস্তুতি হিসেবেই ভেবেছিল। যাই হোক আবারও বলি, বাকশাল টিকে গেলে জিয়ারও নাম থাকতো না ইতিহাসে...

৪৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

ফাহীম দেওয়ান বলেছেন: @ লেখক - জ্বী ভাই, সবই বুঝেন। কিন্তু এটুকু বুঝেন না যে একটা সম্পুর্ন যুদ্ধবিদ্ধস্থ দেশকে স্থিতীশিল অবস্থায় আনতে কতটা সময় লাগতে পারে। বঙ্গবন্ধুকে সেই সুযোগটা না দিয়েই আপনি তুলনায় যাচ্ছেন!!!!
ইতিহাস সব সময় বিজয়ীর সাথেই থাকে একথাই শেষ নয়। ইতিহাস সেই বিজয়ীকে আস্তা কুড়েও নিক্ষেপ করে যদি সে হয় কোন এক অস্বচ্ছ বা অসম যুদ্ধের বিজয়ী। আবার ইতিহাস পরাজিত নায়কের সাথেও থাকে। ইতিহাস কিন্তু বাংলার পরাজিত শেষ নবাবকে ফেলে দেয় নি। কারন দুর্জন কখনো ইতিহাসের নায়ক হতে পারেনা। জিয়ার কার্যকলাপ মানুষের চোখে নায়কের ধোয়াশা তৈরী করলেও একে একে সে ধোয়াশা কেটে গেছে। বেড়িয়ে এসেছে তার খল নায়কের পোশাক। একটা সময় ছিলো আওয়ামী বিরোধীরা বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে অনেক মিথ্যা গল্প, অপপ্রচার করেছে। আজ আর সেগুলো মানুষ খায়না, তাই তারা সেখান থেকে সরে এসে, বঙ্গবন্ধু মোটামুটি একটা সন্মান দেখালেও সাথে ন্যাকামো করে বোঝাতে চায় জিয়ার অবস্থান তার উপরে। দয়া করে তেমনটি করবেন না, কেন জিয়াকেও দ্বায়ী করা হয় তা বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের বিচার বিশ্লেষন পড়লেই বুঝতে পারবেন কোন দিক থেকে জিয়া অপরাধী।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়াকে কেউ বঙ্গবন্ধুর উপরে বা সমান ভাবতে চায় না। তবে আওয়ামী লীগাররা যখন বঙ্গবন্ধুকে একক সম্পত্তি এবং জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তখন জিয়া অনুসারীরা বাধ্য হয় এই তুলনা করতে। আগে জিয়াকে পাকিস্তানের চর, বাই চান্স মুক্তিযোদ্ধা বলা বন্ধ করতে হবে তারপর বঙ্গবন্ধু তার সম্মান পাবে। তাছাড়া এই তুলনা চলতেই থাকবে...

৪৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ফাহীম দেওয়ান বলেছেন: @ লেখকঃ আপনি বলেছেন -
"জিয়াকে কেউ বঙ্গবন্ধুর উপরে বা সমান ভাবতে চায় না। তবে আওয়ামী লীগাররা যখন বঙ্গবন্ধুকে একক সম্পত্তি এবং জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তখন জিয়া অনুসারীরা বাধ্য হয় এই তুলনা করতে। আগে জিয়াকে পাকিস্তানের চর, বাই চান্স মুক্তিযোদ্ধা বলা বন্ধ করতে হবে তারপর বঙ্গবন্ধু তার সম্মান পাবে। "

মনে হচ্ছে ইতিহাসের টাইম লাইনটা আগে পরে করে দেখতে চাচ্ছেন !!! বঙ্গবন্ধুকে হত্যার পরে দীর্ঘ একুশ বছরের প্রচারিত প্রপাগান্ডা গুলোর জন্ম যারা দিয়েছে, তাদের হীন উদ্দেশ্য গুলো যাচাই করলে দেখতে পারতেন বঙ্গবন্ধুকে তারা কোথায় নামানোর পরিকল্পনা করেছিলো আর জিয়াকে কোথায় তোলার চেষ্টা করা হয়েছিলো। তবেই বুঝতে পারতেন ডিম আগে না মুরগি আগে এসেছিলো। হ্যা এটুকু অকপটে বলতে পারি বঙ্গবন্ধুকে একক সম্পত্তি অনেকেই মনে করে, তার একাংশ করে ক্ষমতার ভাগ পেতে চেটেপুটে বড় হতে, আর অন্য অংশ করে হৃদয়ের ভেতর থেকে কারন তারা চায়না বঙ্গবন্ধু যেন আবার কোন দুর্বৃত্তের কালো থাবায় জর্জরিত না হয়। যেমন আমারা কেউ একজন স্বাধীনতা বিরোধীর গাড়িতে বাংলাদেশের পতাকা দেখতে চাই না।
জিয়াকে যখন বঙ্গবন্ধুর উপরে টেনে তুলতে চাইছেন, তখন এটুকু বলে রাখি বাংলাদেশটাকে প্রতিনিয়ত রক্তাত্ত করার মাষ্টার প্লানটা জিয়া সাহেব বাস্তবায়ন করে গিয়েছিলেন ধর্ম ব্যাবসায়ীদের রাজনীতি করার অধিকারটুকু ফিরিয়ে দিয়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাসকে তার গতিতে চলতে দেয়া উচিত। জিয়াকে কখনো বঙ্গবন্ধুর উপরে তোলার চেষ্টা করা হয় না। এগুলো হল রাজনৈতিক কথার কথা। যার কোন ভিত্তি নেই। আওয়ামী লীগ এত বদনাম করে জিয়া’র যে, তিনি ধর্ম ভিত্তিক রাজনীতির সুযোগ দিয়েছিলেন, তাহলে নিজেরা কেন সেই রাজনীতি নিষিদ্ধ করে না? আছে কোন জবাব?

৫০| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৮

ফাহীম দেওয়ান বলেছেন: @ লেখকঃ না এই জবাব আমার কাছে নেই। তবে বিড়ালের গলায় ঘন্টা বাধার মতো সাহস এখন কেউ দেখাতে পারছেনা, কারন ধর্ম ভিত্তিক রাজনীতির বিষ এদেশের আপামর ধর্ম ভীরু সরল মনা মানুষ গুলোকে এমন ভাবে গ্রাস করেছে যে মানবতার উর্ধে এরা ধর্মকে প্রাধান্য দেয়। অথচ এদের অনেকাংশই ধর্মের মুলমন্ত্র বোঝেনা। ধর্মের নামে কাটাকাটি, হানাহানী, মিথ্যা, গুজব এগুলোকেও মানুষ প্রশ্রয় দেয় অতি সহজেই। তাই এই জায়গায় হাত দেয়ার সাহস কেউ দেখায় না। বরং স্রোতের সাথে মিশে চলাকে মেনে নিচ্ছে। জানিনা এর ফল কতটা ভয়াবহ হতে পারে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.