নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

যুক্তফ্রন্টকে বিশ্বাস করে বিএনপি আরেকটা বেকুবি করতে যাচ্ছে...

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২



১. 'যুক্তফ্রন্ট' নামে পর্বতের মূষিক প্রসব হয়েছে। বি চৌধুরী, কামাল হোসেন, মান্না, রব একা ভোট করে জেতার সম্ভাবনা খুবই খুবই কম। কাদের সিদ্দিকী টাঙ্গাইলে জেতার মত সেই জৌলুস আছে কিনা জানা নেই। অলি আহমদ চন্দনাইশে এখনো জনপ্রিয় কিনা সেটাও জানা নেই। যদিও কাদের সিদ্দিকী ও অলি আহমদ এখনো যুক্তফ্রন্টে নেই তবুও এন্টি আওয়ামী লীগ হিসেবে এই হল মোটামুটি যুক্তফ্রন্ট-এর ভোটের হিসাব।

২. 'যুক্তফ্রন্ট'-এর লাফ জাফ দেখে মনে হচ্ছে এনারা অনেক জনপ্রিয় ও যে কোন দলকে কাত করে দেয়ার ক্ষমতা আছে! প্রকৃত পক্ষে এনাদের ভোট জামায়াতের এক ইউনিয়নের নেতার চাইতেও কম(কাজী ফিরোজ রশীদ বলেছেন এ কথা)। যাই হোক, এনারা যে এখনই কে প্রধানমন্ত্রী হবেন, কে প্রেসিডেন্ট হবেন কিংবা কাকে সাথে রাখবেন কাকে রাখবেন না বলে হম্বি তম্বি করছেন এর রহস্য কোথায়?

৩. এনারা কীভাবে ভেবে বসে আছেন যে এনারা ভোটে গেলেই আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিবে? এনারা কি শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন নাকি নির্দলীয় সরকারের অধীনে করবেন সে ব্যপারে কোন কথা এখনো বলছেন না। অথচ নির্বাচনের আর বাকী মাত্র ৩ মাস। যদি শেখ হাসিনার অধীনে ও বর্তমান ইসির অধীনে নির্বাচনে যায় তাহলেে তো আওয়ামী লীগই জিতবে এটা তো যে কেউই জানে!

৪. যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে তো যুক্তফ্রন্ট, জামায়াত ছাড়াই বিএনপি জেতার সম্ভাবনা আছে। কারণ, ভোটের হিসাবে যুক্তফ্রন্ট কোন কাজের না। তার উপর জামায়াতের নিবন্ধন বাতিল হওয়াতে জামায়াতের নেতারা 'ধানের শীষ' প্রতীক নিয়েই ভোট করতে পারবেন! তাই বিএনপি-কে বুঝে শুনে যুক্ত ফ্রন্টের সাথে থাকতে হবে...

৫. যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে লড়াইটা হবে মূলত আওয়ামী লীগ-জাপা এবং বিএনপি'র(জামায়াত নেই কার্যত)। এটাই মূল ভোটের পার্থক্য গড়ে দিবে। বাকী ৪/৫ টা অঘটন ঘটবে(যুক্তফ্রন্ট/কাদের সিদ্দিকী/অলি আহমদ/স্বতন্ত্র) কোন কোন জায়গায় যা ক্ষমতায় যাওয়ার পথে বাধা হবে না। তাই খালেদার মুক্তি না হোক, তারেক দেশে না আসুক, তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার অভিপ্রায় নিয়ে যুক্তফ্রন্টে যাওয়া বিএনপি'র উচিত হবে না...

৬. আরেকটা কথা। যুক্তফ্রন্টের খপ্পরে পড়ে জামায়াতকে ত্যাগ করা উচিত হবে না বিএনপি'র। কারণ, জামায়াত এমন একটা দল যারা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। তারা বিএনপি-কে হারানোর জন্য যে কোন কিছু করতে পারে যদি বিএনপি তাদের না রাখে...

