নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ট্রেন পোড়ানোর মত, লাইন তুলে ফেলার মত ক্যাডার বিএনপি\'র থাকলে বিএনপি এখন ক্ষমতায় থাকত...

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০





১. ইনফেক্ট, আওয়ামী লীগের সমর্থকরাও স্বীকার করে যে, বিএনপি-তে আওয়ামী লীগের মত মারদাঙ্গা, ডাই হার্ড ক্যাডার নেই। থাকলে, খালেদা জিয়ার বাড়ি থেকে বের করার পরও তেমন আন্দোলন করতে পারেনি তারা। ২০১৪ আর ২০১৮ তে প্রতারণা করে নির্বাচন করার পরও আন্দোলন করতে পারেনি। অথচ একই বিষয় চিন্তা করে দেখুন তো! শেখ হাসিনাকে সুধাসদন থেকে বের করে দেয়া হচ্ছে, পরপর ৩ বার খালেদা জিয়ার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে দিত আওয়ামী লীগ?
২. ১৯৯৬ সালে বিএনপি ১৫-ই ফেব্রুয়ারী নির্বাচন করে টিকেছিল মাত্র কয়েকদিন। বিএনপি পন্থী রাষ্ট্রপতি কাম তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজ উদ্দিন ২০০৭ সালে ২২শে জানুয়ারির নির্বাচন করার প্রস্তুতি নিয়েও পারেনি। আওয়ামী লীগের লগি বৈঠার ভয়াবহ আন্দোলনে কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়া থেকে সরে যান। প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ছুটিতে চলে যান। তবুও আওয়ামী লীগ নির্বাচনে যায়নি। কারণ, তারা নিশ্চিত ছিল তারা জিতবে না, অন্য কথায় তারা বিএনপি-কে বিশ্বাস করেনি...
৩. আজকে এত বছর পরও তারা বিএনপি-কে একই ভাবে তাদেরই অধীনে নির্বাচনে আসতে বলে, যা বিএনপি অস্বীকার করে এখন আন্দোলনে আছে। যদিও এসব আন্দোলন সাধারণ জনগণের ভোগান্তি ঘটায়, তাই ব্যক্তিগত ভাবে এসব হরতাল, অবরোধ সমর্থন করি না...
৪. এবার আসি, ট্রেন দুর্ঘটনা নিয়ে। এই মুহূর্তে যদি নিরপেক্ষ জরিপ করা হয়, কয়জন বিশ্বাস করে ট্রেনে নাশকতা বিএনপি করেছে, আমার মনে হয় সাধারণ জনগণ তো বটেই, আওয়ামী লীগাররাও মনে মনে বলবে এসব কাজ বিএনপি-র মত ভীতু কর্মীদের দ্বারা হবে না। যারা আজকে ১৫ বছর ধরে আওয়ামী শাসনকে প্রকারান্তরে স্বীকৃতিই দিয়ে যাচ্ছে...
৫. গুহা থেকে রিজভী হরতাল, অবরোধের ডাক দেয় কিন্তু কেউ মানেনা (মানা উচিতও নয়, আমার নিজেরও চাকুরি করতে হয়)। কোন বড় নেতার কোন তৎপরতা নেই জেলে যাওয়ার ভয়ে। জেলায় জেলায় দাপুটে নেতাদের কোন খবর নেই। মোট কথা, নেতাবিহীন একটা দল হয়ে গিয়েছে তারা। এই সময় ধরা পড়লে কে তাদের মু্ক্তি করাবে? কার এত ঠ্যাকা পড়ছে যে, ট্রেন লাইন খুলে ফেলবে, ট্রেনে আগুন দিবে?

পুঃনশ্চ - যে কোন মৃত্যুই মর্মান্তিক। সুস্থ মানুষ আন্দোলনের নামে বাস, ট্রেন জ্বালাতে পারে না। যদি তারপরও প্রমাণিত হয় ট্রেনে নাশকতা বিএনপি কর্মীরাই করেছিল, তাহলে আমি অগ্রীম ক্ষমা চাইছি ও পোস্ট সরিয়ে ফেলব...

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

ডার্ক ম্যান বলেছেন: আন্দোলন আর সন্ত্রাসী কার্যক্রম আপনি গুলিয়ে ফেলছেন। ২০১৩/১৪/১৫ সালে বিএনপি জামায়তের লোকজন কি তাণ্ডবলীলা চালিয়েছিল তা ভুলে গেছেন মনে হয়।
জামায়াত নিজের পরিবারের লোকজনকেও হত্যা করতে পারে নিজের স্বার্থে ।
নিরাপত্তা বাহিনী চেষ্টা করে এদের দমন করার জন্য। অনেক ক্ষেত্রে সফল হচ্ছে । অনেক ক্ষেত্রে পারছে না।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুলে যাইনি। সেসব কাজের নিন্দাও জানাই। আওয়ামী লীগও শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে অনেক লোককে হত্যা করেছে। কে বেশী করেছে তা বিবেচ্য নয়। আওয়ামলীগের আন্দোলন (বা সন্ত্রাসী কার্যক্রমে) বিএনপি টিকতে পারেনি, কিন্তু বিএনপি'র আন্দোলন (বা সন্ত্রাসী কার্যক্রমে) আওয়ামী লীগ টিকে গিয়েছে। পার্থক্য এখানেই...

