নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি বিজয়ের নিশ্চয়তা চায়, আওয়ামী লীগ চায় না?

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০



১. ২০০৭/২০০৮ সাল। ১/১১'র সরকারের সময় জরুরি অবস্থা জারির পর অনেকের মত বিএনপি'র প্রয়াত সাংসদ নাসিরউদ্দিন পিন্টুও আত্মগোপনে ছিলেন। তারপর একদিন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে।’ পিন্টু আমার প্রিয় কোন নেতা নয়। কারণ সে ছিল ছাত্রদলের সভাপতি(আমি ছাত্র রাজনীতি ঘৃণা করি)। আর পুরান ঢাকার একজন সন্ত্রাসী। পিন্টুর কথাটা টেনে আনলাম এজন্য যে, বিএনপি'র ব্যপারে গত কয়েক বছর আওয়ামী লীগের(সাথে আগাছা ইনু) নেতাদের কথা বার্তাও সেই প্রবাদটিকে স্মরণ করিয়ে দেয়...

২. ২০০৬ সাল। মওদুদের কুবুদ্ধিতে কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা। কিন্তু লগি, বৈঠা, কাস্তে, শহীদ-গাজীর চক্র দেখে কে এম হাসান অপারগতা প্রকাশ করলেন। সংবিধান অনুযায়ী ২য় বিকল্প দায়িত্ব নিতে রাজি হলেন না। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষ্য অনুযায়ী একই ভাবে ৩য় ও ৪র্থ বিকল্পও রাজি হলেন না দায়িত্ব নিতে(অবশ্য ২য়/৩য়/৪র্থ বিকল্পের কেউ কেউ পরে বলেছেন তেনারা প্রস্তাব পাননি) । ইয়াজউদ্দিন সাহেব সংবিধান অনুযায়ী ৫ম বিকল্প হিসেবে নিজেই দায়িত্ব নিলেন...

৩. ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক প্রধান থাকা অবস্থায় ড. ইউনুস নোবেল প্রাইজ পেলেন। রাষ্ট্রপতি কর্তৃক ব্যপক সংবর্ধনা দেয়া হল। সেই সংবর্ধনায় ড. ইউনুস তাঁর বক্তৃতায় ইয়াজউদ্দিনকে প্রেরণা দিলেন, সাহস দিলেন। বললেন, আমরা সবাই আপনার সাথে আছি। একটা সুষ্ঠ নির্বাচন দেন। আওয়ামী লীগ কিছুটা নাখোশ হলেও(যেহেতু বিএনপি'র প্রেসিডেন্ট) ব্যপক সমালোচনা করেনি(যতটা কে এম হাসানের ব্যপারে করেছিল)। ইয়াজউদ্দিন সাধ্যমত ব্যপক রদবদল করেছিলেন প্রশাসনে। এর মধ্যে আওয়ামী পন্থী ৪ উপদেষ্টা(আকবর আলী খান,সি এম শফী সামি, সুলতানা কামাল, হাসান মশহুদ প্রমূখ যাদের নেয়াই হয়েছিল নিরপেক্ষতার ভারসাম্য রাখার জন্য) পদত্যাগ করে বসেন। আরও নিরপেক্ষ উপদেষ্টাদের দিয়ে স্থান পূরণ করা হয়। সিইসি এম এ আজিজকে নিয়ে বিতর্ক উঠার পর তাঁকেও নির্বাচনের সময় ছুটি দেয়া হয়। ভারপ্রাপ্ত সিইসি করা হয় মাহফুজুর রহমানকে শুধু যেন আওয়ামী লীগ নির্বাচনে আসে...

৪. ৯ম সংসদের নির্বাচনের তারিখ ঘোষিত হয় ২২ জানুয়ারী, ২০০৭। সব দলের মনোনয়নপত্র কেনা শেষ। এরশাদ মাত্র কিছুদিন আগেই তারেক জিয়ার সাথে ছোট মাছ দিয়ে ভাত খান জোটে থাকবেন বলে। সেই এরশাদ চলে যায় আওয়ামী জোটে। ঐ সময় আদালত কর্তৃক এরশাদ জনতা টাওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন। ফলাফল নির্বাচনে অযোগ্য(বাজারে প্রচলিত আছে খালেদার ইশারাতেই ইয়াজউদ্দিনের প্রশাসন এই রায় দেয় আদালতের মাধ্যমে)। আওয়ামী লীগের সাথে বড় কোন দল নেই। বিএনপি জোট বিজয়ের স্বপ্ন দেখছিল। আর তখন আওয়ামী লীগ ভূয়া ভোটার লিস্টের অজুহাতে(এতদিন মনে ছিল না!) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বা আগের দিন গিয়ে সব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়...

৫. তাহলে কী বুঝলেন? যেই মাত্র এরশাদ নির্বাচনে অযোগ্য হয়ে গেলেন তখন লীগারদের মনে হল একা নির্বাচনে জিততে পারবে না। কারণ বিজয়ের আশা ছিল বলেই এবং ইয়াজউদ্দিন, তেনার উপদেষ্টা পরিষদ, আর্মির উপর কিছুটা ভরসা ছিল বলেই তেনারা মনোনয়নপত্র কিনেছিলেন। তেনাদের দাবী অনুযায়ী কে এম হাসান ও এম এ আজিজও সরে গিয়েছিলেন। তবুও তেনারা নির্বাচনে যাননি। কাজেই বিজয়ের নিশ্চয়তা শুধু বিএনপি নয়, আওয়ামী লীগও চায়। আর এই নিশ্চয়তা না পাওয়াতেই নির্দলীয় সরকার এবং আর্মির অধীনে নির্বাচন দিতে তেনারা ভয় পায়...