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

এটম২০০০ বলেছেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৫ শতাংশের মতো। প্রতিটি আসনে গড়ে এই বয়সী ভোটারের সংখ্যা ৫০ হাজারের কম-বেশি। এঁদের বেশির ভাগই শিক্ষার্থী।

আওয়ামী লীগের একাধিক নেতার মতে, ৫০ হাজারের কম-বেশি ভোটার যেকোনো আসনের জয়-পরাজয় নির্ধারণের জন্য যথেষ্ট। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিষয়টি তাঁরা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু নিরপেক্ষ ভোট তো শেখ হাসিনা হতে দেবেন না। তিনি তেনার অধীনে এসব হতে দিলে তো এত কথাই উঠত না...

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

আশাবাদী অধম বলেছেন: আপনার শেষ অবজারভেশনের সাথে একমত হতে পারলাম না। জামায়াত নিজেদের স্বার্থ সবার আগে দেখবে। সব রাজনৈতিক দলই এটা করে। যে কৌশল অবলম্বন করলে তারা বর্তমানের অস্তিত্ব সংকট কাটিয়ে উঠতে পারবে সেটা তারা করবে। তাতে যদি আওয়ামীলীগ বা বামদের সাথে জোট করতে হয় তাও তারা করবে। এখানে নিজের নাক কেটে বিএনপিকে হারানোর ক্থা আপনার কেন মনে হলো বুঝলাম না।

বিএনপিকে হারাতে তারা কিভাবে নিজেদের নাক কাটবে বুঝিয়ে বলবেন কি? আর বিএনপি যতই বলুক আগের সে জনপ্রিয়তা তাদের নেই। একারা আন্দোলনই পারেনা জামায়াত ছাড়া। নির্বাচন তো আরো দূরের বিষয়।

অন্য পয়েন্টগুলোও বিস্তর আলোচনার দাবী রাখে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যে কৌশলের কথা বলেছেন সেটা তাদের জন্য যৌক্তিক - এটা আমি মানছি। তবে তাদের এ কথাও বুঝতে হবে তারা যদি জীবনে ক্ষমতার কাছাকাছি বা নেতৃত্ব পর্যায়ে যেতে চায় তাদের বিএনপি'র সাথেই থাকতে হবে। তবুও আওয়ামী লীগকে সুবিধা দেয়া উচিত হবে না। বিএনপি-কে হারানোর নামে তারা যে কৌশলই('৯৬) নিক না কেন তাদের মর্যাদা কমবেই...

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভোট এলে সবার চরিত্র আবার ফুটে উঠে; রাজনীতি হলো রাজনীতিবিদদের জন্য, ড: কামাল, ডা: বদরুদ্দোজা, এরা রাজনীতিবিদ নন

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা ভদ্র লোক, গুণী লোক হতে পারেন। তবে ভোটের বাজারে এনাদের মূল্য নেই। সবচেয়ে ভালো হয় নিজেদের ইগো বাদ দিয়ে যদি এনারা আওয়ামী লীগ ও বিএনপিতে যোগ দেন। কারণ, বাংলাদেশে সময় এসেছে দুই দলের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ রাখতে হবে। দুই দলের মধ্যে শুদ্ধ গণতন্ত্র থাকলে দেশও সঠিক পথে থাকবে...

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

এটম২০০০ বলেছেন: We want democracy, human rights and corruption-less society. BAL cannot give it. So, let it go and let a different one come. Whatever bad it might be, it will be far far better than BAL. It is a good sign that the students are discussing among themselves over some medias to work against BAL, because of their students fraction' s torture and betrayal of Hasina. definitely the students are capable of changing the corrupt government ALONE. See below: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৫ শতাংশের মতো। প্রতিটি আসনে গড়ে এই বয়সী ভোটারের সংখ্যা ৫০ হাজারের কম-বেশি। এঁদের বেশির ভাগই শিক্ষার্থী। আওয়ামী লীগের একাধিক নেতার মতে, ৫০ হাজারের কম-বেশি ভোটার যেকোনো আসনের জয়-পরাজয় নির্ধারণের জন্য যথেষ্ট। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিষয়টি তাঁরা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান ব্যবস্থায়, আর্মি ছাড়া, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগই জিতে আসবে...

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বলেছেন: ১০০% সহমত

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


হক-ভাসানীর ট্রেডমার্ক 'যুক্তফ্রন্ট' শব্দটি কোনভাবে এই ২ পিগমী ব্যবহার করতে পারা উচিত নয়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ আপনি আগেও এই ট্রেডমার্ক ছিনতাই নিয়ে বলেছিলেন...