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

এমজেডএফ বলেছেন: "গাজীপুরে রেলপথে নাশকতার আগে ১১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার টাংকিরপাড়ের বাসায় গোপন বৈঠক হয়। সেখানে বিএনপিপন্থি একাধিক কাউন্সিলরসহ ২৮ জন উপস্থিত থাকার তথ্য পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে ছয়জন ছিলেন আইনজীবী।"



বিস্তারিত:
রাতের পরিকল্পনা বৈঠকে ছয় আইনজীবীসহ ২৮ জন
সূত্র: দৈনিক সমকাল, প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়জন বিশ্বাস করে এসব তথ্য?

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্ট পড়েছি। সঙ্গত কারণে এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

রাােসল বলেছেন: আমি বিশ্বাস করি না যে, বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদগণ দেশের জন্য ভালো কিছু করব। বর্তমানে দেশের অর্থনৈতিক ও মানুষের নৈতিক অবস্থা খুবই খারাপ। ফলে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই দুর্যোগে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এর জন্য যারা দায়ী তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ, তাদের বেশিরভাগই ইতিমধ্যে উন্নত দেশে second home এর প্রক্রিয়া করেছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই রাজনীতিবিদদের কাছে বিশেষ করে দুই পরিবার থেকে কিছু প্রত্যাশা করি না। দেশের ভবিষ্যৎ খুবই খারাপ এদের হাতে...

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: রেললাইন কে কেটেছে সেটা বের হবে। দেরী হোক যায়নি সময়।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক...

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

মিরোরডডল বলেছেন:




ট্রেন দুর্ঘটনা সচরাচর হয় না।
যে কারণেই ঘটুক, দুর্ঘটনায় সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে।
যে বা যারা সম্পৃক্ত, তাদের শাস্তি হওয়া উচিত।


২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেই করুক, তাকে ধরে পুড়িয়ে মারা উচিত...

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

করুণাধারা বলেছেন: যেই করুক, তাকে ধরে পুড়িয়ে মারা উচিত...

সহমত। কিন্তু তাকে ধরা হবে না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ...

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

শেরজা তপন বলেছেন: আমারও প্রথমে বিশ্বাস হয়নি। তবে এখন সব দেখে শুনে তাই তো মনে হচ্ছে :(

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

আঁধারের যুবরাজ বলেছেন: এই সব কাজে কাদের লাভ ,সেটা চিন্তা করলেই অনুমান যায় কারা এবং কেন করছে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষ দুই পক্ষকে ব্লেইম করছে...

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

নিমো বলেছেন: আপনার অপূর্ব যুক্তি অনুযায়ী আওয়ামীলীগ নিজেই নিজের উপর গ্রেনেড হামলা করেছিল!

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রমাণ না হলে কোন অভিযোগ সত্য বলে মানা যাবে না...

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

নিমো বলেছেন: ২০০১ নির্বাচন পরবর্তী সময়ে অনেক মন্তব্যকারী বোধহয় তোরাবোরা গুহায় ঘুমাচ্ছিল।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি আমলে বাসে আগুন দিয়েছিল আওয়ামীলীগ - সেনাবাহিনীর কাছে শেখ সেলিম স্বীকার করেছিল...

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩৪

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখাটা পড়ে মনে হল মানুষ হিসেবে আপনি বেশ সহজ সরল। আপনার জন্য শ্রদ্ধা।

"ট্রেন পোড়ানোর মত লাইন তুলে ফেলার মত ক্যাডার বিএনপি'র থাকলে বিএনপি এখন ক্ষমতায় থাকত" এটা একটা সরল, হাস্যকর যুক্তি। সত্যি হলো গ্রাম বাংলার অনেক চেয়ারম্যান ছাবও খুনী ডাকাত বাহিনী পালন করে।

এই কাজটি ক্ষমতাসীন দল বিএনপিকে ফাসানোর জন্য করেছে এটা অসম্ভব নয়, তবে এটা করার প্রয়োজন আওয়ামিলীগের বর্তমানে আছে বলে মনে হয় না। আওয়ামিলীগ বিরোধী দলে থাকলে এই ষড়যন্ত্রতত্ত্বগুলো কাজ করার কিছু সম্ভাবনা থাকে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুক্তি অনুযায়ী আওয়ামী লীগই বা কেন করবে, আবার বিএনপি-ই বা কেন করবে?

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

কামাল১৮ বলেছেন: গ্রনেড হামলার মতো লোক বিএনপিতে আছে।যেটা কোর্টে প্রমানিত।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার শাস্তি পাচ্ছে সে...

১৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

নূর আলম হিরণ বলেছেন: এই ধরনের গুপ্ত হামলা গুলি করার জন্য সাহস লাগেনা। আপনি বিএনপি জামাতের ক্যাডার সম্পর্কে সঠিকভাবে জানেন না। আমি বলছিনা ট্রেনে আগুনের বিষয়টি বিএনপিই করেছে। তবে আজকে দেখলাম পুলিশ বলছে ট্রেনের বাম্পারের মধ্যে চটের একটি অবস্থা ছিল যেটা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক্সপ্রেস ট্রেনে প্রতি বগিতে শিক্ষিত এটেনড্যান্ট থাকে। পুলিশ থাকে টহলরত কয়েক বগি পর পর। এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায়। চেইন টানলে ট্রেন থামে। এত কিছুর পরও বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত আগুনে নিয়ে ট্রেন গেল। দুই পক্ষই বলছে তাদের ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে। আসল তদন্ত করে দায়ী ব্যক্তিকে ক্রসফায়ারে মারা হোক...

১৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আসামী ধরা পড়েছে?

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না। স্ক্রিপট এখনো তৈরি হয়নি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.