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তালগাছভাই,

ছোটো বেলায় একটা কথা,অঙ্কের মাস্টার মশাই এর মুখে শুনতাম, দাদা লগে থাকলে আমি সব অঙ্ক পারি । এখানে অবশ্য উল্টোটা,। আর্মি যত মাথা ব্যাথার কারন।


শুভকামনা জানবেন।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতার লোভ বড়ই মিঠা...

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য ও পড়ার জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তেনারা করলে লীলা, আর অন্যরা করলে পাপ।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনাদের ঘরে মনে হয় আয়না নেই...

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

শিখণ্ডী বলেছেন: আজিজের সময় দের কোটি ভুয়া ভোটার ছিল, অথচ আমরা দুই ভাই ভোটার ছিলাম না। যদিও একানব্বই- ছিয়ানব্বইতে ভোটার ছিলাম।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন ডিজিটাল যুগ ছিল না। তাই অনেক ভূয়া ভোটার ছিল...

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

ঢাবিয়ান বলেছেন: বিএনপি যেটা পারে নাই, আওয়ামিলীগ সেটা পারছে ।কারন খুব পরিস্কার।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে দুই দলের পার্থক্যও বোঝা যায়...

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঈদের মধ্যে রাজনীতি থেকে দুরে ছিলাম। মাথায় জং ধরে আছে....

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও তো দূরে ছিলাম। পর পর দুইটা স্মৃতিকথা প্রসব করেছি...

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

রাকু হাসান বলেছেন: তথ্য কথা কয় । ৫ নং মন্তবব্যে লাইক দিলাম । ঠিক বলেছেন ।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশী বেশী পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর ...

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নির্বাচনে লীগ বা বিএনপি যেই জিতুক, গতানুগতিক রাজনীতিতে দেশের খুব একটা উপকার হবে না। :(

@(আমি ছাত্র রাজনীতি ঘৃণা করি)।
গোড়া কেটে মিষ্টি ফল আশা করলে হবে???;)
বলা দরকার, কাদা ছোড়াছুঁড়ির/প্রতিহিংসার নোংরা রাজনীতি ঘৃণা করি, পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই।




পুনশ্চঃ
ছাত্র/তরুণরা যদি সুস্থ রাজনীতির চর্চা না করে, বুঝবেন আরো এক দশক এ নিয়ে ব্লগে লিখতে হবে!!";)

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোবাইলের যুগে যত চেষ্টাই করা হোক না কেন ল্যান্ড ফোন আর ব্যবসা করতে পারবে না। ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ না করলে আরো দুই দশক এ নিয়ে ব্লগ লিখতে হবে...

৯| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

রাকু হাসান বলেছেন:

বেশী বেশী পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর ... কি ? :) পড়তে জানতে,বুঝতে চেস্টা করা হয় :-B । ভাল আছেন ভাই! ?

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর-এর পর আরেকটা কথা চাঁদগাজী ভাই যোগ করেছিলেন। উনি সহ আরো কয়েকজন সেটা জানেন ;)

১০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



দেশ পরিচালনায় আওয়ামী লীগের ব্যর্থতার কারণ হলো তারা জেনারেল জিয়ার প্রশাসন ও তত্ব অনুসরণ করছে; জিয়া জীবিত থাকলে ওয়ায়দুল কাদের হয়তো বিএপি'র নেতা হতো

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো হতই! রাজনীতিবিদরা তো অনেক সময়ই রঙ পাল্টায়...

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সব সাজানো আছে। যথা সময়ে মঞ্চায়িত হবে।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। ঠিক বলেছেন...

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১২

আশাবাদী অধম বলেছেন: বাংলাদেশের মানুষ একসময় ছিলো অতিরিক্ত রাজনীতি সচেতন। এরকম চলতে থাকলে কদিন পরে মানুষ একেবারেই রাজনীতি বিমুখ হয়ে যাবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই বলেছেন। রাজনীতি বিমূখতার কারণেই এখন আর আন্দোলন কেউ করতে পারে না। যে কারণে শেখ হাসিনা ১০ বছর ক্ষমতায় টিকে গেল...

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৪

মাহমুদুর রহমান বলেছেন: রাজনীতি এখন ঈর্ষায় রুপ নিয়েছে আমার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর জন্য দায়ী রাজনীতিবিদরাই...

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

শাহিন বিন রফিক বলেছেন:



চট্রগ্রামে লালদিঘিতে মনে হয় শেখ হাসিনা বলেছিল- এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতিও বেঈমান, পরে নির্বাচন কে করেছিল জাতির অনেকে মনে হয় জানে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগের নেতারা আয়নাতে নিজের মুখ দেখে না। এত অবলীলায় মিথ্যা কথা আর কোন রাজনীতিবিদরা বলে না...

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন।
আয়না থাকলেতো দেশটা ভালই চলতো!

তাদের মাঝে মাঝে সিজোফ্রনিক রোগী মনে হয়!;) কি বলে পরক্ষনেই বুঝী ভুলে যায়!
নইলে কিভাবে এসব বাগাড়ম্বর করে???
সুস্থ কোন মানুষ অসুস্থ হয়ে যাবে - তাদের তুলনামুলক কথা পাশাপাশি সাজিয়ে দেখলে! শুনলে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ রেহাই পাবে না। সবার সব কিছু ডিজিটালি সেভ করা আছে। আর বেশীদিন এসব চলবে না। জনগণ একটু ভোটের অধিকার ফেরত পেলেই এসব নোংরা রাজনীতির অবসান হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.