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ কি কারনে আবার জামাত বিএনপিকে আবার ক্ষমতায় আনবে?

দুএক টা কারন বললেই হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ, এটা রাজতন্ত্র নয় যে এক দলই আজীবন ক্ষমতায় থাকবে। ৫ বছর পর পর নির্বাচন হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রাপ্ত দল ক্ষমতায় আসবে। মানুষ পরিবর্তন চাইতেই পারে...

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

খোলা মনের কথা বলেছেন: বিএনপি খেয় হারিয়ে ফেলেছে। এই কুল ঐ কুল কোন কুলই পাচ্ছে না। তারা সুযোগ সৃষ্টি করছে, অনেকে সুযোগ নিচ্ছে। ভোটের সময় সবার চেহারা উম্মোচন হবে। দেখা যাক

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই বিএনপি নিজেও জানে না গন্তব্য কোথায়...

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: আওয়ামী বিরোধীরা দিশেহারা, আগেতো দিশ ফিরুক!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ নিজেরাও এখন দিশেহারা। হাজার হলেও তারা জোর করে ক্ষমতায় আছে। একবার ক্ষমতা চলে গেলে তাদের যে কী অবস্থা হবে...

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা রাজতন্ত্র নয়।
মানুষ পরিবর্তন চাইতেই পারে...
তবে মানুষ জেনেশুনে চিহ্নিত খুনি, দন্ডপ্রাপ্ত দুর্নিতিবাজদের আবার ক্ষমতায় আনবে কেন? যারা বিন্দুমাত্র অনুতপ্ত নয়।
সাম্রাজ্যবাদিদের আরোপিত বেইমানদেরই বা কেন আনবে?

যোগ্য নেতৃত্ব গঠিত না হওয়া পর্যন্ত অপেক্ষাকৃত কম দুর্নিতিবাজ, অপেক্ষাকৃত বেশী শিক্ষিত, অপেক্ষাকৃত দক্ষ টিমকে কেন আরো ৫ বছর রাখতে চাইবে না?

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে ক্ষেত্রে আপনার চাওয়াটা সৎ বলেই ধরে নিতে হবে। তবে পদ্ধতি অসৎ কেন চাইবেন?

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। আওয়ামীলীগ মানুষ প্রত্যাশা বা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই আওয়ামীলীগকে ভোট দিতে চাইবে না। বিএনপি ছাড়া আর বড় দলও নেই। এরশাদ কাকুর দলও ভাঙ্গুর। সব মিলিয়ে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি জেতার সম্ভাবনা আছে। (জনপ্রিয়তার কারণে নয়, মানুষ সরকারী দলের উপর বিরক্ত হয়েই বিএনপি, জাপাকে ভোট দেবে।)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সামান্য একটা কথা কেউ কেউ বুঝতে চাইছে না। বিএনপি সুখের নহর ভরাবে না ঠিক আছে। তাই বলে কী জনগণের মতামত নেয়া বন্ধ করে দিবে সরকার?

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথমত, জনগণের মতামতে গুরুত্ব না দেওয়ার ফল ভালো হবে না।
দ্বিতীয়ত, শেখ হাসিনা দেশের উন্নয়ন চাইলেও উনার মন্ত্রী,আমলা কামলা, কর্মীরা চায় কি না সন্দেহ। তারা জোর করে, ভণিতা করা আরো কয়েকবছর ক্ষমতায় থাকলে দেশ নরক বানিয়ে ছাড়বে। কারণ, স্থানীয় সরকারদলীয় সন্ত্রাসদের পাওয়ার বাড়বে,সাঙ্গপাঙ্গ বাড়বে।
বিএনপি, জাপা বা অন্যান্যরা ক্ষমতায় গেলে বর্তমান সন্ত্রাস'রা কয়েকবছর দৌড়ের উপর থাকবে। তাদের সাঙ্গপাঙ্গ কমবে।- এই বাস্তবতাও আমাদের মানতে হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওনাদের ভয় হল বিএনপি আরো বেশী লুটপাট করবে, আরো নৈরাজ্য করবে - তাই বিএনপিকে আসতে দেয়া যায় না। আরে ভাই তাহলে ঘোষণা দিয়ে গণতন্ত্র বন্ধ করে উনার পিতার মত বাকশাল করলেই পারে...

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ সাহেবের কাজে স্বচ্ছতা ছিলো। তবে প্ল্যানিং ঠিকঠাক হয়নি। উনি উনার দলে ভালো মানুষের পাওয়া দিয়ে, চোর বাটফারদের ছাটাই করে- তারপর বাকশাল গঠন করলে দেশের উন্নয়নের সম্ভাবনা ছিলো।

যাইহোক, হাসিনার সাথে শেখ সাহেবের তুলনা করতে চাচ্ছি না। এটা করাটাও ভালো দেখায় না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্র মানলে জনগণের মতামতকে শ্রদ্ধা করতেই হবে...

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কে ত ন বলেছেন: জামায়াত কোন অবস্থাতেই আওয়ামী লীগের সাথে জোট করবেনা, কারণ তাদের সবচেয়ে বড় ক্ষতি এর মধ্যেই হয়ে গেছে। তবে হ্যাঁ, দেশের সার্বভউমত্বের প্রশ্ন এলে আপোষ করতেও পারে - এছাড়া নয়। জামায়াতের দল হিসেবে এখন আর নিজের স্বার্থ দেখার কিছু নেই। দেশের প্রয়োজনে যা করা দরকার, তা করতে তারা মোটেও পিছপা হবেনা।

আর বিএনপি তো একটা হদ্দ বেকুবের দল। তারা নতুন করে আর কি বেকুবি দেখাবে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বেশী বেকুবি করেছে এখন আর নতুন করে বেকুবি করার কিছু নেই - সহমত...

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বিশিষ্ট পেট্রোল বোমা পার্টি বেকুবি করবে এটাই স্বাভাবিক...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতা পাওয়ার জন্য যে কোন দলই বেকুবি করতে পারে...

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

এটম২০০০ বলেছেন: BAL, যারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে!!!
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৮, ১২:০৩ পূর্বাহ্ণ

তারেক : অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, যেসব এলাকায় অন্তঃকলহ হচ্ছে তার প্রতিটির পেছনেই রয়েছেন দলের হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ নেতারা।

সিলেট সিটি নির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এই পরাজয়ের মূল কারণ ছিল সিলেট সিটি আওয়ামী লীগের অন্তঃকলহ। সিলেট নগরে আওয়ামী লীগের কোন্দলের নাটের গুরু হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বরিশাল অঞ্চলে আবুল হাসনাত আব্দুল্লাহর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হিরণ পরিবারের। বারবার পদক্ষেপ সত্ত্বেও বরিশালের সেই দ্বন্দ্ব মেটানো যাচ্ছে না।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বর্তমানে শরীয়তপুর- ২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলীর সঙ্গে স্থানীয় বিরোধী জড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তাদের বিরোধে বিভক্ত শরীয়তপুর।

মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সংসদ হাসানুল হক ইনুর বিরোধে কুষ্টিয়া আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত।

রংপুর-৪ আসনের এমপি টিপু মুনশি এবং রংপুর-৫ আসনের এমপি এইচ. এন আশিকুর রহমানের রহমানের বিরোধ। আর তাঁদের বিরোধী কোন্দলে বিপর্যস্ত রংপুর আওয়ামী লীগ।

মাদারীপুর-২ আসনের এমপি শাহজাহান খানের সঙ্গে মাদারীপুর-৩ আসনের এমপি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিরোধের জেরে মাদারীপুর আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত।

ফরিদপুর আওয়ামী লীগের কোন্দলের নেপথ্যে কাজী জাফরউল্লাহ ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

চট্টগ্রাম আওয়ামী লীগের সাবেক এবিএম মহিউদ্দিন চৌধুরী সঙ্গে বিরোধ আফছারুল আমীনের। এখন নতুন করে আরও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

কুমিল্লা আওয়ামী লীগ বিভক্ত করেছে আ হ ম মোস্তফা কামাল এবং বাহাউদ্দিন বাহারের বিরোধ।

প্রতিটি এলাকাতেই আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা আছেন কোন্দলের কেন্দ্রে। তাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিভক্ত হয়ে পড়ছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগ ।

This is the Tip of the Iceberg. With this reality Hasina, the dictator-head of BAL wants to win in a country where the common people are after Democracy and Human Rights.

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা হারবে বলেই তো নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.